বাংলা ব্যাকরণ-৪৩

প্রশ্নঃ ‘তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে -এ বাক্যে ‘কেউ কেউ’ হ’ল-
ক. নির্দেশক সর্বনাম
খ. সংগতিবাচক সর্বনাম
গ. প্রশ্নসূচক সর্বনাম
ঘ. অনিশ্চয়সূচক সর্বনাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তুমি কেমন আছ ?’ এ বাক্যে ‘কেমন’ কি জাতীয় অব্যয় ?
ক. ভাব প্রকাশক
খ. প্রশ্নবোধক
গ. অনুকার
ঘ. খাঁটি বাংলা অব্যয়
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে? এইবাক্য সুন্দর শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
ঘ. বিশেষণের বিশেষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বই’ শব্দটি কোন জাতীয় বিশেষ্য?
ক. জাতিবাচক
খ. সংজ্ঞাবাচক
গ. সমষ্টিবাচক
ঘ. দ্রব্যবাচক
উত্তরঃ ক

প্রশ্নঃ সর্বনাম পদ কত প্রকার ?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ১০
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দহন’ শব্দের বিশেষণ কোনটি?
ক. দাহ্য
খ. দগ্ধ
গ. দহনকারী
ঘ. দহনীয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষায় একটি বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে । উদাহরণ কোনটি ?
ক. বাহুবলই শ্রেষ্ঠ বটে
খ. ভূয়সী প্রশংসা করলেন
গ. আপন ভালো সবাই চায়
ঘ. সে ভাল ছেলে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঘর’ শব্দের বিশেষণ হল-
ক. ঘরনি
খ. ঘরামি
গ. ঘরোয়া
ঘ. কোনটাই না
উত্তরঃ গ

প্রশ্নঃ হে দারিদ্র্য তুমি মোরে করেছে মহান – এখানে হে অব্যয়টি কোন ধরনের ?
ক. অনুকার
খ. সম্বোধনবাচক
গ. সমুচ্চায়ী
ঘ. বাক্যালংকার
উত্তরঃ খ

প্রশ্নঃ যে বিশেষণ পদ কোনো বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষিত করে তাকে কি বলে ?
ক. সর্বনামের বিশেষণ
খ. নাম বিশেষণ
গ. ভাববিশেষণ
ঘ. ক্রিয়ার বিশেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ত -প্রত্যয়যোগে কোন ধাতু গঠিত হয়?
ক. সংযোগমূলক ধাতু
খ. বিদেশী ধাতু
গ. তৎসম ধাতু
ঘ. সাধিত ধাতু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভোরে সূর্য উদয় হয়’ -উদাহরণটি কোন বর্তমান কালের?
ক. সাধারণ
খ. ঘটমান
গ. নিত্যবৃত্ত
ঘ. পুরাঘটিত
উত্তরঃ গ

প্রশ্নঃ অর্থবিহীন যেসব অব্যয় কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে অর্থের পরিবর্তন সাধন করে, তাদেরকে কোন অব্যয় বলে ?
ক. উপসর্গ অব্যয়
খ. নিত্য সম্বন্ধীয় অব্যয়
গ. বাক্যালঙ্কার অব্যয়
ঘ. অনুসর্গ অব্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হাসি হাসি মুখ’-এখানে কোন ধরনের বিশেষণ হয়েছে?
ক. ক্রিয়াজাত
খ. অব্যয়জাত
গ. সমাসসিদ্ধ
ঘ. বীপ্সামূলক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে ?
ক. পদ
খ. শব্দ
গ. বিভক্তি
ঘ. কারক
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগে যে নতুন ধাতু গঠিত হয়, তা কোন ধাতু ?
ক. সাধিত ধাতু
খ. নাম ধাতু
গ. প্রযোজক ধাতু
ঘ. সিদ্ধ ধাতু
উত্তরঃ খ

প্রশ্নঃ না কোন্ জাতীয় শব্দ?
ক. অব্যয়
খ. সর্বনাম
গ. ক্রিয়া
ঘ. মহাকাব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ বাঁশি বাজে ঐ মধুর লগনে – এটি কোন বাচ্যের উদাহরণ ?
ক. কর্মকর্তৃবাচ্য
খ. কর্তৃবাচ্য
গ. কর্মবাচ্য
ঘ. ভাববাচ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
ক. আমি ঘুম থেকে জেগেছি
খ. আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি
গ. আমি বেশ ঘুম দিয়েছি
ঘ. তোমার ভাল ঘুম হয়েছিল তো?
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে কোন বাক্যে?
ক. বসন্তের আরামদায়ক বায়ু প্রবাহে সকলেই পুলকিত
খ. সে খুব তাড়াতাড়ি হাটিল
গ. সমুদ্র সৈকতে জলপ্রবাহের প্রবল গর্জন শোনা গেল
ঘ. সেদিন অত্রন্ত চমৎকার কথা শুনিলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ খোকাকে তুমি কাঁদিও না – এ বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?
ক. প্রযোজ্য
খ. প্রযোজক
গ. ক্রিয়া বিশেষণ
ঘ. ক্রিয়াবাচক বিশেষণ
উত্তরঃ খ

প্রশ্নঃ গৌণ কর্ম কাকে বলে?
ক. ব্যক্তিবাচক কর্মকে
খ. সমধাতুজ কর্মকে
গ. প্রযোজ্য কর্তাকে
ঘ. বস্তুবাচক কর্মকে
উত্তরঃ ক

প্রশ্নঃ মৌলিক ধাতুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৩ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৬ ভাগে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত্ব প্রয়োগের উদাহরণ?
ক. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
খ. পটপট করে পটকা ফুটল
গ. লোকটাকে দৌড়াতে দেখলাম
ঘ. কাটিতে কাটিতে ধান এল বরষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মেঘলা’ কোন ধরনের শব্দ?
ক. ক্রিয়া বিশেষণ
খ. বিশেষ্য
গ. বিশেষণ
ঘ. বিশষ্যের বিশেষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সে চলন্ত গাড়িতে ঝুকি নিয়ে উঠল – এখানে ‘চলন্ত’ কোন ধরনর বিশেষণ ?
ক. ক্রিয়ার বিশেষণ
খ. বিশেষ্যের বিশেষণ
গ. সর্বনামের বিশেষণ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উধহরণ ?
ক. অতি ভক্তি চোরের লক্ষণ
খ. অন্যত্র চলে যাও
গ. দুর্ভাগ্যবশত পরীক্ষায় পাস করেছি
ঘ. যত গর্জে তত বর্ষে না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্নক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদী মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠন করা হয়, তাকে কোন ধাতু বলে ?
ক. সাধিত ধাতু
খ. সংযোগমূলক/যৌগিক ধাতু
গ. নাম ধাতু
ঘ. সিদ্ধ ধাতু
উত্তরঃ খ

প্রশ্নঃ এখন যেতে পার – এখানে যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. তাগিদ দেয়া অর্থে
খ. অভ্যস্ততা অর্থে
গ. অনুমোদন অর্থে
ঘ. নিষেধ অর্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ছেলেটি যেন রাজপুত্তুর’-এই বাক্যে ‘যেন’ পদের ব্যবহার কি অর্থে?
ক. বিস্ময়াবোধক
খ. তুলনামূলক
গ. অনুমানসূচক
ঘ. সম্ভাবনাজ্ঞাপক
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!