আন্তর্জাতিক বিষয়াবলী-১০৬

প্রশ্নঃ ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনারীতি কাদের দ্বারা সূচিত?
ক. গ্রিক
খ. মিশরীয়
গ. খ্রিস্টান
ঘ. ফরাসি
উত্তরঃ খ

প্রশ্নঃ আব্বাসীয় বংশের পতন ঘটে?
ক. ১২০০ সালে
খ. ১২৫৮ সালে
গ. ১৫২৬ সালে
ঘ. ১৫৩০ সালে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না?
ক. প্রশাসনিক ব্যবস্থা
খ. জল নিষ্কাশন ব্যবস্থা
গ. লিখন পদ্ধতি
ঘ. লোহার অস্ত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Author of ‘Hamlet’—
ক. Geoffery Chaucer
খ. William Shakespeare
গ. William Wordsworth
ঘ. William Blake
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয়?
ক. সিরেস
খ. এরিস
গ. অ্যাজটেক
ঘ. আরটেমিস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “টু কিল এ মকিং বার্ড” এর লেখিকা হার্পার লি কবে মৃত্যু বরণ করেন?
ক. ১৯ ফেব্রুয়ারি ২০১৫
খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
গ. ১৯ ফেব্রুয়ারি ২০১৬
ঘ. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ( Millennium Development Goals ) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে ?
ক. সুশাসনের সামাজিক দিক
খ. সুশাসনের অর্থনৈতিক দিক
গ. সুশাসনের মূল্যবোধের দিক
ঘ. সুশাসনের গণতান্ত্রিক দিক
উত্তরঃ খ

প্রশ্নঃ শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত–
ক. চণ্ডীগড়
খ. কেরালা
গ. হরিয়ানা
ঘ. অমৃতসর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন সাবেক পররাষ্ট্রমন্ত্রী White House Years রচনা করেন?
ক. হ্যারল্ড ব্রাউন
খ. জেমস বেকার
গ. জর্জ শুলজ
ঘ. হেনরি কিসিঞ্জার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Sir Arthur Conan Doyle এর বিখ্যাত বইয়ের নাম–
ক. জাঙ্গল স্টোরি
খ. প্যারিস বানিং
গ. দ্য অ্যাডভেঞ্জার অব শার্লক হোমস
ঘ. ডেভিড কপারফিল্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ Gulliver’s Travels এর রচয়িতা কে?
ক. Lord Byron
খ. Scott
গ. John Austin
ঘ. Jonathan Swift
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রেড ইন্ডিয়ান কারা?
ক. ইন্ডিয়ার আদি অধিবাসী
খ. আমেরিকার আদি অধিবাসী
গ. আমেরিকায় আগত ভারতবাসী
ঘ. সব কয়টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
ক. জুলিয়াস সিজার
খ. হাম্বুরাবি
গ. সম্রাট আলেকজান্ডার
ঘ. এরিস্টটল
উত্তরঃ খ

প্রশ্নঃ বাগদাদ নগরী ধংশকারী হিসেবে কুখ্যাত মোঙ্গল নেতা–
ক. মেঙ্গু খান
খ. চেঙ্গিস খান
গ. হালাকু খান
ঘ. কুবলাই খান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দ্য গ্রেট এস্কেপ’ বা ‘মহামুক্তি’ গ্রন্থের লেখক কে?
ক. মাইকেল স্পেন্স
খ. রবার্ট শিলার
গ. জ্যাঁ তিরোল
ঘ. অ্যাঙ্গাস ডিটন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হযরত ইব্রাহিম (আ) এর মাজার কোথায় অবস্থিত?
ক. জেরুজালেম
খ. হেবরনে
গ. তিরকুটে
ঘ. মদিনায়
উত্তরঃ খ

প্রশ্নঃ আকুপাংচোর হলো —
ক. জাপানের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
খ. গ্রীসের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
গ. চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি
ঘ. মিসরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বায়তুল হিকমা’ প্রতিষ্ঠা করেন—
ক. আল-মামুন
খ. আল-আমিন
গ. হারুন-অর-রশীদ
ঘ. আল-মনসুর
উত্তরঃ গ

প্রশ্নঃ যে দেশের জাতীয় পতাকা কখনও অর্ধনমিত করা হয় না?
ক. সৌদি আরব
খ. আইসল্যান্ড
গ. গ্রিনল্যান্ড
ঘ. ভ্যাটিক্যান
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি?
ক. আরবী
খ. স্প্যানিশ
গ. হিব্রু
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
ক. তাম্র যুগের
খ. আর্য যুগের
গ. সুমেরীয় যুগের
ঘ. শহরভিত্তিক যুগের
উত্তরঃ ক

প্রশ্নঃ বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করেন কারা–
ক. প্রাচীন মিশরীয়রা
খ. প্রাচীন ভারতীয়রা
গ. অ্যাসেরীয়রা
ঘ. গ্রীকরা
উত্তরঃ গ

প্রশ্নঃ ভিনসেন্ট ভ্যানগগ কি ছিলেন?
ক. চিত্রকর
খ. যাদুকর
গ. বিজ্ঞানী
ঘ. সাহিত্যিক
উত্তরঃ ক

প্রশ্নঃ গেটে কোন দেশের কবি?
ক. গ্রিস
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. ব্রিটেন
উত্তরঃ খ

প্রশ্নঃ পবিত্র বায়তুল মোকাদ্দাস মসজিদ নিম্নলিখিত শহরে অবস্থিত?
ক. জেরুজালেম
খ. তেল আবিব
গ. বাগদাদ
ঘ. রিয়াদ
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রিসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয়?
ক. খ্রিষ্টপূর্ব ৪০০০
খ. খ্রিষ্টপূর্ব ৭৬৬
গ. খ্রিষ্টপূর্ব ৭৭৬
ঘ. খ্রিষ্টপূর্ব ৩৯৯
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেসোপটেমিয়া’ কোন দেশের পূর্বনাম?
ক. ইরাক
খ. ইরান
গ. তুরস্ক
ঘ. মিশর
উত্তরঃ ক

প্রশ্নঃ Shakespeare কোন সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৫৬৪ সালে
খ. ১৭৭৩ সালে
গ. ১৮০৯ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ইতিহাস খ্যাত ‘বেথেলহেম’ কোথায় অবস্থিত?
ক. সিরিয়া
খ. ফিলিস্তিন
গ. জর্ডান
ঘ. লিবিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক তুরস্কের জনক–
ক. আনোয়ার পাশা
খ. কামাল পাশা
গ. হারুন-অর-রশীদ
ঘ. জনারেল তুরগত ওজা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!