আন্তর্জাতিক বিষয়াবলী-৩৯

প্রশ্নঃ মারিয়া শারাপোভা কোন দেশের খেলোয়াড়
ক. যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. লিথুয়ানিয়া
ঘ. জর্জিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ১০ জুলাই ২০১৫ ওয়ানডে ক্রিকেটের ৩৯তম হ্যাটট্রিক করেন কে?
ক. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
খ. তাইজুল ইসলাম (বাংলাদেশ)
গ. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
ঘ. কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ উসাইন বোল্ট কোন দেশের নাগরিক?
ক. জ্যামাইকা
খ. চীন
গ. বেনিন
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. Jean-Pierre Sauvage
খ. Sir J. Fraser Stoddart
গ. Bernard L. Feringa
ঘ. All of them
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক. ব্রাজিল
খ. ফ্রান্স
গ. জার্মানি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অলিম্পিক ম্যারাথন দৌড়ে কত মাইল পথ অতিক্রম করতে হয়?
ক. ৩০ মাইল ২০০ গজ
খ. ৪০ মাইল ১০০ গজ
গ. ২৫ মাইল ২৩০ গজ
ঘ. ২৬ মাইল ৩৮৫ গজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর দ্রুত মানবী কে?
ক. Dafne Schippers
খ. Shelly-Ann Fraser-Pryce
গ. Natasha Morrison
ঘ. Veronica Campbell-Brown
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সময়কাল–
ক. ১ – ২০ জুন
খ. ১ – ১৫ জুন
গ. ১ – ১৬ জুন
ঘ. ১ – ১৮ জুন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে?
ক. রোনালদো
খ. জিদান
গ. সুকের
ঘ. বেবেতা
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের আইসিসির বর্ষসেরা খেলোয়াড় কে?
ক. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
খ. হাসিম আমলা (দঃ আফ্রিকা)
গ. ভিরাট কোহলি (ভারত)
ঘ. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?
ক. বেইজিং
খ. লস অ্যাঞ্জেলেস
গ. প্যারিস
ঘ. টোকিও
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হবে?
ক. ৮ – ২৪ আগস্ট ২০২৪
খ. ৬ – ২২ আগস্ট ২০২৪
গ. ৪ – ২০ আগস্ট ২০২৪
ঘ. ২ – ১৮ আগস্ট ২০২৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পেলে কোন খেলার কিংবদন্তী নায়ক?
ক. ফুটবল
খ. হকি
গ. টেনিস
ঘ. ক্রিকেট
উত্তরঃ ক

প্রশ্নঃ ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন সালে অনুষ্ঠিত হবে?
ক. ২০২৬ সালে
খ. ২০৩০ সালে
গ. ২০২৮ সালে
ঘ. ২০৩২ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) চ্যাম্পিয়ন কোন দেশ?
ক. ভারত
খ. নিউজিল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. দক্ষিন আফ্রিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ Badminton is the national sport of-/ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা
ক. মালয়েশিয়া(Malaysia)
খ. স্কটল্যান্ড(Scotland)
গ. চীন(China)
ঘ. নেপাল(Nepal)
উত্তরঃ ক

প্রশ্নঃ Eden Gardens is a—
ক. Park
খ. Resort
গ. Cricket Stadium
ঘ. None of the avobe
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর ম্যারাথনে স্বর্ণপদক জয়ী কে?
ক. Yemane Tsegay
খ. Munyo Solomon Mutai
গ. Ghirmay Ghebreslassie
ঘ. Ruggero Pertile
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
ক. ৯৬.০ সেমি * ১০.০ সেমি
খ. ৯৫.৫ সেমি * ৯.০ সেমি
গ. ৯৩.০ সেমি * ৭.০ সেমি
ঘ. ৯৬.০ সেমি * ১০.৮ সেমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফুটবল প্রতিযোগিতায় প্রতি দল নিচের কতজন খেলোয়াড় বদল করতে পারে?
ক. ৩
খ. ২
গ. ৪
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের শততম টেস্টটি ক্রিকেট ইতিহাসে কততম টেস্ট?
ক. ২২৫৬তম
খ. ২২৫০তম
গ. ২২৫৪তম
ঘ. ২২৫২তম
উত্তরঃ গ

প্রশ্নঃ টুয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন দল কোনটি?
ক. পাকিস্তান
খ. ভারত
গ. ইংল্যান্ড
ঘ. শ্রীলংকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
ক. সঞ্জীব সাহোতা (যুক্তরাজ্য)
খ. চিগোউজি ওবিওমা (নাইজেরিয়া)
গ. টম ম্যাকার্থি (যুক্তরাজ্য)
ঘ. মারলন জেমস (জ্যামাইকা)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে পরপর ৪ ম্যাচে সেঞ্চুরিয়ান কে?
ক. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
খ. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিন আফ্রিকা)
গ. কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)
ঘ. রহিত শর্মা (ভারত)
উত্তরঃ গ

প্রশ্নঃ To the nearest mile what is the distance covered in marathon run?/ম্যারাথন দৌড়ে কত দূরত্ব (আসন্ন) অতিক্রম করতে হয়?
ক. 24
খ. 25
গ. 26
ঘ. 27
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বৈত ও একক ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্যের পার্থক্য কত?
ক. ৫’
খ. ২’
গ. ৪’
ঘ. একই দৈর্ঘের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১০০তম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৮টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৬ সালের FIFA-এর বর্ষসেরা নারী ফুটবলার কে?
ক. কার্লি লয়েড
খ. মিয়া হাম
গ. মার্তা
ঘ. নাদিন কেসলার
উত্তরঃ ক

প্রশ্নঃ নিজেদের শততম টেষ্টে বাংলাদেশ কোন দলের বিপক্ষে খেলে?
ক. শ্রীলংকা
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ সর্বশেষ বাঙালি নোবেল বিজয়ী হলেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. অমর্ত্য সেন
গ. ফজলে হাসান আবেদ
ঘ. ড. মোহাম্মদ ইউনূস
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!