আন্তর্জাতিক বিষয়াবলী-৭১

প্রশ্নঃ সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্ভাচেভ ক্ষমতাসীন হয়েছিলেন?
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৯০ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার রিচি বেনো কবে মৃত্যু বরণ করেন?
ক. ১০ এপ্রিল ২০১৫
খ. ১২ এপ্রিল ২০১৫
গ. ১৩ এপ্রিল ২০১৪
ঘ. ১৫ এপ্রিল ২০১৪
উত্তরঃ ক

প্রশ্নঃ পর্তুগালের রাজধানী কোথায়?
ক. মাদ্রিদ
খ. লিসবন
গ. রোম
ঘ. তিরানা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মার্সারের তথ্যমতে, বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ শহর কোনটি?
ক. পোর্ট অব প্রিন্স, হাইতি
খ. করাচি, পাকিস্তান
গ. বাগদাদ, ইরাক
ঘ. বাঙ্গুই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ স্পেন অধ্যাসিত কাতালোনিয়া রাজ্যের রাজধানীর নাম কি?
ক. এস্পানিওল
খ. জিরোনা
গ. বার্সেলোনা
ঘ. লেইদা
উত্তরঃ গ

প্রশ্নঃ দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়ঃ
ক. স্থলবেষ্টিত রাষ্ট্র
খ. নিরপেক্ষ রাষ্ট্র
গ. বাফার রাষ্ট্র
ঘ. জিরো সাম রাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
ক. হ্যারি এস ট্রুম্যান
খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ. জেমস মনরো
ঘ. তথ্যটি সঠিক নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের রাজধানী ইস্ফল?
ক. মিজোরাম
খ. অরুণাচল
গ. মনিপুর
ঘ. মেঘালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীলংকার মুসলমান অধ্যুষিত একটি দ্বীপ–
ক. হোক্কাইডো
খ. মান্নার
গ. হনসু
ঘ. কিয়ুসু
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
ক. জর্জ ওয়াশিংটন
খ. আব্রাহাম লিঙ্কন
গ. রুজভেল্ট
ঘ. কেনেডী
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর প্রথম সমাজতন্ত্রিক দেশের নাম কী?
ক. ভিয়েতনাম
খ. সোভিয়েত রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. চীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সিল্ক রুটের দেশ’-
ক. বাহরাইন
খ. সৌদি আরব
গ. ইরান
ঘ. আফগানিস্তান
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশ ‘শ্যামদেশ’ নামে পরিচিত ছিল?
ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. থাইল্যান্ড
ঘ. মায়ানমার
উত্তরঃ গ

প্রশ্নঃ Who is the current finance minister of India?/ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে?
ক. P Chidambaram
খ. Dr. Monmohon Singh
গ. Spmoa Gandhi
ঘ. Pranab Mukharjee
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর নিজ গ্রহণ করে?
ক. ১৬৯৮
খ. ১৭৯৮
গ. ১৮৯৮
ঘ. ১৯৪৪
উত্তরঃ গ

প্রশ্নঃ পেপাল কবে, কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯৮ সালে, রাশিয়ায়
খ. ১৯৯৮ সালে, যুক্তরাজ্যে
গ. ১৯৯৮ সালে, যুক্তরাষ্ট্রে
ঘ. ১৯৯৮ সালে, চীনে
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সময় নক্ষত্র যুদ্ধ প্রোগ্রাম শুরু হয়?
ক. রিচার্ড নিক্সন
খ. জিমি কার্টার
গ. রোনাল্ড রিগান
ঘ. জর্জ বুশ
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন?
ক. জেরাল্ড ফোর্ড
খ. রোনাল্ড রিগান
গ. জর্জ বুশ
ঘ. জন এফ কেনেডী
উত্তরঃ খ

প্রশ্নঃ Renaissance is—-
ক. An event of Russian revolution
খ. An event of France revolution
গ. A period of revival or rebirth of learning
ঘ. A war which took place between England and France
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. অষ্টম
খ. নবম
গ. দ্বাদশ
ঘ. চতুর্দশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ইউরোপের দ্বার’ বলা হয়-
ক. ভিয়েনা
খ. বন
গ. লন্ডন
ঘ. রোম
উত্তরঃ ক

প্রশ্নঃ আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের মধ্যে আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে?
ক. গোল্ডেন ট্রায়াঙ্গল
খ. গোল্ডেন ওয়েজ
গ. গোল্ডেন ক্রিসেন্ট
ঘ. গোল্ডেন এরেনা
ঙ. গোল্ডেন মরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ শিল্প বিপ্লব যে দেশে হয়েছিল–
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. জার্মানি
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস হয় কোন সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ ক

প্রশ্নঃ জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে কত?
ক. ১২০৮ মিটার
খ. ১১০৮ মিটার
গ. ১০০০ মিটার
ঘ. ৯২৫ মিটার
উত্তরঃ গ

প্রশ্নঃ ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?
ক. মুক্তি, একতা ও সমতা
খ. গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
গ. বিপ্লব, শিল্পায়ন ও উন্নয়ন
ঘ. ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) চালু হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ৬ জুলাই, ২০১৭
গ. ১ জুলাই, ২০১৭
ঘ. ৮ জুলাই, ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ হিটলারের দলের নাম?
ক. জাতীয় সমাজতান্ত্রিক দল
খ. সমাজতান্ত্রিক দল
গ. জাতীয়তাবাদী দল
ঘ. জার্মান ফ্যাসীবাদী দল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Wall Street in New York is famous for what?/নিউইর্কের ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত?
ক. World’s largest financial center
খ. World’s largest tourist center
গ. World’s largest trade center
ঘ. World’s largest stock market
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বিগ আপেল’ বলা হয়-
ক. শিকাগো শহরকে
খ. নিউইয়র্ক শহরকে
গ. সিডনি শহরকে
ঘ. বার্লিন শহরকে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top