আন্তর্জাতিক বিষয়াবলী-৭৩

প্রশ্নঃ Eifel Tower এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত?
ক. Saar
খ. Daniub
গ. Rhine
ঘ. Seine
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে?
ক. ১ জানুয়ারী, ১৯৯৭
খ. ১ মার্চ, ৯৯৯৭
গ. ১ জুলাই, ১৯৯৭
ঘ. ১ সেপ্টেম্বর, ১৯৯৭
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ ‘ক’ বছর?
ক. দু’বছর
খ. তিন বছর
গ. চার বছর
ঘ. পাঁচ বছর
ঙ. ছয় বছর
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কি?
ক. সাইকন
খ. সাইমন
গ. ব্লাকবেরি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ আফগানিস্তানে কয়টি সমুদ্র বন্দর আছে?
ক. একটিও নয়
খ. ২টি
গ. ১টি
ঘ. ৩টি
উত্তরঃ ক

প্রশ্নঃ Who used to be called a Living Saint?
ক. Pope John Paul
খ. Desmond Tutu
গ. Mother Teresa
ঘ. Florence Nightingale
উত্তরঃ গ

প্রশ্নঃ ডিজনিল্যান্ড কি?
ক. বিখ্যাত কার্টুন সিরিয়াল
খ. বিখ্যাত দ্বীপ
গ. বিখ্যাত পার্ক
ঘ. বিখ্যাত সমুদ্র সৈকত
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে যে দেশে-
ক. বার্মা
খ. ব্রাজিল
গ. ভারত
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বার্লিনের দেওয়াল (Barlin Wall) কোন সালে নির্মিত হয়েছিল?
ক. ১৯৪৬
খ. ১৯৪৮
গ. ১৯৬১
ঘ. ১৯৬২
উত্তরঃ গ

প্রশ্নঃ সলসবেরীর নতুন নাম কি?
ক. হারারে
খ. কিনসাসা
গ. অ্যাঙ্গোলা
ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ ক

প্রশ্নঃ মাদক উৎপাদন এবং চোরাচালানের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল কি?
ক. মায়ানমার , লাওস ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চল
খ. পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সীমান্ত অঞ্চল
গ. বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত অঞ্চল
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ The 46664 Campaign কি
ক. এইডসবিরোধী প্রচারণা
খ. দুর্ভিক্ষ হ্রাসের জন্য জাতিসংঘের কর্মসূচী
গ. যুদ্ধবিরোধী প্রচারণা
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ইউরোপের ককপিট’ বলা হয় কোন দেশকে?
ক. বেলজিয়াম
খ. ফ্রান্স
গ. জার্মানি
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন এর নাম–
ক. ক্রেমলিন
খ. হোয়াইট হাউস
গ. বুশ হাউস
ঘ. হোয়াইট হল
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম—
ক. ভিক্টোরিয়া প্যালেস
খ. বাকিংহাম প্যালেস
গ. এলিজাবেথ প্যালেস
ঘ. এডওয়ার্ড প্যালেস
উত্তরঃ খ

প্রশ্নঃ নীলনদের উপর কোন দেশ ‘মহা রেনেসাঁ বাঁধ’ নির্মাণ করছে?
ক. ব্রুনাই
খ. নাইজেরিয়া
গ. ইথিওপিয়া
ঘ. জর্ডান
উত্তরঃ গ

প্রশ্নঃ Renaissance কথাটির অর্থ কি?
ক. মৃত্যু
খ. বার্ধক্য
গ. পৌঢ়ত্ব
ঘ. নবজীবন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুসলিম কয়েদিরা ইরাকে যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয়, তার নাম–
ক. Abu Obida
খ. Abu Gharib
গ. Abu chalib
ঘ. Al Qaeda
উত্তরঃ খ

প্রশ্নঃ আলীগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. মধ্য প্রদেশ
খ. উত্তর প্রদেশ
গ. পশ্চিমবঙ্গে
ঘ. রাজস্থান
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
ক. সৌদি আরব
খ. লেবানন
গ. মিশর
ঘ. তিউনিসিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্লিন দেওয়াল কোন সালে ভেঙে ফেলা হয়?
ক. ১৯৬১
খ. ১৯৭৫
গ. ১৯৮৯
ঘ. ১৯৯০
উত্তরঃ গ

প্রশ্নঃ উজবেকিস্তানের রাজধানীর নাম-
ক. সমরকন্দ
খ. বুখারা
গ. তাসখন্দ
ঘ. ঘার্তুম
উত্তরঃ গ

প্রশ্নঃ ১০ নং ডাউনিং স্ট্রীট কি?
ক. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন
খ. রানীর গ্রীষ্মকালীন নিবাস
গ. অর্থমন্ত্রীর অফিস ভবন
ঘ. কমনওয়েলথ মন্ত্রীদের সভা ভবন
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রিসের রাজধানী কোথায়?
ক. রোম
খ. এথেন্স
গ. মিলান
ঘ. জেনেভা
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্যাথেরিন ভিয়েনার “গার্ডিয়ান” -এর কততম প্রধান সম্পাদক?
ক. নবম
খ. দশম
গ. দ্বাদশ
ঘ. ত্রয়োদশ
উত্তরঃ গ

প্রশ্নঃ মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ-তারা আছে-
ক. হংকং
খ. থাইল্যান্ড
গ. সিঙ্গাপুর
ঘ. মায়ানমার
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে যুক্তরাজ্যে কোন দল সরকার গঠন করেছে?
ক. লেবার পার্টি
খ. কনজারভেটিভ পার্টি
গ. লিবারেল পার্টি
ঘ. ডেমোক্রাটিক পার্টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের প্রথম সৌরচালিত বিমানবন্দরের নাম কি?
ক. মিউনিখ বিমানবন্দর (জার্মানি)
খ. জুরিখ বিমানবন্দর (সুইজারল্যান্ড)
গ. হিথ্রো বিমানবন্দর (বৃটেন)
ঘ. কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর (ভারত)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়ঃ
ক. ১৯৬২ সনে
খ. ১৯৮৬ সনে
গ. ১৯৭৮ সনে
ঘ. ১৯৮২ সনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
ক. ইনকাথা ফ্রিডম পার্টি
খ. ন্যাশন্যালিস্ট পার্টি
গ. অফ্রিকান সোস্যালিস্ট পার্টি
ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!