বাংলা ব্যাকরণ-৪১

প্রশ্নঃ নিচের কোনগুলো মধ্যম পুরুষের উদাহরণ ?
ক. তুমি, তোমার, তোমাকে
খ. আমি, আমরা, আমাকে
গ. সে, তারা, তাহাকে
ঘ. তিনি, তাঁকে, তাঁরা
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে কি বলা হয় ?
ক. অব্যয় পদ
খ. বিশেষণ পদ
গ. সর্বনাম পদ
ঘ. ক্রিয়া পদ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘শিশুটিকে তুমি কাঁদাইও না’ -এ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে?
ক. সমার্থক
খ. যৌগিক
গ. প্রযোজক
ঘ. অকর্মক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সর্বজন’ -এর বিশেষণ কি?
ক. বিশজন
খ. সর্বজনীন
গ. বিশ্বজনীন
ঘ. ঐশ্বরিক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পুণ্যে মতি হোক’ বাক্যে ‘পুণ্যে’ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
ক. বিশেষ্য রূপে
খ. বিশেষণ রূপে
গ. সর্বনাম রূপে
ঘ. বিশেষ্যের বিশেষণ রূপে
উত্তরঃ ক

প্রশ্নঃ বিধেয় বিশেষণ সবসময় কোথায় বসে ?
ক. বিশেষণের পরে
খ. বাক্যের মাঝখানে
গ. বিশেষ্যের পরে
ঘ. বিশেষ্যের পূর্বে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছেলেছি গোল্লায় গেছে’-এই বাক্যে ক্রিয়া পদটি কোন ধরণের?
ক. যৌগিক ক্রিয়া
খ. প্রযোজক ক্রিয়া
গ. দ্বিকর্মক ক্রিয়া
ঘ. মিশ্র ক্রিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ধিক্‌ তারে শতাধিক নির্লজ্জ যে জন। বাক্যে ধিক্‌ ও শতাধিক্‌ কোন প্রকার বিশেষণ ?
ক. বাক্যের বিশেষণ
খ. ক্রিয়া বিশেষণ
গ. অব্যয়ের বিশেষণ
ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মরি মরি, কি সন্দুর প্রভাতে রূপ’- এখানে অনম্বয়ী অব্যয়ে কি প্রকাশ পেয়েছে?
ক. যন্ত্রণা
খ. বিরক্তি
গ. সম্মতি
ঘ. উচ্ছ্বাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাসান বই পড়ছে’- কোন বর্তমান কালের উদাহরণ?
ক. সাধারণ
খ. ঘটমান
গ. নিত্যবৃত্ত
ঘ. পুরাঘটিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ ও অব্যয়ের বিশেষণ – এগুলো কোন বিশেষণের প্রকারভেদ ?
ক. ভাব
খ. বিদেশী
গ. ক্রিয়াজাত
ঘ. উপসর্গযুক্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ভাষায় সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য কি ?
ক. বিশেষণের পরিবর্তে ব্যবহার করা
খ. বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
গ. বিশেষ্যের অভাব দূর করা
ঘ. ভাষায় শব্দ সম্পদ বৃদ্ধি করা
উত্তরঃ খ

প্রশ্নঃ পদ মোট কয় প্রকার-
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৬ প্রকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাবা বাড়ি নেই।’ এ বাক্যে ‘নেই’ কোন পদ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনগুলো ধ্বন্যাত্নক অব্যয়ের উদাহরণ ?
ক. ছি ছি
খ. মরি মরি
গ. মর মর
ঘ. হ্যা হ্যা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে ?
ক. ভাব বিশেষণ
খ. উপসর্গযুক্ত বিশেষণ
গ. সমাসসিদ্ধ বিশেষণ
ঘ. নাম বিশেষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনগুলো বিদেশী অব্যয় শব্দ ?
ক. সুতরাং, পুনশ্চ
খ. অর্থাৎ, দৈবাৎ
গ. আলবত, শাবাশ
ঘ. হাঁ, না
উত্তরঃ গ

প্রশ্নঃ গুরু, গুরুতর ও গুরুতম- এগুলো কোন শব্দের অতিশায়ন?
ক. তদ্ভব শব্দের
খ. তৎসম শব্দের
গ. বিদেশী শব্দের
ঘ. খাঁটি বাংলা শব্দের
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যত্ন করলে রত্ন মিলে’ এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ ?
ক. অনুক্ত
খ. দ্বিকর্মক
গ. সমাপিকা
ঘ. অসমাপিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার?
ক. পাঁচ প্রকার
খ. চার প্রকার
গ. তিন প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বিশেষ্য পদ?
ক. জাত
খ. গৈরিক
গ. উদ্ধত
ঘ. গাম্ভীর্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ ?
ক. লোহা, কাঠ, তুলা
খ. করিম, খুলনা, পদ্মা
গ. মায়া, সততা, যৌবন
ঘ. শয়ন, দর্শন, শ্রবণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সে ধনী কিন্তু সৎ নয়’ – এই বাক্যে কিন্তু অব্যয়টি কোন ধরণের অব্যয় ?
ক. অনন্বয়ী অব্যয়
খ. সংকোচক অব্যয়
গ. বিয়োজক অব্যয়
ঘ. সমুচ্চয়ী অব্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঘেউ ঘেউ’ -কোন অব্যয়?
ক. অনুকার অব্যয়
খ. বিদেশী অব্যয়
গ. খাঁটি বাংলা অব্যয়
ঘ. তৎসম অব্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নদী’ নিচের কোন প্রকার বিশেষ্যের উদাহরণ ?
ক. সমষ্টিবাচক বিশেষ্য
খ. ভাববাচক বিশেষ্য
গ. জাতিবাচক বিশেষ্য
ঘ. গুনবাচক বিশেষ্য
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

প্রশ্নঃ ‘আমার বাড়ি যাব’ বাক্যটি ক্রিয়ার কোন ধরনের ভাব প্রকাশ করেছে ?
ক. সাপেক্ষ ভাব
খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব
ঘ. আকাঙ্ক্ষা ভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিবাচক বিশেষ্যর দৃষ্টান্ত-
ক. সমাজ
খ. পানি
গ. মিছিল
ঘ. নদী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমধাতুজ কর্মের প্রতিশব্দ কি?
ক. গৌণ কর্ম
খ. মুখ্য কর্ম
গ. মিশ্র কর্ম
ঘ. ধাতুর্থক কর্ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কাবুলী-এর বিশেষ্য পদ কি
ক. কাবলীওয়ালা
খ. কাবলু
গ. কাবলী
ঘ. কাবুল
উত্তরঃ ক

প্রশ্নঃ পদ মোট কত প্রকার ?
ক. ৬ প্রকার
খ. ৫ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৩ প্রকার
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!