প্রশ্নঃ কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন–
ক. নেলসন ম্যান্ডেলা
খ. মার্টিন লুথার কিং
গ. এলিজা মোহাম্মদ
ঘ. ম্যালকম এক্স
উত্তরঃ খ
প্রশ্নঃ দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি ?
ক. আলবেনিয়া
খ. চিলি
গ. প্যারাগুয়ে
ঘ. সুরিনাম
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
ক. হোয়াইট হাউস
খ. আলভোরাদা
গ. সিনেট ভবন
ঘ. অ্যাসেম্বলী ভবন
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রাচ্যের ভেনিস কোনটি?
ক. সিংগাপুর
খ. চিটাগাং
গ. ব্যাংকক
ঘ. ওসাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
ক. সিউল
খ. আম্মান
গ. কায়রো
ঘ. তেহরান
উত্তরঃ গ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
ক. লুইসিয়ানা
খ. উইসকনসিন
গ. ফ্লোরিডা
ঘ. নেবারাস্কা
উত্তরঃ ক
প্রশ্নঃ Which is the capital city of Kuwait: / কুয়েতের রাজধানী শহর কোনটি?
ক. Jeddah
খ. Amman
গ. Tehran
ঘ. Doah
ঙ. None of these
উত্তরঃ ঙ
প্রশ্নঃ পলমল কি?
ক. লন্ডনের একটি রাজপথের নাম
খ. বিখ্যাত একটি রেল স্টেশন
গ. একটি বার্তা সংস্থা
ঘ. ইংল্যান্ডের একটি স্কুলের নাম
উত্তরঃ ক
প্রশ্নঃ লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্কে
খ. ওয়াশিংটন ডিসিতে
গ. ভার্জিনিয়াতে
ঘ. শিকাগোতে
উত্তরঃ খ
প্রশ্নঃ The late Palestinian leader Mr. Yesser Arafat was buried in. প্যালেস্টাইনি নেতাইয়াসির আরাফাতকে কোথায় সমাহিত করা হয়েছে?
ক. Paris(প্যারিস)
খ. Cairo(কায়রো)
গ. Ramallah(রামাল্লা)
ঘ. Jerusalem(জেরুজালেম)
ঙ. Amman(আম্মান)
উত্তরঃ গ
প্রশ্নঃ Where is the ‘Pentagon’ situated?/পেন্টাগন কোথায় অবস্থিত?
ক. New Work
খ. Arlington
গ. Washington DC
ঘ. New Jersey
উত্তরঃ খ
প্রশ্নঃ Who is the president of Palestine?
ক. Hamid Karzai
খ. Mahomud Ahmadinejad
গ. Mahmud Abbas
ঘ. Bashar Al-Assad
উত্তরঃ গ
প্রশ্নঃ ইয়াসির আরাফাতের মৃত্যু হয় কত সালে?
ক. ০৯-১১-০৪
খ. ১০-১১-০৪
গ. ১১-১১-০৪
ঘ. ১২-১১-০৪
উত্তরঃ গ
প্রশ্নঃ রাশিয়ার কোন অংশে চেচনিয়া অবস্থিত?
ক. সাইবেরিয়ায়
খ. তাতারিস্তানে
গ. কাস্পিয়ানে
ঘ. ককেশাসে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম সার্বভৌম ও সাংবিধানিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাজ্য
গ. সানম্যারিনো
ঘ. গ্রীস
উত্তরঃ গ
প্রশ্নঃ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বর্তমান (২০১৭) নেতা কে?
ক. রামি হামদাল্লাহ
খ. মাহমুদ আব্বাস
গ. ইসমাইল হানিয়া
ঘ. খালিদ মিশাল
উত্তরঃ গ
প্রশ্নঃ East and west Germani were united in the year-/পূর্ব ও পশ্চিম জার্মানি কোন সালে একীভূত হয়?
ক. 1980
খ. 1970
গ. 1990
ঘ. 1960
উত্তরঃ গ
প্রশ্নঃ মার্কিন কংগ্রেসে প্রথম কৃষাঙ্গ নারী কোন রাজ্য থেকে নির্বাচিত হন?
ক. মিসিসিপি
খ. আলাস্কা
গ. উটাহ
ঘ. নিউ অরলিন্স
উত্তরঃ গ
প্রশ্নঃ চীনের মানুষ্যবিহীন প্রথম হেলিকপ্টারের নাম কি?
ক. AV700W
খ. AV600W
গ. AV500W
ঘ. AV400W
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশকে ধীবরের দেশ বলা হয?
ক. বাংলাদেশ
খ. জাপান
গ. মালদ্বীপ
ঘ. নরওয়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ন ভূখণ্ডটির নাম কি?
ক. গুয়ান্তানামো বে
খ. হ্যান্স আইল্যান্ড
গ. মাইয়োট
ঘ. গ্রানাডা
উত্তরঃ ক
প্রশ্নঃ হামফ্রেইস (Humphreys) সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. রাশিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ স্থায়ী ছিল?
ক. ১ ঘন্টা
খ. ৩০ মিনিট
গ. ২ মিনিট
ঘ. ৫ ঘন্টা
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রিন্সেস ডায়ানা কোন সুরঙ্গপথে দুর্ঘটনায় নিহিত হন?
ক. ইউরো টানেল
খ. আর্ল বার্গ
গ. রস্কো
ঘ. আলমা ডি টানেল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Where is Darfur?
ক. Sudan
খ. Congo
গ. Nigeria
ঘ. Zimbabwe
ঙ. None of these
উত্তরঃ ক
প্রশ্নঃ গার্ডিয়ান -এর প্রথম নারী সম্পাদক কে?
ক. ক্যাথেরিন ক্রিচনার
খ. ক্যাথেরিন ম্যালিস
গ. ক্যাথেরিন ভিয়েনার
ঘ. ক্যাথেরিন ওয়েডার
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘হেলভেটিয়া’ কোন দেশে পূর্ব নাম?
ক. পোল্যান্ড
খ. জাম্বিয়া
গ. লিবিয়া
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছেঃ
ক. চীন
খ. জাপান
গ. ভারত
ঘ. আসিয়ান
উত্তরঃ ক
প্রশ্নঃ ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতা-
ক. লেভি এক্সল
খ. বেগিন
গ. নেতানিয়াহু
ঘ. এরিয়েল শ্যারন
উত্তরঃ গ
প্রশ্নঃ WHO’র এর পরিসংখ্যান অনুযায়ী কোন দেশে হামের প্রকোপ সর্বাধিক?
ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ. পাকিস্তান
গ. ভারত
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)