প্রশ্নঃ Eifel Tower এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত?
ক. Saar
খ. Daniub
গ. Rhine
ঘ. Seine
উত্তরঃ ঘ
প্রশ্নঃ হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে?
ক. ১ জানুয়ারী, ১৯৯৭
খ. ১ মার্চ, ৯৯৯৭
গ. ১ জুলাই, ১৯৯৭
ঘ. ১ সেপ্টেম্বর, ১৯৯৭
উত্তরঃ গ
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ ‘ক’ বছর?
ক. দু’বছর
খ. তিন বছর
গ. চার বছর
ঘ. পাঁচ বছর
ঙ. ছয় বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কি?
ক. সাইকন
খ. সাইমন
গ. ব্লাকবেরি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ আফগানিস্তানে কয়টি সমুদ্র বন্দর আছে?
ক. একটিও নয়
খ. ২টি
গ. ১টি
ঘ. ৩টি
উত্তরঃ ক
প্রশ্নঃ Who used to be called a Living Saint?
ক. Pope John Paul
খ. Desmond Tutu
গ. Mother Teresa
ঘ. Florence Nightingale
উত্তরঃ গ
প্রশ্নঃ ডিজনিল্যান্ড কি?
ক. বিখ্যাত কার্টুন সিরিয়াল
খ. বিখ্যাত দ্বীপ
গ. বিখ্যাত পার্ক
ঘ. বিখ্যাত সমুদ্র সৈকত
উত্তরঃ গ
প্রশ্নঃ মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে যে দেশে-
ক. বার্মা
খ. ব্রাজিল
গ. ভারত
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বার্লিনের দেওয়াল (Barlin Wall) কোন সালে নির্মিত হয়েছিল?
ক. ১৯৪৬
খ. ১৯৪৮
গ. ১৯৬১
ঘ. ১৯৬২
উত্তরঃ গ
প্রশ্নঃ সলসবেরীর নতুন নাম কি?
ক. হারারে
খ. কিনসাসা
গ. অ্যাঙ্গোলা
ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ ক
প্রশ্নঃ মাদক উৎপাদন এবং চোরাচালানের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল কি?
ক. মায়ানমার , লাওস ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চল
খ. পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সীমান্ত অঞ্চল
গ. বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত অঞ্চল
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ The 46664 Campaign কি
ক. এইডসবিরোধী প্রচারণা
খ. দুর্ভিক্ষ হ্রাসের জন্য জাতিসংঘের কর্মসূচী
গ. যুদ্ধবিরোধী প্রচারণা
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইউরোপের ককপিট’ বলা হয় কোন দেশকে?
ক. বেলজিয়াম
খ. ফ্রান্স
গ. জার্মানি
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ ক
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন এর নাম–
ক. ক্রেমলিন
খ. হোয়াইট হাউস
গ. বুশ হাউস
ঘ. হোয়াইট হল
উত্তরঃ খ
প্রশ্নঃ ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম—
ক. ভিক্টোরিয়া প্যালেস
খ. বাকিংহাম প্যালেস
গ. এলিজাবেথ প্যালেস
ঘ. এডওয়ার্ড প্যালেস
উত্তরঃ খ
প্রশ্নঃ নীলনদের উপর কোন দেশ ‘মহা রেনেসাঁ বাঁধ’ নির্মাণ করছে?
ক. ব্রুনাই
খ. নাইজেরিয়া
গ. ইথিওপিয়া
ঘ. জর্ডান
উত্তরঃ গ
প্রশ্নঃ Renaissance কথাটির অর্থ কি?
ক. মৃত্যু
খ. বার্ধক্য
গ. পৌঢ়ত্ব
ঘ. নবজীবন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুসলিম কয়েদিরা ইরাকে যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয়, তার নাম–
ক. Abu Obida
খ. Abu Gharib
গ. Abu chalib
ঘ. Al Qaeda
উত্তরঃ খ
প্রশ্নঃ আলীগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. মধ্য প্রদেশ
খ. উত্তর প্রদেশ
গ. পশ্চিমবঙ্গে
ঘ. রাজস্থান
উত্তরঃ খ
প্রশ্নঃ ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
ক. সৌদি আরব
খ. লেবানন
গ. মিশর
ঘ. তিউনিসিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্লিন দেওয়াল কোন সালে ভেঙে ফেলা হয়?
ক. ১৯৬১
খ. ১৯৭৫
গ. ১৯৮৯
ঘ. ১৯৯০
উত্তরঃ গ
প্রশ্নঃ উজবেকিস্তানের রাজধানীর নাম-
ক. সমরকন্দ
খ. বুখারা
গ. তাসখন্দ
ঘ. ঘার্তুম
উত্তরঃ গ
প্রশ্নঃ ১০ নং ডাউনিং স্ট্রীট কি?
ক. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন
খ. রানীর গ্রীষ্মকালীন নিবাস
গ. অর্থমন্ত্রীর অফিস ভবন
ঘ. কমনওয়েলথ মন্ত্রীদের সভা ভবন
উত্তরঃ ক
প্রশ্নঃ গ্রিসের রাজধানী কোথায়?
ক. রোম
খ. এথেন্স
গ. মিলান
ঘ. জেনেভা
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্যাথেরিন ভিয়েনার “গার্ডিয়ান” -এর কততম প্রধান সম্পাদক?
ক. নবম
খ. দশম
গ. দ্বাদশ
ঘ. ত্রয়োদশ
উত্তরঃ গ
প্রশ্নঃ মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ-তারা আছে-
ক. হংকং
খ. থাইল্যান্ড
গ. সিঙ্গাপুর
ঘ. মায়ানমার
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে যুক্তরাজ্যে কোন দল সরকার গঠন করেছে?
ক. লেবার পার্টি
খ. কনজারভেটিভ পার্টি
গ. লিবারেল পার্টি
ঘ. ডেমোক্রাটিক পার্টি
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বের প্রথম সৌরচালিত বিমানবন্দরের নাম কি?
ক. মিউনিখ বিমানবন্দর (জার্মানি)
খ. জুরিখ বিমানবন্দর (সুইজারল্যান্ড)
গ. হিথ্রো বিমানবন্দর (বৃটেন)
ঘ. কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর (ভারত)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়ঃ
ক. ১৯৬২ সনে
খ. ১৯৮৬ সনে
গ. ১৯৭৮ সনে
ঘ. ১৯৮২ সনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
ক. ইনকাথা ফ্রিডম পার্টি
খ. ন্যাশন্যালিস্ট পার্টি
গ. অফ্রিকান সোস্যালিস্ট পার্টি
ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)