আন্তর্জাতিক বিষয়াবলী-৭২

প্রশ্নঃ আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
ক. মিশর
খ. ইরান
গ. ইরাক
ঘ. সিরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পেপাল (PayPal) কি?
ক. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
খ. অনলাইনে অর্থ লেনদেন করার মাধ্যম
গ. একটি ওয়েব সাইটের নাম
ঘ. একটি জঙ্গি সংগঠন
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধংস হয়?
ক. বস্ত্র শিল্প
খ. কুটির শিল্প
গ. কাগজ শিল্প
ঘ. পাট শিল্প
উত্তরঃ খ

প্রশ্নঃ Where is Wall Street located?/ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
ক. লন্ডন(London)
খ. নিউইয়র্ক(New York)
গ. সিডনি(Sydney)
ঘ. ওয়াশিংটন ডি.সি (Washington D.C)
উত্তরঃ খ

প্রশ্নঃ এস্তোনিয়ার রাজধানীর নাম কি?
ক. ভিলনিয়াস
খ. রিগা
গ. তাল্লিন
ঘ. লিমা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?
ক. যুক্তরাষ্ট্রের
খ. কানাডার
গ. জাপানের
ঘ. ভারতের
উত্তরঃ ক

প্রশ্নঃ The capital of United Arab Emirates is:/ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী–
ক. Dubai
খ. Abu Dhabi
গ. Sharjah
ঘ. Al Ain
উত্তরঃ খ

প্রশ্নঃ কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতার নাম কি?
ক. কার্লোস পুজদেমন
খ. মারিয়ানো রাজয়
গ. হুয়ান কার্লোস
ঘ. ষষ্ঠ ফিলিপ
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
ক. আব্রাহাম লিংকন
খ. জর্জ ওয়াশিংটন
গ. জন এফ কেনেডি
ঘ. বিল ক্লিনটন
উত্তরঃ খ

প্রশ্নঃ চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের নাম কী?
ক. Comac D919
খ. Comac C919
গ. Comac B919
ঘ. Comac A919
উত্তরঃ খ

প্রশ্নঃ থাই-শব্দ ‘কোমেন’ -এর অর্থ কি?
ক. বিনাশকারী
খ. বিস্ফোরক
গ. ধ্বংসকারী
ঘ. সৃষ্টিশীল
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত?
ক. আমেরিকা
খ. নরওয়ে
গ. কানাডা
ঘ. রাশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Orient Houseকার সদর দপ্তর
ক. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
খ. বিট্রিশ লেবার পার্টি
গ. যুক্তরাষ্ট্রের ডেমোক্রটিক পার্টি
ঘ. ভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তরঃ ক

প্রশ্নঃ সারায়েভো কোন দেশের রাজধানী?
ক. বসনিয়া-হারজেগোভিনা
খ. ক্রোয়েশিয়া
গ. যুগোস্লাভিয়া
ঘ. আলবেনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ঝাড়খন্ড ভারতের কততম প্রদেশ?
ক. ২৫ তম
খ. ২৬ তম
গ. ২৭ তম
ঘ. ২৮ তম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি?
ক. আল গোর
খ. জো বাইডেন
গ. জর্জ বুশ
ঘ. ডিক চেনী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন তিনজন দার্শনিককে Wise men of the old বলা হয়?
ক. প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলী
খ. সক্রেটিস, প্লেটো, অ্যাস্টিন
গ. হবস, লক, রুশো
ঘ. সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দক্ষিণ এশীয় উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়?
ক. ৪ মে ২০১৭
খ. ৫ মে ২০১৭
গ. ৪ মার্চ ২০১৭
ঘ. ৭ মার্চ ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
ক. লাইবেরিয়া
খ. দক্ষিণ সুদান
গ. পূর্ব তিমুর
ঘ. তাইওয়ান
উত্তরঃ খ

প্রশ্নঃ হারারে-এর পুরাতন নাম–
ক. সলসবেরী
খ. ফরমুজা
গ. পেট্রোগ্রাড
ঘ. রোডেসিযা
উত্তরঃ ক

প্রশ্নঃ Mein-Kampf-এর লেখক কে?
ক. উইনস্টোন চার্চিল
খ. কার্ল মার্কস
গ. এডলফ হিটলার
ঘ. আবুল কালাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
ক. ওয়াটার লু নামক স্থানে
খ. দ্বীপ এনাবার্তে
গ. ভার্সাই নগরিতে
ঘ. সেন্ট হেলেনা দ্বীপে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক. লন্ডনে
খ. মিউনিখে
গ. হংকং-এ
ঘ. প্যারিসে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘টাইগার হিল’ কোথায়?
ক. নেপালে
খ. দার্জিলিংযে
গ. জেরুজালেমে
ঘ. কাশ্মীরে
উত্তরঃ খ, ঘ

প্রশ্নঃ বর্ণবাদী নীতি, কোথায় প্রচলিত ছিল?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. রুয়ান্ডা
গ. জিম্বাবুয়ে
ঘ. পাপুয়া নিউনিগি
উত্তরঃ ক

প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অন্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?
ক. রাজিব গান্ধী
খ. ইন্দিরা গান্ধী
গ. নরসীমা রাও
ঘ. বাজপেয়ী
উত্তরঃ ক

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি?
ক. ডেমোক্রেটিক পার্টি
খ. রিপাবলিকান পার্টি
গ. লেবার পার্টি
ঘ. কনজারভেটিভ পার্টি
উত্তরঃ ক

প্রশ্নঃ রেললাইন ছাড়া বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন চালু করেছে কোন দেশ?
ক. ফ্রান্স
খ. চীন
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ

প্রশ্নঃ সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম পার্লামেন্টে ভবনের অধিকারী কোন দেশ?
ক. জাপান
খ. জার্মানি
গ. ভারত
ঘ. পাকিস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রুমানিয়ার রাজধানী-
ক. বুদাপেস্ট
খ. বেলগ্রেড
গ. সমরখন্দ
ঘ. বুখারেস্ট
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!