আন্তর্জাতিক বিষয়াবলী-৬০

প্রশ্নঃ স্লোভাকিয়ার আইনসভার নাম কি?
ক. Parliament
খ. Congress
গ. National Council
ঘ. Duma
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক. সোনিয়া গান্ধী
খ. মনমোহন সিং
গ. মমতা ব্যান্যার্জী
ঘ. রাহুল গান্ধী
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রেট হল অবস্থিত
ক. মস্কো
খ. চীন
গ. বার্লিন
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘No Fly Zone’ কোন দেশে অবস্থিত?
ক. ইরাক
খ. কুয়েত
গ. আফগানিস্তান
ঘ. ইসরাইল
উত্তরঃ ক

প্রশ্নঃ দূরপ্রাচ্যের দেশ-
ক. ওমান
খ. জাপান
গ. সিরিয়া
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ইকোলজি হাউস’ কি?
ক. বিল গেটসের বাড়ির নাম
খ. পরিবেশবাদী সংস্থা
গ. একটি গ্রিন হাউসের নাম
ঘ. পরিবেশ মুক্ত রাখার কর্মসূচী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশের সংবিধান অলিখিত?
ক. যুক্তরাজ্য
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জাপান
উত্তরঃ ক

প্রশ্নঃ The capital city of Rhodesia, a land locked country in the southern africa:/আফ্রিকার দক্ষিণাংশে অবস্থিত স্থলবেষ্ঠিত দেশ রোডেশিয়ার রাজধানী–
ক. Salisbury
খ. Harare
গ. Rhone
ঘ. Zambia
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?
ক. মেক্সিকো
খ. ভেনিস
গ. হেগ
ঘ. বন
উত্তরঃ গ

প্রশ্নঃ পানমুনজাম কি?
ক. তাইওয়ানের রাজধানী
খ. আগামী শীতকালীন অলিম্পিকের ভেন্যু
গ. আসিয়ানের সদর দপ্তর
ঘ. দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
ক. নরওয়ে
খ. সুইডেন
গ. ফিনল্যান্ড
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সালটি বিখ্যাত?
ক. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা
খ. ওয়াটার লুর যুদ্ধ
গ. ফরাসি বিপ্লব
ঘ. শিল্প বিপ্লব
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মধ্রপ্রাচ্যের দেশ নয়?
ক. ইরান
খ. কাতার
গ. ইয়েমেন
ঘ. কাজাখস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is the largest man made atructure on Earth?/ মানুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি
ক. Petronas Tower
খ. Phramid of Giza
গ. The Eiffel Tower
ঘ. The great wall of China
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড্রাগন অর্থনীতিসমূহের নিম্নের কোন দেশগুলো অন্তুভূর্ক্ত?
ক. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর
খ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন ও থাইল্যান্ড
গ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও মালেশিয়া
ঘ. দক্ষিণ কোরিয়া, কোরিয়া,তাইওয়ান, হংকং ও চীন
উত্তরঃ ক

প্রশ্নঃ বার্লিন প্রাচীর তৈরী করেছিলেন–
ক. সাবেক পূর্ব জার্মানি
খ. সাবেক পশ্চিম জার্মানি
গ. দুই জর্মানি একত্রে
ঘ. রাশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘এক দেশ, দুই পদ্ধতি’ নীতি চালু হবে?
ক. লাওস
খ. ভিয়েতনাম
গ. মঙ্গোলিয়া
ঘ. গণচীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশটির সার্বভৌমত্ব নেই-
ক. সিয়েরা লিওন
খ. বসনিয়া-হার্জেগোভিনা
গ. ফিলিস্তিন
ঘ. মৌরিতানিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. জাপান
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
ক. ৩০
খ. ৪০
গ. ৫০
ঘ. ৬০
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশ ও তার রাজধানীর নাম একই?
ক. লেবানন
খ. সিঙ্গাপুর
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ বিসামর্ক কে ছিলেন?
ক. ফ্রান্সের প্রেসিডেন্ট
খ. জার্মানির চ্যান্সেলর
গ. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
ঘ. অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
উত্তরঃ খ

প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
ক. মারদেকা প্রসাদ
খ. এলিসি প্রাসাদ
গ. বাকিংহাম প্রাসাদ
ঘ. মানালা প্রাসাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার রাজধানী কোথায় অবস্থিত?
ক. কেপটাউন
খ. জোহান্সবার্গ
গ. প্রিটোরিয়া
ঘ. সোয়েটো
উত্তরঃ গ

প্রশ্নঃ কসোভো যেখানে অবস্থিত-
ক. দক্ষিণ ইউরোপ
খ. পূর্ব ইউরোপ
গ. দক্ষিণ পূর্ব ইউরোপ
ঘ. দক্ষিণ-পশ্চিম ইউরোপ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
ক. রোম
খ. ভেনিস
গ. এথেন্স
ঘ. ওসলো
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
ক. প্রথম জর্জ
খ. দ্বিতীয় জর্জ
গ. তৃতীয় জর্জ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ অনুরাধাপুর কোথায় অবস্থিত?
ক. ভুটান
খ. বাংলাদেশ
গ. শ্রীলংকা
ঘ. ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ Who is not a black leader?/কে কৃষ্ণাঙ্গ নেতা নন?
ক. Nelson Mandela
খ. Martin Luther King
গ. Robert Mugabe
ঘ. FWD Clerk
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The capital of Qatar is/ কতারের রাজধানী?
ক. Dubai
খ. Doha
গ. Sharjah
ঘ. Abu Dhabi
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top