আন্তর্জাতিক বিষয়াবলী-৬০

প্রশ্নঃ স্লোভাকিয়ার আইনসভার নাম কি?
ক. Parliament
খ. Congress
গ. National Council
ঘ. Duma
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক. সোনিয়া গান্ধী
খ. মনমোহন সিং
গ. মমতা ব্যান্যার্জী
ঘ. রাহুল গান্ধী
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ গ্রেট হল অবস্থিত
ক. মস্কো
খ. চীন
গ. বার্লিন
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘No Fly Zone’ কোন দেশে অবস্থিত?
ক. ইরাক
খ. কুয়েত
গ. আফগানিস্তান
ঘ. ইসরাইল
উত্তরঃ ক

প্রশ্নঃ দূরপ্রাচ্যের দেশ-
ক. ওমান
খ. জাপান
গ. সিরিয়া
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ইকোলজি হাউস’ কি?
ক. বিল গেটসের বাড়ির নাম
খ. পরিবেশবাদী সংস্থা
গ. একটি গ্রিন হাউসের নাম
ঘ. পরিবেশ মুক্ত রাখার কর্মসূচী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশের সংবিধান অলিখিত?
ক. যুক্তরাজ্য
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জাপান
উত্তরঃ ক

প্রশ্নঃ The capital city of Rhodesia, a land locked country in the southern africa:/আফ্রিকার দক্ষিণাংশে অবস্থিত স্থলবেষ্ঠিত দেশ রোডেশিয়ার রাজধানী–
ক. Salisbury
খ. Harare
গ. Rhone
ঘ. Zambia
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?
ক. মেক্সিকো
খ. ভেনিস
গ. হেগ
ঘ. বন
উত্তরঃ গ

প্রশ্নঃ পানমুনজাম কি?
ক. তাইওয়ানের রাজধানী
খ. আগামী শীতকালীন অলিম্পিকের ভেন্যু
গ. আসিয়ানের সদর দপ্তর
ঘ. দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
ক. নরওয়ে
খ. সুইডেন
গ. ফিনল্যান্ড
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সালটি বিখ্যাত?
ক. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা
খ. ওয়াটার লুর যুদ্ধ
গ. ফরাসি বিপ্লব
ঘ. শিল্প বিপ্লব
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মধ্রপ্রাচ্যের দেশ নয়?
ক. ইরান
খ. কাতার
গ. ইয়েমেন
ঘ. কাজাখস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is the largest man made atructure on Earth?/ মানুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি
ক. Petronas Tower
খ. Phramid of Giza
গ. The Eiffel Tower
ঘ. The great wall of China
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড্রাগন অর্থনীতিসমূহের নিম্নের কোন দেশগুলো অন্তুভূর্ক্ত?
ক. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর
খ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন ও থাইল্যান্ড
গ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও মালেশিয়া
ঘ. দক্ষিণ কোরিয়া, কোরিয়া,তাইওয়ান, হংকং ও চীন
উত্তরঃ ক

প্রশ্নঃ বার্লিন প্রাচীর তৈরী করেছিলেন–
ক. সাবেক পূর্ব জার্মানি
খ. সাবেক পশ্চিম জার্মানি
গ. দুই জর্মানি একত্রে
ঘ. রাশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘এক দেশ, দুই পদ্ধতি’ নীতি চালু হবে?
ক. লাওস
খ. ভিয়েতনাম
গ. মঙ্গোলিয়া
ঘ. গণচীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশটির সার্বভৌমত্ব নেই-
ক. সিয়েরা লিওন
খ. বসনিয়া-হার্জেগোভিনা
গ. ফিলিস্তিন
ঘ. মৌরিতানিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. জাপান
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
ক. ৩০
খ. ৪০
গ. ৫০
ঘ. ৬০
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশ ও তার রাজধানীর নাম একই?
ক. লেবানন
খ. সিঙ্গাপুর
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ বিসামর্ক কে ছিলেন?
ক. ফ্রান্সের প্রেসিডেন্ট
খ. জার্মানির চ্যান্সেলর
গ. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
ঘ. অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী
উত্তরঃ খ

প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
ক. মারদেকা প্রসাদ
খ. এলিসি প্রাসাদ
গ. বাকিংহাম প্রাসাদ
ঘ. মানালা প্রাসাদ
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার রাজধানী কোথায় অবস্থিত?
ক. কেপটাউন
খ. জোহান্সবার্গ
গ. প্রিটোরিয়া
ঘ. সোয়েটো
উত্তরঃ গ

প্রশ্নঃ কসোভো যেখানে অবস্থিত-
ক. দক্ষিণ ইউরোপ
খ. পূর্ব ইউরোপ
গ. দক্ষিণ পূর্ব ইউরোপ
ঘ. দক্ষিণ-পশ্চিম ইউরোপ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
ক. রোম
খ. ভেনিস
গ. এথেন্স
ঘ. ওসলো
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
ক. প্রথম জর্জ
খ. দ্বিতীয় জর্জ
গ. তৃতীয় জর্জ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ অনুরাধাপুর কোথায় অবস্থিত?
ক. ভুটান
খ. বাংলাদেশ
গ. শ্রীলংকা
ঘ. ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ Who is not a black leader?/কে কৃষ্ণাঙ্গ নেতা নন?
ক. Nelson Mandela
খ. Martin Luther King
গ. Robert Mugabe
ঘ. FWD Clerk
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The capital of Qatar is/ কতারের রাজধানী?
ক. Dubai
খ. Doha
গ. Sharjah
ঘ. Abu Dhabi
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!