বাংলা ব্যাকরণ-৪২

প্রশ্নঃ সামান্য একটু দই দাও। বাক্যে সামান্য কোন ধরনের বিশেষণ ?
ক. অব্যয়ের বিশেষণ
খ. বিশেষণের বিশেষণ
গ. বাক্যের বিশেষণ
ঘ. ক্রিয়া বিশেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ধাতু কয় প্রকার?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘এটি একটি বিরাট সত্য’ – বাক্যে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ?
ক. সর্বনাম রূপে
খ. বিশেষ্য রূপে
গ. বিশেষণ রূপে
ঘ. অব্যয় রূপে
উত্তরঃ খ

প্রশ্নঃ উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত?
ক. অকর্মক ও সকর্মক
খ. প্রত্যয়হীন ও প্রত্যয়ান্ত
গ. ধাতু ও তদ্ধিত
ঘ. মৌলিক ও কৃদন্ত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন – এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয় ?
ক. অনুকার অব্যয়
খ. বিয়োজক অব্যয়
গ. সমুচ্চায়ী অব্যয়
ঘ. সংযোজক অব্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ এ কবিতাটি দুর্বোধ্য-এখানে দুর্বোধ্য পদটি কোন ধরণের বিশেষণ?
ক. সর্বনামের বিশেষণ
খ. বিধেয় বিশেষণ
গ. অব্যয়ের বিশেষণ
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দুটি বিদেশী অব্যয়?
ক. আলবৎ, মারহাবা
খ. বরং, নচেৎ
গ. আবার, আর
ঘ. কিন্তু, বটে
উত্তরঃ ক

প্রশ্নঃ তাকেও আসতে বলেছি এই বাক্যের ‘ও’ অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নির্দেশ অর্থে
খ. স্বীকৃতি জ্ঞাপনে
গ. বিকল্প প্রকাশে
ঘ. অনুরোধে
উত্তরঃ খ

প্রশ্নঃ যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর এখানে ‘হারায়’ কোন ধাতুর উদাহরণ?
ক. কর্মবাচ্যের প্রযোজক ধাতু
খ. সাধিত ধাতু
গ. মৌলিক ধাতু
ঘ. যৌগিক ধাতু
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিবাচক বিশেষ্য কোনটি?
ক. মানুষ
খ. সাধু
গ. কলম
ঘ. রাম
উত্তরঃ ক

প্রশ্নঃ মাইকেল, ঢাকা, গীতাঞ্জলি- কোন জাতীয় বিশেষ্য?
ক. ভাববাচক
খ. গুণবাচক
গ. সংজ্ঞাবাচক
ঘ. বস্তুবাচক
উত্তরঃ গ

প্রশ্নঃ এ এক অমোঘ সত্য। -এখানে ‘সত্য’ কোন পদ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. অব্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নাচা’ কোন ধরনের ধাতু?
ক. সংস্কৃত মূল
খ. বিদেশী
গ. সমাস সাধিত
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অবশ্যই আমরা যাব’-এ বাক্যে ‘অবশ্যই’ পদটি কোন শ্রেণীর পদ?
ক. ভাব বিশেষণ
খ. ক্রিয়া বিশেষণ
গ. বাক্য বিশেষণ
ঘ. অব্যয় বিশেষণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাক্যে ধ্বনাত্মক শব্দ আছে?
ক. চিলটি সাঁ সাঁ করে উড়িয়া গেল
খ. লোকটি তীরবেগে চলিয়া গেল
গ. অকাশে তো আমি রখি নাই উড়িবার ইতিহাস
ঘ. সে প্রায় চিৎকার করে কথা বলল
উত্তরঃ ক

প্রশ্নঃ গুরু শব্দটি বিশেষণরূপ নিম্নের কোনটি?
ক. গুর্বী
খ. গরিষ্ঠ
গ. লঘিষ্ঠ
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ সে শুধু মেধাবীই নয়, পরন্তু জ্ঞানীও বটে , পরন্তু জ্ঞানীও বটে । এখানে ‘পরন্তু’ কোন ধরনের অব্যয় ?
ক. বিয়োজক অব্যয়
খ. সংযোজক অব্যয়
গ. সংকোচক অব্যয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ধাতু কাকে বলে?
ক. পদের মূলকে
খ. ভাষার মূলকে
গ. ক্রিয়ার মূলকে
ঘ. শব্দের মূলকে
উত্তরঃ গ

প্রশ্নঃ “যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ।”-এখানে ‘তারাই’ কোন পদ?
ক. বিশেষ্য পদ
খ. বিশেষণ পদ
গ. সর্বনাম পদ
ঘ. অব্যয় পদ
উত্তরঃ গ

প্রশ্নঃ করে ক্রিয়া পদটির মূল হলো কর্‌ । এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়ে শব্দটি গঠিত হয়েছে?
ক. আ
খ. ও
গ. ই
ঘ. এ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বিশেষণের অতিশায়ন ?
ক. চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর
খ. যমুনা বাংলাদেশের দীর্ঘ নদী
গ. অনাগত দিনগুলি কি হবে কে জানে
ঘ. মেঠো পথ চলে গিয়াছ বহুদূর
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ ?
ক. (ঠক্‌ ঠক্‌) করে শব্দ কর না
খ. এখন আসতে পার
গ. আমার কথাটা শুনে রাখ
ঘ. সাইরেন বেজে উঠল
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটি বস্তুর মধ্যে অতিশায়নের জোর দিতে হলে মূল বিশেষণের আগে কোন বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয় ?
ক. হইতে, থেকে
খ. সরল, দুর্বল
গ. অনেক, অধিক
ঘ. অন্যতম, দীর্ঘতম
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া একসাথে একটি ক্রিয়াপদের ন্যায় ভাব প্রকাশ করলে তবে তাকে বলে-
ক. মিশ্র ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. যৌগিক ক্রিয়া
ঘ. অকর্মক ক্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ এ, এই, এরা, ইহারা – এ গুলো কোন সর্বনাম পদের উদাহরণ ?
ক. পুরুষবাচক সর্বনাম
খ. আত্নবাচক সর্বনাম
গ. অন্যাদিবাচক সর্বনাম
ঘ. সামীপ্যবাচক সর্বনাম
উত্তরঃ ক

প্রশ্নঃ নদী কোন বিশেষ্যের উদাহরণ ?
ক. সংজ্ঞাবাচক
খ. জাতিবাচক
গ. সমষ্টিবাচক
ঘ. গুণবাচক
উত্তরঃ খ

প্রশ্নঃ “রানী একটি বই পড়ে”। -এখানে ‘পড়ে’ কোন ক্রিয়া?
ক. সকর্মক ক্রিয়া
খ. অকর্মক ক্রিয়া
গ. সমধাতুজ কর্ম
ঘ. দ্বিকর্মক ক্রিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ আদেশ, নিষেধ, উপদেশ, অনুররোধ, আশীর্বাদ ইত্যাদী সূচিত হলে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পায় ?
ক. সাপেক্ষ ভাব
খ. অনুজ্ঞা ভাব
গ. আকাঙ্ক্ষা প্রকাশ ভাব
ঘ. নির্দেশক ভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ মৌলিক ধাতু বা অন্য কোনো নাম শব্দের সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কি বলে?
ক. প্রযোজক ধাতু
খ. নাম ধাতু
গ. সাধিত ধাতু
ঘ. সিদ্ধি ধাতু
উত্তরঃ গ

প্রশ্নঃ শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ-
ক. দরদর
খ. করকর
গ. কুটকুট
ঘ. খুটখুট
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!