প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ এর ভেন্যু কতটি?
ক. ৭ টি
খ. ১২ টি
গ. ৮ টি
ঘ. ৬ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ সালে কোন বিদেশী দম্পতি ভারতের পদ্মভূষণ পদক লাভ করে?
ক. বিল গেটস ও মেলিন্ডা গেটস
খ. বিল টারনার ও মেলিন্ডা টারনার
গ. টনি হিল ও মেরী হিল
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ Award of Nobel Prize in literature was started from the year:/ সাহিত্যে নোবেল পুরস্কার প্রবর্তক করা হয়-
ক. ১৯০১
খ. ১৯১১
গ. ১৯১৩
ঘ. ১৯১৭
উত্তরঃ ক
প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ এর অংশগ্রহণকারী দেশ কতটি?
ক. ১০ টি
খ. ১২ টি
গ. ১৬ টি
ঘ. ১৪ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ ৮৮তম অস্কার অনুষ্ঠানে সেরা অভিনেত্রী কে?
ক. জেনিফার লরেন্স
খ. ব্রি লারসন
গ. কেট উন্সলেট
ঘ. জেনিফার গার্নার
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন অলিম্পিকে প্রথম ফুটবল খেলা অন্তর্ভূক্ত হয়?
ক. সেন্ট লুইস
খ. মেলবোর্ন
গ. প্যারিস
ঘ. সিউল
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
ক. রজার ফেদেরার
খ. রাফায়েল নাদাল
গ. নোভাক জকোভিচ
ঘ. অ্যান্ডি মারে
উত্তরঃ গ
প্রশ্নঃ দাবা খেলার আদি নাম
ক. চিন্তন
খ. চতুরঙ্গ
গ. রাঢাং
ঘ. অষ্টরঙ্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৬ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় কে?
ক. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
খ. জো রুট (ইংল্যান্ড)
গ. কুইটন ডি কক (দঃ আফ্রিকা)
ঘ. ভিরাট কোহলি (ভারত)
উত্তরঃ গ
প্রশ্নঃ অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত?
ক. ব্রাজিল
খ. ফিনল্যান্ড
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ George Saunders কোন গ্রন্থের জন্য ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন?
ক. Lincoln in the Bardo
খ. History of Wolves
গ. The Underground Railroad
ঘ. The Ministry of Utmost Happiness
উত্তরঃ ক
প্রশ্নঃ ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যম্পিয়ন হয়েছে
ক. আর্জেন্টিনা
খ. ব্রাজিল
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ
প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান কোন দেশের?
ক. দক্ষিণ আফ্রিকা; ৪৪৮/৯
খ. আস্ট্রেলিয়া; ৪৩৯/২
গ. শ্রীলংকা; ৪৪৩/৯
ঘ. ইংল্যান্ড; ৪৮১/৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়?
ক. চলচ্চিত্র
খ. সাহিত্য
গ. সাংবাদিকতা
ঘ. খেলাধুলা
উত্তরঃ গ
প্রশ্নঃ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হবে?
ক. ২৮ জুলাই – ১৩ আগস্ট ২০২০
খ. ২৬ জুলাই – ১১ আগস্ট ২০২০
গ. ২৪ জুলাই – ৯ আগস্ট ২০২০
ঘ. ২২ জুলাই – ৭ আগস্ট ২০২০
উত্তরঃ গ
প্রশ্নঃ আগস্ট ২০১৫ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে?
ক. ২০ টি
খ. ১৮ টি
গ. ১৬ টি
ঘ. ১৯ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৭তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০১৯, দোহা (কাতার)
খ. ২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০১৯, বার্লিন (জার্মানি)
গ. ২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০১৯, উফা (রাশিয়া)
ঘ. ২৮ সেপ্টেম্বর – ৬ অক্টোবর ২০১৯, বেঙ্গালুরু (ভারত)
উত্তরঃ ক
প্রশ্নঃ অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষনা করে নোবেল পুরস্কার পান?
ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
খ. উন্নয়ন গতিধারা
গ. মাইক্রো ক্রেডিট
ঘ. বৈদেশিক সাহায্য
উত্তরঃ ক
প্রশ্নঃ নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কামরান’ কোন দেশের নাগরিক?
ক. ইরান
খ. ইন্দোনেশিয়া
গ. তুরস্ক
ঘ. ইয়েমেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ স্পেনের বুল ফ্লাইটে যে লড়াই করে তাকে বলে-
ক. ফাইটার
খ. ম্যাটাডোর
গ. গ্লাডিয়েটর
ঘ. সারভাইভার
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৫ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
ক. জন ফোবর্স ন্যাশ
খ. লুইস নীরেনবার্গ
গ. ক ও খ উভয়েই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ Home country of Alfred Nobel Is:/ আলফ্রেড নোবেলের জন্মভূমি-
ক. USA
খ. Uk
গ. Sweden
ঘ. France
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশের ক্রিকেটাররা কিউই নামে পরিচিত?
ক. জিম্বাবুয়ে
খ. কেনিয়া
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The Nobel Prize for Economics was introduced in:/ অথবা, অর্থনীতিতে যে সালে নোবেল পুরস্কার চালু হয়-
ক. ১৯৬৯
খ. ১৯৬৮
গ. ১৯৭০
ঘ. ১৯৭২
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম সার্ক পুরস্কার লাভ করে কে?
ক. ইন্দিরা গান্ধী
খ. শ্রীমাভো বন্দরনায়েকে
গ. জিগমে সিঙ্গে ওয়াংচুক
ঘ. শহীদ জিয়াউর রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৮তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ৬ – ১৫ আগস্ট ২০২১, দোহা (কাতার)
খ. ৬ – ১৫ আগস্ট ২০২১, ইউজিন (যুক্তরাষ্ট্র)
গ. ৬ – ১৫ আগস্ট ২০২১, উত্তর কোরিয়া (পিয়ং ইয়ং)
ঘ. ৬ – ১৫ আগস্ট ২০২১, টোকিও (জাপান)
উত্তরঃ খ
প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ টি২০ বিশ্বকাপের কততম আয়োজন?
ক. ৯ম
খ. ৫ম
গ. ৮ম
ঘ. ৬ষ্ঠ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The term ‘Ashes’ is related to which game?/অ্যাসেস কথাটি কোন খেলার সাথে জড়িত?
ক. লন টেনিস(Lawn Tennis)
খ. ক্রিকেট(Cricket)
গ. হকি(Hockey)
ঘ. গলফ(Golf)
ঙ. দাবা(Chess)
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলা এককে চ্যাম্পিয়ন কে?
ক. মারিয়া শারাপোভা
খ. ভিক্টোরিয়া আজারেঙ্কা
গ. সেরেনা উইলিয়ামস
ঘ. পেত্রা কেভিতোভা
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেলে?
ক. অস্ট্রেলিয়া
খ. আফগানিস্তান
গ. শ্রীলংকা
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)