আন্তর্জাতিক বিষয়াবলী-৪৫

প্রশ্নঃ টেস্ট ইতিহাসে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়া ব্যাটসম্যান কে?
ক. রমিজ রাজা
খ. স্যার লেন হাটন
গ. ডেনিস লিলি
ঘ. মহিন্দর অমরনাথ
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ জুলাই ২০১৫ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) -এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মার্ক ওয়া (অস্ট্রেলিয়া)
খ. জগমোহন ডালমিয়া (ভারত)
গ. আ হ ম মুস্তফা কামাল (বাংলাদেশ)
ঘ. জহির আব্বাস (পাকিস্তান)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
ক. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
খ. মিসবাহ-উল-হক (পাকিস্তান)
গ. ভিভ রিচার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ঘ. ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেইজিং অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জয়ীর নাম-
ক. উসাইন বোল্ট
খ. স্টেফানি রাইস
গ. উইং মিং
ঘ. মাইকেল ফেলপস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালে কোন বাংলাদেশি ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করেন?
ক. সৈয়দা রিজওয়ানা হাসান
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. ড. এ আতিক রহমান
ঘ. শেখ হাসিনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৬ সালের অস্ট্রেলিয়ান অপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. পেত্রা কেভিতোভা
খ. সেরেনা উইলিয়ামস
গ. মারিয়া শারাপোভা
ঘ. অ্যাঞ্জেলিকা কারবার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The expression ‘Grand slam’ is connected with:/গ্রান্ডস্লাম শব্দটি সম্পর্কিত—
ক. হকি(Hockey)
খ. টেনিস(Tennis)
গ. গেম অব কার্ডস(Game of Cards)
ঘ. রাগবি(Rugby)
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়
ক. ওয়ার্কস, বেইজিং
খ. ইডেন গার্ডেন, কোলকাতা
গ. আজটেক, মেক্সিকো
ঘ. মারাকানা, ব্রাজিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রিও অলিম্পিক ২০১৬ অলিম্পিকের কততম আসর?
ক. ২৯তম
খ. ৩০তম
গ. ৩১তম
ঘ. ৩২তম
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-
ক. ১৯৮৩ সালে
খ. ১৯৮৪ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ একদিনেনর ক্রিকেট ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী-
ক. শচীন টেন্ডুলকার
খ. সাঈদ আনোয়ার
গ. অ্যাডাম গিলক্রিস্ট
ঘ. সনাৎ জয়সুরিয়া
ঙ. বিরেন্দর শেওয়াগ
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশী সেঞ্চুরিয়ান কে?
ক. মুশফিকুর রহিম
খ. তামিম ইকবাল খান
গ. মাহমুদুল্লাহ রিয়াদ
ঘ. মেহেরাব হোসেন অপি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অ্যাবেল পুরস্কার’ নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক. পদার্থবিজ্ঞান
খ. ইতিহাস
গ. গণিত
ঘ. অর্থনীতি
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়-
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলংকায়
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ On which playing field would you find ten pieces of wooden sticks not in the hand of any player?/ কোন খেলার মাঠে দশ টুকরা লাঠি থাকে কিন্তু তা কোন খেলোয়াড়ের হাতে থাকে না?
ক. Football
খ. Cricket pitch
গ. Basket ball
ঘ. Hocky
উত্তরঃ খ

প্রশ্নঃ What is the national game of USA?
ক. Tennis
খ. Cricket
গ. Baseball
ঘ. Swimming
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনে ওমেন’স সিঙ্গেল এ রানার আপ হন কে?
ক. Timea Bacsinszky
খ. Karolína Plíšková
গ. Jeļena Ostapenko
ঘ. Simona Halep
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১ অক্টোবর ২০১৬ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ কততম ম্যাচে ১০০তম জয় পায়?
ক. ৩১৬তম
খ. ৩১৫তম
গ. ৩১৪তম
ঘ. ৩১২তম
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
ক. ৮ জনু
খ. ৯ জনু
গ. ১১ জুন
ঘ. ১২ জুন
উত্তরঃ গ

প্রশ্নঃ ১২তম সাউথ এশিয়ান (SA) গেমসে ডিসিপ্লিন কতটি?
ক. ২৫টি
খ. ২২টি
গ. ২০টি
ঘ. ২৪টি
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের মাপ কত
ক. ৮০ গজ x ৬০ গজ
খ. ৯০ গজ x ৭০ গজ
গ. ১০০ গজ x ৬০ গজ
ঘ. ১১৫ গজ x ৭৫ গজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সালে ফুটবল খেলার নিয়মাবলী লিপিবদ্ধ হয়?
ক. ১৮৪৮ সালে
খ. ১৯৫৮ সালে
গ. ১৮৪২ সালে
ঘ. ১৮৫২ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) ডাবল সেঞ্চুরি হয় কতটি?
ক. একটি
খ. তিনটি
গ. দুটি
ঘ. একটিও না
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনে ওমেন’স সিঙ্গেল এ চ্যাম্পিয়ন হন কে?
ক. Timea Bacsinszky
খ. Karolína Plíšková
গ. Jeļena Ostapenko
ঘ. Simona Halep
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০ জুলাই ২০১৮
খ. ১৫ জুলাই ২০১৮
গ. ১২ জুলাই ২০১৮
ঘ. ১৪ জুলাই ২০১৮
উত্তরঃ খ

প্রশ্নঃ সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যাননি-
ক. শান্তি
খ. চিকিৎসা
গ. পদার্থবিদ্যা
ঘ. অর্থনীতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুষ্টিযোদ্ধা মোহম্মদ আলী বর্তমানে এই রোগে কাতর
ক. হৃদরোগ
খ. এইডস
গ. পারকিনসনস
ঘ. ম্যালেরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ US president Barack Obama won the Nobel Prize for-/ কিসের জন্য যুক্তরাষ্ট্রের বারাক ওবামা নোবেল পুরস্কার লাভ করেন?
ক. International Affairs
খ. Leadership
গ. Peace
ঘ. Economics
উত্তরঃ গ

প্রশ্নঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কোন বোলার সর্বাধিক উইকেট লাভ করেন?
ক. কপিল দেব
খ. ওয়াসিম আকরাম
গ. ব্রেট লি
ঘ. উক্ত তিনজনের কেউ নন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় কে?
ক. Stan Wawrinka
খ. Andy Murray
গ. Rafael Nadal
ঘ. Novak Djokovic
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!