আন্তর্জাতিক বিষয়াবলী-৪৬

প্রশ্নঃ The famous footballer ‘Pele’ comes from:/ বিখ্যাত ফুটবলার ‘পেলের’ জন্ম হয়-
ক. আর্জেন্টিনা(Argentina)
খ. ব্রাজিল(Brazil)
গ. ইতালি(Italy)
ঘ. উরুগুয়ে(Uruguay)
উত্তরঃ খ

প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রতিষ্ঠিাতা আলফ্রেড নোবেলের আবিস্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়?
ক. সৃষ্টির কাজে
খ. ধ্বংসের জন্য
গ. শিল্প উন্নয়নের জন্য
ঘ. যোগাযোগের জন্য
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন ক্রিকেটার ‘অক্সফোর্ড ব্লু’ ছিলেন?
ক. কপিল দেব
খ. জহির আব্বাস
গ. স্টিভ ওয়াহ
ঘ. ইমরান খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুমো কি
ক. সোমালিয়ান মুদ্রা
খ. জাপানি কুস্তি
গ. চীনা পানীয়
ঘ. আফ্রিকার উপজাতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৬ সালের আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কে?
ক. জাসপ্রিত বুমরা (ভারত)
খ. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
গ. কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা)
ঘ. মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০২২ সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
ক. টোকিও (জাপান)
খ. বেইজিং (চীন)
গ. এথেন্স (গ্রিস)
ঘ. লন্ডন (যুক্তরাজ্য)
উত্তরঃ খ

প্রশ্নঃ দাবা খেলার উৎপত্তি হয়েছে-
ক. ভারত
খ. চীনে
গ. রাশিয়া
ঘ. সুইডেন
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) রানার্স আপ কোন দেশ?
ক. ভারত
খ. নিউজিল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. দক্ষিন আফ্রিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ কাতারে অনুষ্ঠিত ২২তম বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে–
ক. ২২ ডিসেম্বর ২০২২
খ. ১৮ ডিসেম্বর ২০২২
গ. ১৬ ডিসেম্বর ২০২২
ঘ. ২০ ডিসেম্বর ২০২২
উত্তরঃ খ

প্রশ্নঃ ইয়াংকি স্টেডিয়াম যে খেলার জন্য বিখ্যাত
ক. বক্সিং
খ. রাগবি
গ. সাঁতার
ঘ. ক্রিকেট
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট টেস্ট ভেন্যু কোনটি?
ক. মেলবোর্ন
খ. শারজাহ্
গ. ইডেন গার্ডেন
ঘ. সিংহলজিস
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৯৯ সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
ক. আর কে নারায়ণ
খ. অরুন্ধতী রায়
গ. হারমান হেস
ঘ. গুন্টার গ্রাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রিকেট খেলার পরিচালনাকারীর নাম-
ক. রেফারি
খ. কোচ
গ. আম্পায়ার
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?
ক. লন্ডন
খ. বার্লিন
গ. ব্রাজিল
ঘ. আর্জেন্টিনা
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করে কে?
ক. ক্রিস গেইল
খ. রোহিত শর্মা
গ. এ বি ডি ভিলিয়ার্স
ঘ. বিরেন্দর শেওয়াগ
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবেঃ
ক. দুবাই
খ. সিউল
গ. কাতার
ঘ. বার্লিন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘প্যারা অলিম্পিক’ কাদের জন্য আয়োজন করা হয়?
ক. পুরুষদের জন্য
খ. মহিলাদের জন্য
গ. শিশুদের জন্য
ঘ. প্রতিবন্ধীদের জন্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নোবেল পুরস্কার ২০১৭ অনুযায়ী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী—
ক. Michael W. Young
খ. Michael Rosbash
গ. Jeffrey C. Hall
ঘ. All of them
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুইমিংপুলের লেনের চওড়া কত?
ক. ৩.৫ মিটার
খ. ২.৭৫ মিটার
গ. ৩ মিটার
ঘ. ২.৫ মিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নোবেল বিজয়ী বাঙ্গালী জ্ঞান সাধকের সংখ্যা কত?
ক. ৫
খ. ৪
গ. ৩
ঘ. ২
উত্তরঃ গ

প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়া প্রথম ব্যাক্তি কে?
ক. হাসান তিল্কারত্নে
খ. ডেনিস লিলি
গ. রমিজ রাজা
ঘ. কপিল দেব
উত্তরঃ গ

প্রশ্নঃ অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক (১৩টি) পদকজয়ী কে?
ক. Niccolò Campriani
খ. Madison Wilson
গ. Anthony Ervin
ঘ. Michael Phelps
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Free Style, Brest Strokes, Crawl-/-এ শব্দগুলো নিচের কোন খেলার সাথে জড়িত?
ক. হকি
খ. সুইমিং
গ. গলফ
ঘ. ব্যাডমিন্টন
উত্তরঃ খ

প্রশ্নঃ Wimbledon is famous for:/ উইম্বলডন বিখ্যাত—
ক. Golf Championships
খ. Lawn Tennis Championships
গ. Horse Racing
ঘ. Table Tennis Championships
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) ম্যান অব দ্য ফাইনাল কে?
ক. মার্টিন গাপটিল
খ. ব্রেন্ডন মাককালাম
গ. মিচেল স্টার্ক
ঘ. জেমস ফকনার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টোয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি কে করেন?
ক. আশরাফুল
খ. সনাৎ জয়সুরিয়া
গ. যুবরাজ সিং
ঘ. শহীদ আফ্রিদি
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকা
খ. নয়াদিল্লি
গ. কলম্বো
ঘ. কাঠমান্ডু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন কে?
ক. ক্লাইভ লয়েড
খ. ডিভ রিচার্ড
গ. অমর নাথ
ঘ. ডেভিড বুন
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক টি-টোয়ান্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে শততম ম্যাচ খেলে কোন দল?
ক. ইংল্যান্ড
খ. অস্ট্রেলিয়া
গ. ভারত
ঘ. পাকিস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৫ সালের বঙ্গীয় সাহিত্য পরিষৎ পুরস্কার লাভ করেন কে?
ক. ড. জিয়াউর রহমান
খ. ড. হাফিজুর রহমান
গ. ড. জহিরুল ইসলাম
ঘ. ড. মুনতাসীর মামুন
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!