আন্তর্জাতিক বিষয়াবলী-৯১

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. চীন
ঘ. রাশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ TTP চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
ক. অকল্যান্ড, নিউজিল্যান্ড
খ. রোম, ইতালি
গ. লন্ডন, ইংল্যান্ড
ঘ. প্যারিস, ফ্রান্স
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ২৩ মার্চ ২০১৫ কোন দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়েছে?
ক. সিংগাপুর
খ. পাকিস্তান
গ. মঙ্গোলিয়া
ঘ. জর্জিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না?
ক. জার্মান
খ. ফ্রান্স
গ. ইতালি
ঘ. জাপান
উত্তরঃ খ

প্রশ্নঃ ইরানে ইসলামিক বিপ্লব কখন সংঘটিত হয়?
ক. ১৯৭৮
খ. ১৯১৭
গ. ১৯৭৯
ঘ. ১৯৮৯
উত্তরঃ গ

প্রশ্নঃ Who is the leader of the islamic revolution in Iran 1979?/ ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি-
ক. আয়াতুল্লাহ আলী খামেনী
খ. আয়াতুল্লাহ খোমেনী
গ. প্রেসিডেন্ট খাতামী
ঘ. আলী আকবর রাফসান জানী
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়-
ক. ১৯২৭ সনের ১২ আগস্ট
খ. ১৯২৮ সনের ২৭ আগস্ট
গ. ১৯২৮ সনের ৩ নভেম্বর
ঘ. ১৯২৯ সনের ৫ জানুয়ারি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কার্টাগেনা প্রটোকল হচ্ছে ?
ক. ইরাক পূর্নগঠন চুক্তি
খ. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
গ. যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
ঘ. শিশু অধিকার চুক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ Outer Speac Treaty কবে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধ চুক্তি (NPT) কোন সালে স্বাক্ষরিত হয়-
ক. ১৯৬৩
খ. ১৯৬৭
গ. ১৯৬৮
ঘ. ১৯৭০
উত্তরঃ গ

প্রশ্নঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস. ডি. আই) এর জনপ্রিয় নাম ছিলঃ
ক. থাড
খ. শয়তানের সম্রাজ্যে আক্রমণ
গ. তারকা যুদ্ধ
ঘ. ম্যাড
উত্তরঃ গ

প্রশ্নঃ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমান ঘাঁটির নাম কি?
ক. আল মারকাজ বিমানঘাঁটি, কাতার
খ. আল উদেইদ বিমানঘঁটি, কাতার
গ. আল আসফালাহ বিমানঘাঁটি, ওমান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ প্যারিস চুক্তি প্রথম স্বাক্ষর করে কোন দেশ?
ক. জাপান
খ. চীন
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল —
ক. জাতিপুঙ্গ সৃস্টি করা
খ. অটোমানদের জায়গা দখল করা
গ. ইহুদীদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
ঘ. জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কি?
ক. হিটলারের রাশিয়া আক্রমণ
খ. জার্মানি কর্তৃক ফ্রান্স অধিকার
গ. জার্মানির ইংল্যান্ড আক্রমণ
ঘ. পার্ল হারবারে বোমাবর্ষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
ক. মেরিল্যান্ড
খ. ভার্জিনিয়া
গ. কেন্টাকি
ঘ. ওহাইও
উত্তরঃ ক

প্রশ্নঃ Operation Defensive Shield কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?
ক. ফিলিস্তিনি
খ. ইরাকি
গ. আফগান
ঘ. কাশ্মীরি
উত্তরঃ ক

প্রশ্নঃ ম্যাসট্রিচট কি?
ক. একটি ক্ষেপনাস্ত্রের নাম
খ. উপসাগরীয় যুদ্ধে ব্যবহৃত একটি জঙ্গী বিমানের নাম
গ. একটি চুক্তির নাম
ঘ. একটি উপগ্রহের নাম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশটি কিয়োটো প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইরের মধ্যে অবস্থিত?
ক. গাজা
খ. পশ্চিমতীর
গ. ব্যেকা উপত্যকা
ঘ. গোলান মালভূমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি (Paris Agreement) কবে স্বাক্ষরিত এবং স্বাক্ষরের জন্য উন্মুক্ত করে হয়?
ক. ২০ এপ্রিল ২০১৬
খ. ২৬ এপ্রিল ২০১৬
গ. ১৮ এপ্রিল ২০১৬
ঘ. ২২ এপ্রিল ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আসলো (Oslo) শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
ক. ১৬১০ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন-
ক. লাল বাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান
খ. রাজীব গান্ধী ও বেনজির ভুট্টো
গ. অটল বিহারী বাজপেয়ী ও জেনারেল পারভেজ মোশাররফ
ঘ. ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবে প্যারিসে রক্তাক্ত হামলা সংগঠিত হয়?
ক. ১০ নভেম্বর ২০১৫
খ. ১৫ নভেম্বর ২০১৫
গ. ১৩ নভেম্বর ২০১৫
ঘ. ৮ নভেম্বর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ মিশর ও ইরাইলের মধ্যে ১৯৭৮ সালে কোন চুক্তিটি সম্পাদিত হয়?
ক. জেনেভা চুক্তি
খ. প্যারিস চুক্তি
গ. ক্যাম্প ডেভিড চুক্তি
ঘ. তাসখন্দ চুক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ এফটা (EFTA) বলতে বোঝায়-
ক. একটি বাণিজ্যিক গোষ্ঠী
খ. পূর্ব আফ্রিকান কেটি সংবাদ সংস্থা
গ. একটি বিমান সংস্থা
ঘ. একটি সামরিক চুক্তি
উত্তরঃ ক

প্রশ্নঃ উত্তর আয়ারল্যান্ডে কত সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০০
উত্তরঃ খ

প্রশ্নঃ যে দুটো দেশের মধ্যে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি সম্পাদিত হয়-
ক. ইসরাইল ও সিরিয়া
খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও সেভিয়েত ইউনিয়ন
গ. ইসরাইল ও মিশর
ঘ. মার্কিন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ?
ক. জার্মানি
খ. জাপান
গ. রাশিয়া
ঘ. ইতালি
উত্তরঃ খ

প্রশ্নঃ কিয়েটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
ক. ১১ ডিসেম্বর ১৯৯৭
খ. ১৭ মার্চ ১৯৯৭
গ. ১৫ জুন ১৯৯২
ঘ. ৭ অক্টোবর ২০০১
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!