প্রশ্নঃ সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্ভাচেভ ক্ষমতাসীন হয়েছিলেন?
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৯০ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার রিচি বেনো কবে মৃত্যু বরণ করেন?
ক. ১০ এপ্রিল ২০১৫
খ. ১২ এপ্রিল ২০১৫
গ. ১৩ এপ্রিল ২০১৪
ঘ. ১৫ এপ্রিল ২০১৪
উত্তরঃ ক
প্রশ্নঃ পর্তুগালের রাজধানী কোথায়?
ক. মাদ্রিদ
খ. লিসবন
গ. রোম
ঘ. তিরানা
উত্তরঃ খ
প্রশ্নঃ মার্সারের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ শহর কোনটি?
ক. পোর্ট অব প্রিন্স, হাইতি
খ. করাচি, পাকিস্তান
গ. বাগদাদ, ইরাক
ঘ. বাঙ্গুই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
উত্তরঃ গ
প্রশ্নঃ স্পেন অধ্যাসিত কাতালোনিয়া রাজ্যের রাজধানীর নাম কি?
ক. এস্পানিওল
খ. জিরোনা
গ. বার্সেলোনা
ঘ. লেইদা
উত্তরঃ গ
প্রশ্নঃ দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়ঃ
ক. স্থলবেষ্টিত রাষ্ট্র
খ. নিরপেক্ষ রাষ্ট্র
গ. বাফার রাষ্ট্র
ঘ. জিরো সাম রাষ্ট্র
উত্তরঃ গ
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
ক. হ্যারি এস ট্রুম্যান
খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ. জেমস মনরো
ঘ. তথ্যটি সঠিক নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের রাজধানী ইস্ফল?
ক. মিজোরাম
খ. অরুণাচল
গ. মনিপুর
ঘ. মেঘালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ শ্রীলংকার মুসলমান অধ্যুষিত একটি দ্বীপ–
ক. হোক্কাইডো
খ. মান্নার
গ. হনসু
ঘ. কিয়ুসু
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
ক. জর্জ ওয়াশিংটন
খ. আব্রাহাম লিঙ্কন
গ. রুজভেল্ট
ঘ. কেনেডী
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবীর প্রথম সমাজতন্ত্রিক দেশের নাম কী?
ক. ভিয়েতনাম
খ. সোভিয়েত রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. চীন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সিল্ক রুটের দেশ’-
ক. বাহরাইন
খ. সৌদি আরব
গ. ইরান
ঘ. আফগানিস্তান
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশ ‘শ্যামদেশ’ নামে পরিচিত ছিল?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. থাইল্যান্ড
ঘ. মায়ানমার
উত্তরঃ গ
প্রশ্নঃ Who is the current finance minister of India?/ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে?
ক. P Chidambaram
খ. Dr. Monmohon Singh
গ. Spmoa Gandhi
ঘ. Pranab Mukharjee
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর নিজ গ্রহণ করে?
ক. ১৬৯৮
খ. ১৭৯৮
গ. ১৮৯৮
ঘ. ১৯৪৪
উত্তরঃ গ
প্রশ্নঃ পেপাল কবে, কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯৮ সালে, রাশিয়ায়
খ. ১৯৯৮ সালে, যুক্তরাজ্যে
গ. ১৯৯৮ সালে, যুক্তরাষ্ট্রে
ঘ. ১৯৯৮ সালে, চীনে
উত্তরঃ গ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সময় নক্ষত্র যুদ্ধ প্রোগ্রাম শুরু হয়?
ক. রিচার্ড নিক্সন
খ. জিমি কার্টার
গ. রোনাল্ড রিগান
ঘ. জর্জ বুশ
উত্তরঃ গ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন?
ক. জেরাল্ড ফোর্ড
খ. রোনাল্ড রিগান
গ. জর্জ বুশ
ঘ. জন এফ কেনেডী
উত্তরঃ খ
প্রশ্নঃ Renaissance is—-
ক. An event of Russian revolution
খ. An event of France revolution
গ. A period of revival or rebirth of learning
ঘ. A war which took place between England and France
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. অষ্টম
খ. নবম
গ. দ্বাদশ
ঘ. চতুর্দশ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইউরোপের দ্বার’ বলা হয়-
ক. ভিয়েনা
খ. বন
গ. লন্ডন
ঘ. রোম
উত্তরঃ ক
প্রশ্নঃ আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের মধ্যে আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে?
ক. গোল্ডেন ট্রায়াঙ্গল
খ. গোল্ডেন ওয়েজ
গ. গোল্ডেন ক্রিসেন্ট
ঘ. গোল্ডেন এরেনা
ঙ. গোল্ডেন মরিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ শিল্প বিপ্লব যে দেশে হয়েছিল–
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. জার্মানি
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস হয় কোন সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ ক
প্রশ্নঃ জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে কত?
ক. ১২০৮ মিটার
খ. ১১০৮ মিটার
গ. ১০০০ মিটার
ঘ. ৯২৫ মিটার
উত্তরঃ গ
প্রশ্নঃ ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?
ক. মুক্তি, একতা ও সমতা
খ. গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
গ. বিপ্লব, শিল্পায়ন ও উন্নয়ন
ঘ. ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) চালু হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ৬ জুলাই, ২০১৭
গ. ১ জুলাই, ২০১৭
ঘ. ৮ জুলাই, ২০১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ হিটলারের দলের নাম?
ক. জাতীয় সমাজতান্ত্রিক দল
খ. সমাজতান্ত্রিক দল
গ. জাতীয়তাবাদী দল
ঘ. জার্মান ফ্যাসীবাদী দল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Wall Street in New York is famous for what?/নিউইর্কের ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত?
ক. World’s largest financial center
খ. World’s largest tourist center
গ. World’s largest trade center
ঘ. World’s largest stock market
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বিগ আপেল’ বলা হয়-
ক. শিকাগো শহরকে
খ. নিউইয়র্ক শহরকে
গ. সিডনি শহরকে
ঘ. বার্লিন শহরকে
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)