প্রশ্নঃ টেস্ট ইতিহাসে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়া ব্যাটসম্যান কে?
ক. রমিজ রাজা
খ. স্যার লেন হাটন
গ. ডেনিস লিলি
ঘ. মহিন্দর অমরনাথ
উত্তরঃ খ
প্রশ্নঃ ১ জুলাই ২০১৫ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) -এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মার্ক ওয়া (অস্ট্রেলিয়া)
খ. জগমোহন ডালমিয়া (ভারত)
গ. আ হ ম মুস্তফা কামাল (বাংলাদেশ)
ঘ. জহির আব্বাস (পাকিস্তান)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
ক. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
খ. মিসবাহ-উল-হক (পাকিস্তান)
গ. ভিভ রিচার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ঘ. ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বেইজিং অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জয়ীর নাম-
ক. উসাইন বোল্ট
খ. স্টেফানি রাইস
গ. উইং মিং
ঘ. মাইকেল ফেলপস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালে কোন বাংলাদেশি ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করেন?
ক. সৈয়দা রিজওয়ানা হাসান
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. ড. এ আতিক রহমান
ঘ. শেখ হাসিনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৬ সালের অস্ট্রেলিয়ান অপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. পেত্রা কেভিতোভা
খ. সেরেনা উইলিয়ামস
গ. মারিয়া শারাপোভা
ঘ. অ্যাঞ্জেলিকা কারবার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The expression ‘Grand slam’ is connected with:/গ্রান্ডস্লাম শব্দটি সম্পর্কিত—
ক. হকি(Hockey)
খ. টেনিস(Tennis)
গ. গেম অব কার্ডস(Game of Cards)
ঘ. রাগবি(Rugby)
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়
ক. ওয়ার্কস, বেইজিং
খ. ইডেন গার্ডেন, কোলকাতা
গ. আজটেক, মেক্সিকো
ঘ. মারাকানা, ব্রাজিল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রিও অলিম্পিক ২০১৬ অলিম্পিকের কততম আসর?
ক. ২৯তম
খ. ৩০তম
গ. ৩১তম
ঘ. ৩২তম
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-
ক. ১৯৮৩ সালে
খ. ১৯৮৪ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ একদিনেনর ক্রিকেট ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী-
ক. শচীন টেন্ডুলকার
খ. সাঈদ আনোয়ার
গ. অ্যাডাম গিলক্রিস্ট
ঘ. সনাৎ জয়সুরিয়া
ঙ. বিরেন্দর শেওয়াগ
উত্তরঃ ঙ
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম বাংলাদেশী সেঞ্চুরিয়ান কে?
ক. মুশফিকুর রহিম
খ. তামিম ইকবাল খান
গ. মাহমুদুল্লাহ রিয়াদ
ঘ. মেহেরাব হোসেন অপি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অ্যাবেল পুরস্কার’ নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক. পদার্থবিজ্ঞান
খ. ইতিহাস
গ. গণিত
ঘ. অর্থনীতি
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়-
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলংকায়
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ On which playing field would you find ten pieces of wooden sticks not in the hand of any player?/ কোন খেলার মাঠে দশ টুকরা লাঠি থাকে কিন্তু তা কোন খেলোয়াড়ের হাতে থাকে না?
ক. Football
খ. Cricket pitch
গ. Basket ball
ঘ. Hocky
উত্তরঃ খ
প্রশ্নঃ What is the national game of USA?
ক. Tennis
খ. Cricket
গ. Baseball
ঘ. Swimming
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনে ওমেন’স সিঙ্গেল এ রানার আপ হন কে?
ক. Timea Bacsinszky
খ. Karolína Plíšková
গ. Jeļena Ostapenko
ঘ. Simona Halep
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১ অক্টোবর ২০১৬ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ কততম ম্যাচে ১০০তম জয় পায়?
ক. ৩১৬তম
খ. ৩১৫তম
গ. ৩১৪তম
ঘ. ৩১২তম
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
ক. ৮ জনু
খ. ৯ জনু
গ. ১১ জুন
ঘ. ১২ জুন
উত্তরঃ গ
প্রশ্নঃ ১২তম সাউথ এশিয়ান (SA) গেমসে ডিসিপ্লিন কতটি?
ক. ২৫টি
খ. ২২টি
গ. ২০টি
ঘ. ২৪টি
উত্তরঃ খ
প্রশ্নঃ আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের মাপ কত
ক. ৮০ গজ x ৬০ গজ
খ. ৯০ গজ x ৭০ গজ
গ. ১০০ গজ x ৬০ গজ
ঘ. ১১৫ গজ x ৭৫ গজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন সালে ফুটবল খেলার নিয়মাবলী লিপিবদ্ধ হয়?
ক. ১৮৪৮ সালে
খ. ১৯৫৮ সালে
গ. ১৮৪২ সালে
ঘ. ১৮৫২ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) ডাবল সেঞ্চুরি হয় কতটি?
ক. একটি
খ. তিনটি
গ. দুটি
ঘ. একটিও না
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনে ওমেন’স সিঙ্গেল এ চ্যাম্পিয়ন হন কে?
ক. Timea Bacsinszky
খ. Karolína Plíšková
গ. Jeļena Ostapenko
ঘ. Simona Halep
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০ জুলাই ২০১৮
খ. ১৫ জুলাই ২০১৮
গ. ১২ জুলাই ২০১৮
ঘ. ১৪ জুলাই ২০১৮
উত্তরঃ খ
প্রশ্নঃ সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে বিষয়ে পুরস্কার দিয়ে যাননি-
ক. শান্তি
খ. চিকিৎসা
গ. পদার্থবিদ্যা
ঘ. অর্থনীতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুষ্টিযোদ্ধা মোহম্মদ আলী বর্তমানে এই রোগে কাতর
ক. হৃদরোগ
খ. এইডস
গ. পারকিনসনস
ঘ. ম্যালেরিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ US president Barack Obama won the Nobel Prize for-/ কিসের জন্য যুক্তরাষ্ট্রের বারাক ওবামা নোবেল পুরস্কার লাভ করেন?
ক. International Affairs
খ. Leadership
গ. Peace
ঘ. Economics
উত্তরঃ গ
প্রশ্নঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কোন বোলার সর্বাধিক উইকেট লাভ করেন?
ক. কপিল দেব
খ. ওয়াসিম আকরাম
গ. ব্রেট লি
ঘ. উক্ত তিনজনের কেউ নন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় কে?
ক. Stan Wawrinka
খ. Andy Murray
গ. Rafael Nadal
ঘ. Novak Djokovic
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)