আন্তর্জাতিক বিষয়াবলী-৪৩

প্রশ্নঃ বিশ্বের প্রথম শহর হিসেবে গ্রীষ্ম ও শীতকালীন অলিম্পিকের আয়োজক–
ক. টোকিও (জাপান)
খ. বেইজিং (চীন)
গ. মস্কো, (রাশিয়া)
ঘ. লন্ডন (যুক্তরাজ্য)
উত্তরঃ খ

প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
ক. ৩২৫/৫
খ. ৩১৫/৭
গ. ৩৪০/৮
ঘ. ৩২৯/৬
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. চারজন
খ. পাঁচজন
গ. ছয়জন
ঘ. আটজন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন কে?
ক. ওয়েলস
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালের ১১তম সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. নেপাল
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন সংস্থাটি শান্তি বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা করে?
ক. সুইডিশ একাডেমি
খ. নোবেল কমিটি অব দ্য নরওয়েজিয়ান পার্লামেন্ট
গ. রয়েল সুইডিশ একাডেমিক অব সায়েন্স
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিকেটর নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে কোন ক্লাব?
ক. লন্ডন ক্লাব
খ. মেলবোর্ন ক্লাব
গ. লিভারপুল ক্লাব
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ফিফা প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯০৪
খ. ১৯২৪
গ. ১৯১৪
ঘ. ১৯০৫
উত্তরঃ ক

প্রশ্নঃ এক টেস্টে সর্বাধিক ক্যাচ (৮টি) ধরার অধিকারী কে?
ক. স্টিভেন স্মীথ (অস্ট্রেলিয়া)
খ. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা)
গ. আজিঙ্কা রাহানে (ভারত)
ঘ. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্রিকেট খেলায় একটি নো-বলে নিচের কোন আউটটি হয়?
ক. বোল্ড আউট
খ. ক্যাচ আউট
গ. রান আউট
ঘ. স্ট্যাম্প আউট
উত্তরঃ গ

প্রশ্নঃ কতটি দেশ টেস্ট খেলার সদস্য?
ক. ৮
খ. ৯
গ. ১০
ঘ. ১১
উত্তরঃ গ

প্রশ্নঃ জিনেদিন জিদান কতবার ওয়ার্ল্ড ফুটবলার অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন?
ক. একবার
খ. দুইবার
গ. তিনবার
ঘ. চারবার
উত্তরঃ গ

প্রশ্নঃ আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক–
ক. বেডেন পাওয়েল
খ. ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
গ. প্যারেজ দ্য কুয়েলার
ঘ. জুয়ান এন্টনিও সামারঞ্চ
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালের র‍্যামন মাগসেসে পুরস্কার পান কতজন?
ক. ৪ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
খ. ৫ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
গ. ৪ জন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান
ঘ. উপরের কোনটিই সঠিক না
উত্তরঃ খ

প্রশ্নঃ ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকের পর টানা দুই ম্যাচে পাঁচ উইকেট লাভ করেন কোন বলার?
ক. ওয়াকার ইউনূস (পাকিস্তান)
খ. ব্রেট লি (অস্ট্রলিয়া)
গ. লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)
ঘ. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উল্লিখিত বিজ্ঞানীদের মধ্য যিনি নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত?
ক. লাইনাস পলিং
খ. আলবার্ট আইনস্টাইন
গ. আব্দুস সালাম
ঘ. জর্জ পোর্টার
উত্তরঃ ক

প্রশ্নঃ সাহিত্যের মরণোত্তÍর একমাত্র নোবেল বিজয়ী?
ক. এরিক কে. কার্লফেল্ট
খ. পার্ল এস বাক
গ. পাবলো নেরুদা
ঘ. সল বেলে
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) টি২০ ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক উইকেটের অধিকারী কে?
ক. শফিউল ইসলাম
খ. আব্দুর রাজ্জাক
গ. মাশরাফি বিন মর্তুজা
ঘ. সাকিব আল হাসান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১১ তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্টান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
ক. পিকিং স্পোর্টস স্টেডিয়াম
খ. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
গ. ওয়ার্কাস স্টেডিয়াম, বেইজিং
ঘ. চায়না স্পোর্টস স্টেডিয়াম
উত্তরঃ গ

প্রশ্নঃ অলিম্পিকে মাইকেল ফেলপস কতটি স্বর্ণপদক জয় করেন?
ক. ২১টি
খ. ২৮টি
গ. ২২টি
ঘ. ২৩টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বর্তমান আই.সি.সি র‌্যাংকিং- এ কত নম্বর?
ক. ১১
খ. ৯
গ. ৭
ঘ. ১০
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৬ সালের ইউরো রানার্স আপ কোন দেশ?
ক. ওয়েলস
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল
উত্তরঃ গ

প্রশ্নঃ নোবেল পুরস্কার ২০১৭ অনুযায়ী শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী—
ক. The International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)
খ. Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW)
গ. Intergovernmental Panel on Climate Change (IPCC)
ঘ. United Nations (U.N.)
উত্তরঃ ক

প্রশ্নঃ নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিস্কার মুখ্যত কি উদ্দেশ্য ব্যবহৃত হয়?
ক. চিকিৎসার জন্য
খ. কৃষির উন্নতি সাধনে
গ. ধ্বংসাত্মক কাজে
ঘ. যুদ্ধাস্ত্র হিসেবে
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০১৭ এর দ্রুততম মানবী কে?
ক. Dafne Schippers
খ. Marie-Josée Ta Lou
গ. Allyson Felix
ঘ. Tori Bowie
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক (২৮টি) পদকজয়ী কে?
ক. Sebastian Brendel
খ. Mohamed Farah
গ. Usain Bolt
ঘ. Michael Phelps
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২১তম বিশ্বকাপ ফুটবলে কোন দুটি দেশ প্রথম বারের মত অংশ গ্রহণ করে?
ক. ইরাক ও ইরান
খ. আইসল্যান্ড ও পানামা
গ. মিশর ও তিউনিসিয়া
ঘ. পানামা ও অস্ট্রেলিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ রানার্স আপ হয় কোন দেশ?
ক. ভারত
খ. অস্ট্রেলিয়া
গ. ইংল্যান্ড
ঘ. দক্ষিন আফ্রিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ টোটাল ফুটবলেরর জনক কে?
ক. জোহান ক্রুইফ
খ. হাফেলাঞ্জ
গ. সেপ ব্লাটার
ঘ. ম্যারাডোনা
উত্তরঃ ক

প্রশ্নঃ নোবেল পুরস্কার ২০১৭ অনুযায়ী সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী—
ক. Kazuo Ishiguro
খ. Richard Henderson
গ. Joachim Frank
ঘ. Jacques Dubochet
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!