আন্তর্জাতিক বিষয়াবলী-১০৭

প্রশ্নঃ গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোন দেশে অবস্থিত?
ক. ভারত
খ. ভুটান
গ. বাংলাদেশ
ঘ. নেপাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ডটার অব দ্য ইস্ট’ বইটি লিখেছেন—
ক. গোল্ডা মেয়ার
খ. বেনজির ভুট্টো
গ. ইন্দিরা গান্ধী
ঘ. শ্রীমাভো বন্দরনায়েকে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ War and Peace গ্রন্থের প্রণেতা কে?
ক. প্লেটো
খ. সক্রেটিস
গ. টলস্টয়
ঘ. কলম্বাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শাহনামা’ কোন ভাষায় রচিত?
ক. উর্দু
খ. ফারসি
গ. ফরাসি
ঘ. আরবি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হাদীস’ শব্দের অর্থ—
ক. কথা
খ. আদেশ
গ. উপদেশ
ঘ. বক্তৃতা
উত্তরঃ ক

প্রশ্নঃ দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম-
ক. দি প্রিন্স
খ. দি পলিটিক্স
গ. দি গড ফাদার
ঘ. দি রিপাবলিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন—
ক. ইতালি
খ. ফ্রান্স
গ. গ্রিস
ঘ. স্পেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Suicide(1897)’ বইটি লিখেছে–
ক. Karl Marx
খ. Michel Foucault
গ. Friedrich Engels
ঘ. David Emile Durkheim
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দ্য নেম অব দ্য রোজ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হেনরি রাইডার (ইংল্যান্ড)
খ. মার্ক টোয়েন (যুক্তরাষ্ট্র)
গ. হারপার লি (যুক্তরাষ্ট্র)
ঘ. উমবের্তো একো (ইতালি)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তীর্থংকরের ধারণা কোনটির সাথে সম্পৃক্ত?
ক. বৌদ্ধ ধর্ম
খ. চার্বাক ধর্ম
গ. জৈন ধর্ম
ঘ. শিখ ধর্ম
উত্তরঃ গ

প্রশ্নঃ সালভেদর ডালি কে ছিলেন?
ক. বিজ্ঞানী
খ. লেখক
গ. সঙ্গীতবিদ
ঘ. চিত্রশিল্পী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের লোক?
ক. ফ্রান্স
খ. ইতালি
গ. স্পেন
ঘ. গ্রিস
উত্তরঃ খ

প্রশ্নঃ নরওয়ের নাগরিক জাতিগতভাবে—
ক. নরওয়েইয়ান
খ. নরওয়েজিয়ান
গ. নরওয়েইজ
ঘ. স্ক্যান্ডিনেভিয়ান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সিদ্ধার্থ’ নামটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. শ্রীকৃষ্ণ
খ. রাম
গ. লক্ষ্মণ
ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ–
ক. উমাইয়া শাসনকাল
খ. ফাতেমী শাসনকাল
গ. আব্বাসীয় শাসনকাল
ঘ. মুঘল শাসনকাল
উত্তরঃ গ

প্রশ্নঃ The author of the book ‘Asian Drama’ is:/The Asian Drama-গ্রন্থের রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন
খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফটন
ঘ. উইলিয়াম রস্টো
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্লিওপেট্রো ছিলেন
ক. মিশরের রানী
খ. গ্রিসের রানী
গ. তুরস্কের রানী
ঘ. রোমের নারী
উত্তরঃ ক

প্রশ্নঃ আল-আকসা মসজিদটি অবস্থিত?
ক. ইরাকে
খ. কুয়েতে
গ. ইসরাইলে
ঘ. জর্ডানে
উত্তরঃ গ

প্রশ্নঃ মাউরি আদিবাসীরা বাস করে–
ক. নিউজিল্যান্ডে
খ. ফিজিতে
গ. পাপুয়া নিউগিনিতে
ঘ. মালয়েশিয়ায়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘Hamlet’ by Shakespeare is–
ক. A comedy
খ. A Tragedy
গ. An Epic
ঘ. An Tragi-comedy
উত্তরঃ খ

প্রশ্নঃ হো চি মিন কে নামটি যে দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত?
ক. কিউবা
খ. চীন
গ. ভিয়েতনাম
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ Academy was established by-/ একাডেমিক কে প্রতিষ্ঠা করেন?
ক. Socrates
খ. Plato
গ. Aristotle
ঘ. Rousseau
উত্তরঃ খ

প্রশ্নঃ চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন?
ক. অতীশ দিপঙ্কর
খ. মাহুয়ান
গ. শিলভদ্র
ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ইনকা’ সভ্যতা গড়ে উঠেছিল কোথায়–
ক. উত্তর আমেরিকায়
খ. দক্ষিণ আমেরিকায়
গ. ইউরোপে
ঘ. এশিয়ায়
উত্তরঃ খ

প্রশ্নঃ গণতন্ত্রের সুতিকাগার কোনটি?
ক. যুক্তরাজ্য
খ. ইতালি
গ. ফ্রান্স
ঘ. গ্রিস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঘানা-এর প্রধান ভাষা কী?
ক. মেন্ডি
খ. স্প্যানিশ
গ. ইংরেজি
ঘ. হাউসা
উত্তরঃ গ

প্রশ্নঃ The God of Small Things শীর্ষক উপন্যাসের রচয়িতা কে?
ক. ঝুম্পা লাহিড়ী
খ. অরুন্ধতী রায়
গ. দালাইলামা
ঘ. উইলিয়াম শেক্সপিয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ কার্ল মার্কস নিম্নের কোন বইটির রচয়িতা?
ক. Das Capital
খ. Economics
গ. Democracy
ঘ. Theory of Economics
উত্তরঃ ক

প্রশ্নঃ Who wrote The Inheritance of Loss?
ক. Bharati Mukherjee
খ. Monika Ali
গ. Anita Desai
ঘ. Kiran Desai
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Discovery of India গ্রন্থটি কে রচনা করেন?
ক. জওহরলাল নেহেরু
খ. মাওলানা আবদুল কালাম আজাদ
গ. মহাত্মা গান্ধী
ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!