আন্তর্জাতিক বিষয়াবলী-৪১

প্রশ্নঃ এক দিনের ক্রিকেট শুরু হয়-
ক. ৫ জানুয়ারি ১৯৭১
খ. ৫ জানুয়ারি ১৯৭২
গ. ৫ জানুয়ারি ১৯৭৩
ঘ. ৫ জানুয়ারি ১৯৭৪
উত্তরঃ ক

প্রশ্নঃ অলিম্পিকে পুরুষদের সাঁতার প্রতিযোগিতা শুরু হয়-
ক. ১৮৩৭ সালে
খ. ১৮৯৬ সালে
গ. ১৯৩৬ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Who holds the record of most wicket taker in the test cricket?/ টেস্ট ক্রিকেট সর্বাধিক উইকেট শিকারি কে?
ক. Wasim Akram
খ. Kapil Dev
গ. Shane Warne
ঘ. Mutia Muralitharan
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) FIFA’র প্রেসিডেন্ট কে?
ক. মিশেল প্লাতিনি
খ. ডিয়াগো ম্যারাডোনা
গ. জিয়ান্নি ইনফান্তিনো
ঘ. ইয়োহান ক্রুইফ
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) সেঞ্চুরি হয় কতটি?
ক. ৩৫ টি
খ. ৪০ টি
গ. ৩০টি
ঘ. ৩৮টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর উদ্বোবধী ও ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
ক. সেন্ট্রাল স্টেডিয়াম (ইয়েকাতেরিনবার্গ)
খ. কালিনিগ্রাদ স্টেডিয়াম (কালিনিগ্রাদ)
গ. জেনিথ এরিনা (সেন্ট পিটার্সবার্গ)
ঘ. লুঝিনিকি স্টেডিয়াম (মস্কো)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হোয়াইট ক্যাসেল উপন্যাসের রচয়িতা কে?
ক. ইমরে কারতেজ
খ. ওরহান পামুক
গ. হুয়ান রুলফো
ঘ. জে এম কোয়েটজি
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?
ক. মাইকেল চ্যাং
খ. জন ফিলিপস
গ. মাইকেল স্টিচ
ঘ. পিট সাম্প্রাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের শতবর্ষী কোপা আমেরিকার রানার্স আপ কোন দেশ?
ক. উরুগুয়ে
খ. প্যারাগুয়ে
গ. আর্জেন্টিনা
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর মোট ভেন্যু কতটি?
ক. ১০ টি
খ. ৮ টি
গ. ১৪ টি
ঘ. ১২ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গাদ্দাফী স্টেডিয়াম কোন দেশে অবস্থিত
ক. লিবিয়া
খ. পাকিস্তান
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. ভারত
উত্তরঃ খ

প্রশ্নঃ লন টেনিস(ডাবল) কোর্টের দৈর্ঘ্য প্রস্থ কত ?
ক. 78′ x 37′
খ. 79′ x 38′
গ. 78′ x 36′
ঘ. 72′ x 36′
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০০০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং
খ. হোমস যে হেকম্যান
গ. গাও সিংজিয়ান
ঘ. এরিক ক্যান্ডেল
উত্তরঃ ক

প্রশ্নঃ ইএসপিএন ক্রিকইনফোর ব্যবহারকারীদের ভোটে ২০১৬ সালে বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার নির্বাচিত হন কে?
ক. জাসপ্রিত বুমরা (ভারত)
খ. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
গ. কুইটন ডি কক (দক্ষিন আফ্রিকা)
ঘ. জস হ্যাজালেউড (অস্ট্রেলিয়া)
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালের কনফেডারেশন্স কাপের রানার আপ কোন দেশ?
ক. পর্তুগাল
খ. জার্মানি
গ. চিলি
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান কোন সনে?
ক. ১৯৭৮ সনে
খ. ১৯৭৯ সনে
গ. ১৯৮০ সনে
ঘ. ২০০০ সনে
উত্তরঃ খ

প্রশ্নঃ মারলন জেমস কোন উপন্যাসের জন্য ২০১৫ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন–
ক. A Brief Historyof Seven Killings
খ. The Book of Night Women
গ. John Crow’s Devil
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ আলফ্রেড নোবেল কি আবিস্কার করেছিলেন?
ক. বিদ্যুৎ
খ. কম্পিউটার
গ. ডিনামাইট
ঘ. পোলিও টিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে একটানা জয়ের বিশ্ব রেকর্ড কোন দলের?
ক. ওয়েস্ট ইন্ডিজ
খ. ইংল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৫ সালে উইম্বলডন টেনিসে মহিলা এককে চ্যাম্পিয়ন কে?
ক. মারিয়া শারাপোভা
খ. ভেনাস উইলিয়ামস
গ. সেরেনা উইলিয়ামস
ঘ. ভিক্টোরিয়া আজারেঙ্কা
উত্তরঃ গ

প্রশ্নঃ The first woman to win Nobel Prize in Economics is-/অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী মহিলা–
ক. Herta Mueller
খ. Elinor Ostrom
গ. Dorris Lessing
ঘ. Naine Gordimar
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশী কোন সফটওয়্যার প্রকৌশলী যৌথভাবে ২০০৭ সালে ‘অস্কার বৈজ্ঞানিক ও প্রকৌশল পুরস্কার’ লাভ করেছেন—
ক. নোরা আলী
খ. আবেদ আলী
গ. নাফিস বিন সাত্তার
ঘ. আনোয়ার হোসেন
উত্তরঃ গ

প্রশ্নঃ বেইজিং অলিম্পিকের দ্রুততম মানব কে?
ক. উসাইন বোল্ট
খ. আসাফা পাওয়েল
গ. টাইসন গে
ঘ. কার্ল লুইস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?
ক. ১৯২৬ সালে
খ. ১৯৩৩ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৫ সালে কোপা আমেরিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. উরুগুয়ে
খ. চিলি
গ. ব্রাজিল
ঘ. আর্জেন্টিনা
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৬ সালের ফরাসি ওপেনের মহিলা এককের চ্যাম্পিয়ন কে?
ক. মারিয়া শারাপোভা
খ. সেরেনা উইলিয়ামস
গ. গারবিন মুগুরুজা
ঘ. মার্টিনা হিঙ্গিস
উত্তরঃ গ

প্রশ্নঃ ম্যাগসেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেয়া হয়?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. ফিলিপাইন
ঘ. ইন্দোনেশিয়া
ঙ. মায়ানমার
উত্তরঃ গ

প্রশ্নঃ SAF Games are held every/: অথবা, সাফ গেমস অনুষ্ঠিত হয় প্রত্যেক-
ক. Four years
খ. Two years
গ. One year
ঘ. Five years
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Thomas Cup’ is related to-/’থমাস কাপ’ সম্পর্কিত–
ক. Badminton
খ. Tennis
গ. Horserace
ঘ. Golf
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৫ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. আজিজ স্যানকার
খ. থমাস লিন্ডাল
গ. পল মডরিচ
ঘ. ওপরের সকলে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!