আন্তর্জাতিক বিষয়াবলী-৩৮

প্রশ্নঃ বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
ক. লস এঞ্জেলস
খ. আটলান্টা
গ. মস্কো
ঘ. মেক্সিকো সিটি
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্রিকেট বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান কে?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. অস্ট্রেলিয়া
ঘ. পাকিস্তান
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকায় কবে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-
ক. ১৯৮৪
খ. ১৯৮৫
গ. ১৯৮৮
ঘ. ১৯৯০
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা (১৬টি) মারার রেকর্ডধারী কে?
ক. ক্রিস গেইল, রোহিত শর্মা ও এ বি ডি ভিলিয়ার্স
খ. শহিদ আফ্রিদি, ক্রিস গেইল ও কোরি জে অ্যান্ডারসন
গ. রোহিত শর্মা, শহিদ আফ্রিদি ও ক্রিস গেইল
ঘ. এ বি ডি ভিলিয়ার্স, শহিদ আফ্রিদি ও রোহিত শর্মা
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে সর্বাধিক ছক্কা মারেন কে?
ক. জেসি রাইডার
খ. কলিন মনরো
গ. এ বি ডি ভিলিয়ার্স
ঘ. রহিত শর্মা
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল খেলা কখন শুর হয়?
ক. ১৯২৬
খ. ১৯৩০
গ. ১৯৩৪
ঘ. ১৯৩৮
উত্তরঃ খ

প্রশ্নঃ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?
ক. বেইজিং
খ. লস অ্যাঞ্জেলেস
গ. প্যারিস
ঘ. টোকিও
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
ক. ৩১৯ রান
খ. ৩২০ রান
গ. ৩২২ রান
ঘ. ৩১৮ রান
উত্তরঃ গ

প্রশ্নঃ টি২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান কে?
ক. সাকিব আল হাসান
খ. মুশফিকুর রহিম
গ. মাহমুদউল্লাহ রিয়াদ
ঘ. তামিম ইকবাল খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালে গণিতশাস্ত্রে অবদানের জন্য প্রদত্ত “অ্যাবেল” পুরস্কার লাভ করেন–
ক. লুইস নীরেন বার্গ
খ. জন ফোর্বস ন্যাশ জুনিয়র
গ. ক ও খ উভয়েই
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেয়া হয়?
ক. বিশ্ব শান্তি
খ. স্থাপত্য শিল্প
গ. চিকিৎসা শাস্ত্র
ঘ. দারিদ্র দূরীকরণ
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) ম্যান অব দ্য টুর্নামেন্ট কে?
ক. কুমার সাঙ্গাকারা
খ. মিচেল স্টার্ক
গ. এ বি ডি ভিলিয়ার্স
ঘ. রহিত শর্মা
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়–
ক. প্রতি ২ বছর অন্তর
খ. প্রতি ৩ বছর অন্তর
গ. প্রতি ৪ বছর অন্তর
ঘ. প্রতি ৬ বছর অন্তর
উত্তরঃ গ

প্রশ্নঃ Summer Olympics is held every four years and Winter Olympics is held every…../গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়, শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হউ প্রতি……… বছর অন্তর?
ক. 7 years
খ. 3 years
গ. 5 years
ঘ. 4 years
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেট (২০১৫) ফাইনাল খেলে কোন দুটি দেশ?
ক. ভারত ও দক্ষিন আফ্রিকা
খ. ভারত ও অস্ট্রেলিয়া
গ. নিউজিল্যান্ড ও দক্ষিন আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৪ সালের ৬৩তম মিস ইউনিভার্স কে?
ক. পলিন ভেগা
খ. পলিন থেরন
গ. শার্লী ভেগা
ঘ. উপরের কেউ না
উত্তরঃ ক

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ কখন অনুষ্ঠিত হয়?
ক. ১৬ ফেব্রুয়ারি-১০ মার্চ ২০১৬
খ. ১১ মার্চ-৩ এপ্রিল ২০১৬
গ. ১৫ মার্চ-৮ এপ্রিল ২০১৬
ঘ. ১০ মার্চ-৫ এপ্রিল ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ টেস্ট ক্রিকেট প্রথম ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন-
ক. কোর্টনি ওয়ালশ
খ. মুরালিধরন
গ. শেন ওয়ার্ন
ঘ. ওয়াসিম আকরাম
ঙ. ডেনিস লিলি
উত্তরঃ ক

প্রশ্নঃ Name of the Golf Championship Trophy/গলফ চ্যাম্পিয়ন ট্রফির নাম–
ক. Zarja Cup
খ. Raider Cup
গ. Thomas Cup
ঘ. Davis Cup
উত্তরঃ খ

প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
ক. তেলের খনির মালিক হিসেবে
খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিস্কার করে
গ. জাহাজের ব্যবসা করে
ঘ. ইস্পাত কারখানার মালিক হিসেবে
উত্তরঃ খ

প্রশ্নঃ Shirin Ebadi, who won the Nobel Peace Prize in 2003, is from—-/ ২০০৩ সালে নোবেলজয়ী শিরিন এবাদির জন্মস্থান-
ক. ইরাক(Iraq)
খ. নাইজেরিয়া(Nigeria)
গ. ইরান(Iran)
ঘ. লিবিয়া(Libya)
ঙ. মিশর(Egypt)
উত্তরঃ গ

প্রশ্নঃ শান্তিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে?
ক. ইসাকো সাতো
খ. মাদার তেরেসা
গ. দালাইলামা
ঘ. ইয়াসির আরাফাত
উত্তরঃ ক

প্রশ্নঃ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করা অধিনায়ক কে?
ক. জ্যাক হবস (ইংল্যান্ড)
খ. স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)
গ. মিসবাহ-উল-হক (পাকিস্তান)
ঘ. স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন উপন্যাসের জন্য হান কাং ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন?
ক. Human Acts
খ. La Vegetariana
গ. Convalescence
ঘ. The Vegetarian
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কত সালে ওয়াটার পলো অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়?
ক. ১৮৯৬ সালে
খ. ১৯০০ সালে
গ. ১৯০৮ সালে
ঘ. ১৯১২ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি (৩১ বলে) এবং হাফ সেঞ্চুরির (১৬ বলে) বিশ্বরেকর্ডধারী কে?
ক. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
খ. কোরি জে অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)
গ. এ বি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা)
ঘ. সনাৎ জয়সুরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ Where is Wimbledon, a great center of tennis game, located?/ টেনিসের বিখ্যাত কেন্দ্র উইম্বলডন কোথায় অবস্থিত?
ক. Australia
খ. USA
গ. England
ঘ. France
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ সবচেয়ে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ারের নাম-
ক. মার্ক ম্যান্ডওয়ার
খ. আন্দ্রে আগাসি
গ. মাইকল জর্ডান
ঘ. এদের কেউ নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ Par শব্দটি কোন খেলার সাথে সম্পক্ত
ক. ব্রিজ
খ. বিলিয়ার্ড
গ. গলফ
ঘ. হকি
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর দ্রুত মানব কে?
ক. জাস্টিন গ্যাটালিন
খ. উসাইন বোল্ট
গ. টাইসন গে
ঘ. আসাফা পাওয়েল
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top