প্রশ্নঃ গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোন দেশে অবস্থিত?
ক. ভারত
খ. ভুটান
গ. বাংলাদেশ
ঘ. নেপাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ডটার অব দ্য ইস্ট’ বইটি লিখেছেন—
ক. গোল্ডা মেয়ার
খ. বেনজির ভুট্টো
গ. ইন্দিরা গান্ধী
ঘ. শ্রীমাভো বন্দরনায়েকে
উত্তরঃ খ
প্রশ্নঃ War and Peace গ্রন্থের প্রণেতা কে?
ক. প্লেটো
খ. সক্রেটিস
গ. টলস্টয়
ঘ. কলম্বাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শাহনামা’ কোন ভাষায় রচিত?
ক. উর্দু
খ. ফারসি
গ. ফরাসি
ঘ. আরবি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হাদীস’ শব্দের অর্থ—
ক. কথা
খ. আদেশ
গ. উপদেশ
ঘ. বক্তৃতা
উত্তরঃ ক
প্রশ্নঃ দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম-
ক. দি প্রিন্স
খ. দি পলিটিক্স
গ. দি গড ফাদার
ঘ. দি রিপাবলিক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন—
ক. ইতালি
খ. ফ্রান্স
গ. গ্রিস
ঘ. স্পেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘Suicide(1897)’ বইটি লিখেছে–
ক. Karl Marx
খ. Michel Foucault
গ. Friedrich Engels
ঘ. David Emile Durkheim
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘দ্য নেম অব দ্য রোজ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হেনরি রাইডার (ইংল্যান্ড)
খ. মার্ক টোয়েন (যুক্তরাষ্ট্র)
গ. হারপার লি (যুক্তরাষ্ট্র)
ঘ. উমবের্তো একো (ইতালি)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তীর্থংকরের ধারণা কোনটির সাথে সম্পৃক্ত?
ক. বৌদ্ধ ধর্ম
খ. চার্বাক ধর্ম
গ. জৈন ধর্ম
ঘ. শিখ ধর্ম
উত্তরঃ গ
প্রশ্নঃ সালভেদর ডালি কে ছিলেন?
ক. বিজ্ঞানী
খ. লেখক
গ. সঙ্গীতবিদ
ঘ. চিত্রশিল্পী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের লোক?
ক. ফ্রান্স
খ. ইতালি
গ. স্পেন
ঘ. গ্রিস
উত্তরঃ খ
প্রশ্নঃ নরওয়ের নাগরিক জাতিগতভাবে—
ক. নরওয়েইয়ান
খ. নরওয়েজিয়ান
গ. নরওয়েইজ
ঘ. স্ক্যান্ডিনেভিয়ান
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সিদ্ধার্থ’ নামটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. শ্রীকৃষ্ণ
খ. রাম
গ. লক্ষ্মণ
ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ–
ক. উমাইয়া শাসনকাল
খ. ফাতেমী শাসনকাল
গ. আব্বাসীয় শাসনকাল
ঘ. মুঘল শাসনকাল
উত্তরঃ গ
প্রশ্নঃ The author of the book ‘Asian Drama’ is:/The Asian Drama-গ্রন্থের রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন
খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফটন
ঘ. উইলিয়াম রস্টো
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্লিওপেট্রো ছিলেন
ক. মিশরের রানী
খ. গ্রিসের রানী
গ. তুরস্কের রানী
ঘ. রোমের নারী
উত্তরঃ ক
প্রশ্নঃ আল-আকসা মসজিদটি অবস্থিত?
ক. ইরাকে
খ. কুয়েতে
গ. ইসরাইলে
ঘ. জর্ডানে
উত্তরঃ গ
প্রশ্নঃ মাউরি আদিবাসীরা বাস করে–
ক. নিউজিল্যান্ডে
খ. ফিজিতে
গ. পাপুয়া নিউগিনিতে
ঘ. মালয়েশিয়ায়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘Hamlet’ by Shakespeare is–
ক. A comedy
খ. A Tragedy
গ. An Epic
ঘ. An Tragi-comedy
উত্তরঃ খ
প্রশ্নঃ হো চি মিন কে নামটি যে দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত?
ক. কিউবা
খ. চীন
গ. ভিয়েতনাম
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ Academy was established by-/ একাডেমিক কে প্রতিষ্ঠা করেন?
ক. Socrates
খ. Plato
গ. Aristotle
ঘ. Rousseau
উত্তরঃ খ
প্রশ্নঃ চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন?
ক. অতীশ দিপঙ্কর
খ. মাহুয়ান
গ. শিলভদ্র
ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ইনকা’ সভ্যতা গড়ে উঠেছিল কোথায়–
ক. উত্তর আমেরিকায়
খ. দক্ষিণ আমেরিকায়
গ. ইউরোপে
ঘ. এশিয়ায়
উত্তরঃ খ
প্রশ্নঃ গণতন্ত্রের সুতিকাগার কোনটি?
ক. যুক্তরাজ্য
খ. ইতালি
গ. ফ্রান্স
ঘ. গ্রিস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঘানা-এর প্রধান ভাষা কী?
ক. মেন্ডি
খ. স্প্যানিশ
গ. ইংরেজি
ঘ. হাউসা
উত্তরঃ গ
প্রশ্নঃ The God of Small Things শীর্ষক উপন্যাসের রচয়িতা কে?
ক. ঝুম্পা লাহিড়ী
খ. অরুন্ধতী রায়
গ. দালাইলামা
ঘ. উইলিয়াম শেক্সপিয়ার
উত্তরঃ খ
প্রশ্নঃ কার্ল মার্কস নিম্নের কোন বইটির রচয়িতা?
ক. Das Capital
খ. Economics
গ. Democracy
ঘ. Theory of Economics
উত্তরঃ ক
প্রশ্নঃ Who wrote The Inheritance of Loss?
ক. Bharati Mukherjee
খ. Monika Ali
গ. Anita Desai
ঘ. Kiran Desai
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Discovery of India গ্রন্থটি কে রচনা করেন?
ক. জওহরলাল নেহেরু
খ. মাওলানা আবদুল কালাম আজাদ
গ. মহাত্মা গান্ধী
ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)