প্রশ্নঃ বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
ক. লস এঞ্জেলস
খ. আটলান্টা
গ. মস্কো
ঘ. মেক্সিকো সিটি
উত্তরঃ ক
প্রশ্নঃ ক্রিকেট বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান কে?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. অস্ট্রেলিয়া
ঘ. পাকিস্তান
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকায় কবে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-
ক. ১৯৮৪
খ. ১৯৮৫
গ. ১৯৮৮
ঘ. ১৯৯০
উত্তরঃ খ
প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা (১৬টি) মারার রেকর্ডধারী কে?
ক. ক্রিস গেইল, রোহিত শর্মা ও এ বি ডি ভিলিয়ার্স
খ. শহিদ আফ্রিদি, ক্রিস গেইল ও কোরি জে অ্যান্ডারসন
গ. রোহিত শর্মা, শহিদ আফ্রিদি ও ক্রিস গেইল
ঘ. এ বি ডি ভিলিয়ার্স, শহিদ আফ্রিদি ও রোহিত শর্মা
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে সর্বাধিক ছক্কা মারেন কে?
ক. জেসি রাইডার
খ. কলিন মনরো
গ. এ বি ডি ভিলিয়ার্স
ঘ. রহিত শর্মা
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল খেলা কখন শুর হয়?
ক. ১৯২৬
খ. ১৯৩০
গ. ১৯৩৪
ঘ. ১৯৩৮
উত্তরঃ খ
প্রশ্নঃ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?
ক. বেইজিং
খ. লস অ্যাঞ্জেলেস
গ. প্যারিস
ঘ. টোকিও
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
ক. ৩১৯ রান
খ. ৩২০ রান
গ. ৩২২ রান
ঘ. ৩১৮ রান
উত্তরঃ গ
প্রশ্নঃ টি২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান কে?
ক. সাকিব আল হাসান
খ. মুশফিকুর রহিম
গ. মাহমুদউল্লাহ রিয়াদ
ঘ. তামিম ইকবাল খান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালে গণিতশাস্ত্রে অবদানের জন্য প্রদত্ত “অ্যাবেল” পুরস্কার লাভ করেন–
ক. লুইস নীরেন বার্গ
খ. জন ফোর্বস ন্যাশ জুনিয়র
গ. ক ও খ উভয়েই
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেয়া হয়?
ক. বিশ্ব শান্তি
খ. স্থাপত্য শিল্প
গ. চিকিৎসা শাস্ত্র
ঘ. দারিদ্র দূরীকরণ
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) ম্যান অব দ্য টুর্নামেন্ট কে?
ক. কুমার সাঙ্গাকারা
খ. মিচেল স্টার্ক
গ. এ বি ডি ভিলিয়ার্স
ঘ. রহিত শর্মা
উত্তরঃ খ
প্রশ্নঃ আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়–
ক. প্রতি ২ বছর অন্তর
খ. প্রতি ৩ বছর অন্তর
গ. প্রতি ৪ বছর অন্তর
ঘ. প্রতি ৬ বছর অন্তর
উত্তরঃ গ
প্রশ্নঃ Summer Olympics is held every four years and Winter Olympics is held every…../গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়, শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হউ প্রতি……… বছর অন্তর?
ক. 7 years
খ. 3 years
গ. 5 years
ঘ. 4 years
ঙ. None of these
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেট (২০১৫) ফাইনাল খেলে কোন দুটি দেশ?
ক. ভারত ও দক্ষিন আফ্রিকা
খ. ভারত ও অস্ট্রেলিয়া
গ. নিউজিল্যান্ড ও দক্ষিন আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৪ সালের ৬৩তম মিস ইউনিভার্স কে?
ক. পলিন ভেগা
খ. পলিন থেরন
গ. শার্লী ভেগা
ঘ. উপরের কেউ না
উত্তরঃ ক
প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ কখন অনুষ্ঠিত হয়?
ক. ১৬ ফেব্রুয়ারি-১০ মার্চ ২০১৬
খ. ১১ মার্চ-৩ এপ্রিল ২০১৬
গ. ১৫ মার্চ-৮ এপ্রিল ২০১৬
ঘ. ১০ মার্চ-৫ এপ্রিল ২০১৬
উত্তরঃ খ
প্রশ্নঃ টেস্ট ক্রিকেট প্রথম ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন-
ক. কোর্টনি ওয়ালশ
খ. মুরালিধরন
গ. শেন ওয়ার্ন
ঘ. ওয়াসিম আকরাম
ঙ. ডেনিস লিলি
উত্তরঃ ক
প্রশ্নঃ Name of the Golf Championship Trophy/গলফ চ্যাম্পিয়ন ট্রফির নাম–
ক. Zarja Cup
খ. Raider Cup
গ. Thomas Cup
ঘ. Davis Cup
উত্তরঃ খ
প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
ক. তেলের খনির মালিক হিসেবে
খ. উন্নত ধরনের বিস্ফোরক আবিস্কার করে
গ. জাহাজের ব্যবসা করে
ঘ. ইস্পাত কারখানার মালিক হিসেবে
উত্তরঃ খ
প্রশ্নঃ Shirin Ebadi, who won the Nobel Peace Prize in 2003, is from—-/ ২০০৩ সালে নোবেলজয়ী শিরিন এবাদির জন্মস্থান-
ক. ইরাক(Iraq)
খ. নাইজেরিয়া(Nigeria)
গ. ইরান(Iran)
ঘ. লিবিয়া(Libya)
ঙ. মিশর(Egypt)
উত্তরঃ গ
প্রশ্নঃ শান্তিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে?
ক. ইসাকো সাতো
খ. মাদার তেরেসা
গ. দালাইলামা
ঘ. ইয়াসির আরাফাত
উত্তরঃ ক
প্রশ্নঃ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করা অধিনায়ক কে?
ক. জ্যাক হবস (ইংল্যান্ড)
খ. স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)
গ. মিসবাহ-উল-হক (পাকিস্তান)
ঘ. স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন উপন্যাসের জন্য হান কাং ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার লাভ করেন?
ক. Human Acts
খ. La Vegetariana
গ. Convalescence
ঘ. The Vegetarian
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত সালে ওয়াটার পলো অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়?
ক. ১৮৯৬ সালে
খ. ১৯০০ সালে
গ. ১৯০৮ সালে
ঘ. ১৯১২ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি (৩১ বলে) এবং হাফ সেঞ্চুরির (১৬ বলে) বিশ্বরেকর্ডধারী কে?
ক. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
খ. কোরি জে অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)
গ. এ বি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা)
ঘ. সনাৎ জয়সুরিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ Where is Wimbledon, a great center of tennis game, located?/ টেনিসের বিখ্যাত কেন্দ্র উইম্বলডন কোথায় অবস্থিত?
ক. Australia
খ. USA
গ. England
ঘ. France
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ সবচেয়ে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ারের নাম-
ক. মার্ক ম্যান্ডওয়ার
খ. আন্দ্রে আগাসি
গ. মাইকল জর্ডান
ঘ. এদের কেউ নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ Par শব্দটি কোন খেলার সাথে সম্পক্ত
ক. ব্রিজ
খ. বিলিয়ার্ড
গ. গলফ
ঘ. হকি
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর দ্রুত মানব কে?
ক. জাস্টিন গ্যাটালিন
খ. উসাইন বোল্ট
গ. টাইসন গে
ঘ. আসাফা পাওয়েল
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)