আন্তর্জাতিক বিষয়াবলী-৩৭

প্রশ্নঃ জাতিসংঘের কার্যকারী ভাষা কোন দুটি?
ক. ইংরেজি ও গ্রিক
খ. ইংরেজি ও জার্মান
গ. ফরাসি ও জার্মান
ঘ. ইংরেজি ও ফরাসি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
ক. রোম চুক্তি
খ. ম্যাসট্রিক্ট চুক্তি
গ. ভিয়েনা কনভেনশন
ঘ. ব্রাসেলস কনবেনশন
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোন দেশে অবস্থিত?
ক. সুইজারল্যান্ড
খ. নেদারল্যান্ড
গ. ইটালিতে
ঘ. অস্ট্রিয়াতে
উত্তরঃ খ

প্রশ্নঃ কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
ক. ৪৮টি
খ. ৫০টি
গ. ৫১টি
ঘ. ৬০টি
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্ক গঠনের প্রস্তাবকারী দেশ-
ক. ভারত
খ. নেপাল
গ. ভুটান
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আরব লীগের সদস্য সংখ্যা কত?
ক. ২০
খ. ২১
গ. ২২
ঘ. ২৩
উত্তরঃ গ

প্রশ্নঃ সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়?
ক. দিল্লি
খ. পোল্যান্ড
গ. ঢাকা
ঘ. ইসলামাবাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ In which year United Nations was founded?/জাতিসংঘের প্রতিষ্ঠার বছর–
ক. 1942
খ. 1943
গ. 1944
ঘ. 1945
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০০২ সালে দ্বিতীয় ধরিত্র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
ক. চীনের বেইজিংয়ে
খ. ভারতের নয়াদিল্লিতে
গ. দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে
ঘ. জাপানের হিরোশিমায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অরবিস’ কি?
ক. উড়ন্ত চক্ষু হাসপাতাল
খ. উড়ন্ত কিডনি হাসপাতাল
গ. উড়ন্ত হৃদরোগ হাসপাতাল
ঘ. বোমারু বিমান
উত্তরঃ ক

প্রশ্নঃ এশিয়া মহাদেশের কমনওয়েলথ এ সদস্য সংখ্যা-
ক. ১৮
খ. ১২
গ. ৮
ঘ. ৩
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত কত সালে গৃহীত হয়?
ক. ১৯৭৭
খ. ১৯৭৮
গ. ১৯৭৩
ঘ. ১৯৮৩
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান-
ক. ২য়
খ. ৭ম
গ. ৩য়
ঘ. ১ম
উত্তরঃ ক

প্রশ্নঃ IMF(International Monitory Fund) is the result of–
ক. Hawana Conference
খ. Genava Conference
গ. Rome Conference
ঘ. Brettonwood Conference
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরাবার জন্য ঋণ দেয়–
ক. I.D.A
খ. IFC
গ. IMF
ঘ. IBRD
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান সম্পকিৃত সনদ?
ক. UNEPA
খ. CEDAW
গ. CTOCT
ঘ. ICERD
ঙ. UNCLT
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশটির Organization of Islamic Conference(OIC)-এ পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে?
ক. চীনের
খ. বাংলাদেশের
গ. থাইল্যান্ডের
ঘ. আলজেরিয়ার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস’ (Trans World Airlines) কোন দেশের বিমান সংস্থা?
ক. বেলজিয়াম
খ. ডেনমার্ক
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ গ

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, খেলাধুলা,পুরস্কার ও সম্মাননা:

প্রশ্নঃ ২০১৭ সালের ফিফা’র বর্ষসেরা নারী ফুটবলার কে?
ক. Carli Lloyd, United States
খ. Deyna Castellanos, Venezuela
গ. Lieke Martens, Netherlands
ঘ. Pernille Harder, Denmark
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর বিজয়ী কে?
ক. লিওনেল মেসি
খ. গ্যারেথ বেল
গ. ম্যানুয়েল নিউয়্যার
ঘ. ক্রিশ্চিয়ানো রোনালদো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৩তম এশিয়া কাপ ক্রিকেটে রানার্স আপ হয় কোন দেশ?
ক. শ্রীলংকা
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ The name ‘Taiger Woods’ relates to which sports?/’টাইগার উডস’ নামটি কোন খেলার সাথে সম্পর্কিত?
ক. হকি(Hockey)
খ. রাগবি(Rugby)
গ. গলফ(Golf)
ঘ. বেসবল(Baseball)
উত্তরঃ গ

প্রশ্নঃ টুয়োন্টি ২০ ক্রিকেট বিশ্বকাপে কে প্রথম হ্যাট্রিক করেন?
ক. শন পোলক
খ. মোহাম্মদ আসিফ
গ. শ্রীশান্ত
ঘ. ব্রেটলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হোয়াইটওয়াশ’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
ক. টেনিস
খ. ফুটবল
গ. ক্রিকেট
ঘ. হকি
উত্তরঃ গ

প্রশ্নঃ গ্রান্ডস্লাম খ্যাতি অর্জনের জন এক বছরে কয়টি ট্রফি জিততে হয়
ক. ৫টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯০০ সালে যে অলিম্পিকে মেয়েরা সর্বপ্রথম অংশগ্রহণ করেন, কোথায় সে অলিম্পিক অনুষ্ঠিত হয়?
ক. প্যারিসে
খ. লন্ডনে
গ. রোমে
ঘ. গ্রীসের এলিশ শহরে
উত্তরঃ ক

প্রশ্নঃ টি২০ বিশ্বকাপ ২০১৬ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বাংলাদেশ
খ. অস্ট্রেলিয়া
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৩তম এশিয়া কাপ ক্রিকেট কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ২৪ ফেব্রুয়ারি – ৬ মার্চ ২০১৬, ভারত
খ. ২৪ ফেব্রুয়ারি – ৬ মার্চ ২০১৬, পাকিস্তান
গ. ২৪ ফেব্রুয়ারি – ৬ মার্চ ২০১৬, বাংলাদেশ
ঘ. ২৪ ফেব্রুয়ারি – ৬ মার্চ ২০১৬, শ্রীলংকা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!