আন্তর্জাতিক বিষয়াবলী-৫৯

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্ব পরিচিতি:

প্রশ্নঃ কোন ঘটনাটি আগে ঘটেছিল?
ক. রাশিয়ার বলশেভিক বিপ্লব
খ. ভারতের স্বধীনতা লাভ
গ. জাতিসংঘের জন্ম
ঘ. দ্বিতীয় মহাযুদ্ধ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
ক. হেলভেটিয়া
খ. রোডেশিয়া
গ. ডয়েল্যান্ড
ঘ. সলসবেরি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?
ক. আব্রাহাম লিংকন
খ. বেঞ্জামিন হ্যারিসন
গ. জর্জ ওয়াশিংটন
ঘ. রুজভেল্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়?
ক. চীনে
খ. যুক্তরাজ্যে
গ. ফ্রান্সে
ঘ. জাপানে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আবু গারিব’ কারাগার কোথায়?
ক. ইরান
খ. ইরাক
গ. কুয়েত
ঘ. লিবিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
ক. ১৯৫৮ সালে
খ. ১৯৬৮ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৭৮ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ Which is the capital of Tajikistan?/তাজিকিস্তান এর রাজধানীর নাম কি?
ক. Taskhand
খ. Doha
গ. Amla-Ata
ঘ. Ankara
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?
ক. ১৯৬৪
খ. ১৯৬৫
গ. ১৯৬৬
ঘ. ১৯৬৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসরাইলের প্রেসিডেন্টের নাম কি?
ক. এহুদ ওলমার্ট
খ. আইজ্যাক রবীন
গ. মোশে কাতসভ
ঘ. শিমন পেরেজে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সিয়েরালিওনের রাজধানী কোনটি?
ক. কেপটাউন
খ. ফ্রিটাউন
গ. লিমা
ঘ. সুভা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশটির পুরাতন নাম আবিসিনিয়া?
ক. লিবিয়া
খ. ইথিওপিয়া
গ. মিশর
ঘ. ইরাক
উত্তরঃ খ

প্রশ্নঃ রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
ক. ১৯১৫ খ্রিষ্টাব্দে
খ. ১৯১৭ খ্রিষ্টাব্দে
গ. ১৯২০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯২৭ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ

প্রশ্নঃ CISবা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-এর সদস্য সংখ্যা
ক. ১৪
খ. ১২
গ. ১১
ঘ. ১০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইয়াসির আরাফাত মারা যান
ক. জেরুজালেম
খ. রামাল্লায়
গ. ওয়াশিংটনে
ঘ. প্যারিসে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ French Revolution-এর slogan কি ছিল?
ক. Workers of the World unite
খ. Liberty, Equality and Fraternity
গ. Down with divine rights of kings
ঘ. Expansion of Traden and commerce
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ফেয়ারফ্যাক্স মিডিয়া’ কোন দেশ ভিত্তিক?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ডাকার কোন দেশের রাজধানী?
ক. সেনেগাল
খ. চাঁদ
গ. মালাওই
ঘ. বেনিন
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলুপ্ত হয়–
ক. ১৮৬৩ সালে
খ. ১৮৯৩ সালে
গ. ১৯৪৫ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ Bill of Rights নামে পরিচিত?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. সুইডেন
উত্তরঃ খ

প্রশ্নঃ তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত?
ক. বেইজিং
খ. সাংহাই
গ. হংকং
ঘ. ক্যান্টন
উত্তরঃ ক

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ-
ক. নাইজেরিয়া
খ. জিম্বাবুয়ে
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. ব্তসোয়ানা
উত্তরঃ গ

প্রশ্নঃ Ground Zero কোন ঘটনার সাথে যুক্ত?
ক. 1/11
খ. Black September
গ. Tsunami
ঘ. 9/11
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Basra lies in:/ বসরা কোথায় অবস্থিত?
ক. Japan
খ. Iraq
গ. China
ঘ. Iran
উত্তরঃ খ

প্রশ্নঃ ৮ নভেম্বর ২০১৭ কোথায় ‘ল্যুভর জাদুঘর’ -এর শাখা উদ্বোধন করা হয়?
ক. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
খ. বেইজিং, চীন
গ. টোকিও, জাপান
ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক

প্রশ্নঃ স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
ক. ক্যালিফর্নিয়া
খ. ওয়াশিংটন
গ. নিউইয়র্ক
ঘ. টেক্সাসে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পঞ্চম ড্রাগনের’ (Fifth Dragon) দেশ বলা হয় কোন দেশকে?
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. চীন
ঘ. তাইওয়ান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?
ক. উত্তর
খ. পশ্চিম
গ. পূর্ব
ঘ. দক্ষিণ
উত্তরঃ ক

প্রশ্নঃ EIU-এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?
ক. মস্কো, রাশিয়া
খ. টরেন্টো, কানাডা
গ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
ঘ. টোকিও, জাপান
উত্তরঃ গ

প্রশ্নঃ সাম্প্রতিক অতীতে বিশ্বের মানচিত্রে থেকে কোন দেশটির বিলুপ্ত ঘটেছে-
ক. যুগোম্লাভিয়া
খ. ফিলিস্তিন
গ. বসনিয়া
ঘ. সার্বিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
ক. দিল্লি
খ. লন্ডন
গ. নিউইয়র্ক
ঘ. সিমলা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!