Washington DC তে DC বলতে কি বুঝেন?

যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দেশের প্রকৃত রাজধানী ছাড়াও প্রতিটি অঙ্গরাজ্যেরও একটি করে রাজধানী থাকে। ১৭৯১ সালে যখন “সিটি অফ ওয়াশিংটন” কে রাজধানী করা হলো তখন তার মূল অঙ্গরাজ্যের নাম ছিল “কলম্বিয়া”। অর্থাৎ কলম্বিয়া রাজ্যের রাজধানী ওয়াশিংটন কে পুরো দেশের রাজনীতি নাম দেয়া হয়েছিল। আর এই “কলম্বিয়া” শব্দটি আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতীকী কাব্যিক নাম।

মার্কিন যুক্তরাষ্ট্রে “কলম্বিয়া” শব্দকে “কলম্বাস” শব্দের feminine gender হিসেবে বিবেচনা করা হয়। (যেমন আমরা বলি বঙ্গভূমি বা বাংলা মাতৃকা)। মার্কিন কবি সাহিত্যিকরা এক সময় তাদের লেখায় এমনটা ব্যবহার করতো। মূলত ধারণা করা হয় ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করার পর থেকেই এই সংস্কৃতি ধীরে ধীরে গড়ে উঠতে থাকে।

মার্কিনীরা একটি লেডি অবয়ব-কে কলম্বিয়া বলে বিবেচনা করে। তার প্রমাণও বিদ্যমান, যেমন আজকের statue of liberty-এর অবয়ব সেই কলম্বিয়া লেডির। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, স্কুল কলেজের নামের সাথেও জড়িয়ে আছে এই কলম্বিয়া শব্দটি। যেমন University of Columbia। সুতরাং বলা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা জর্জ ওয়াশিংটন এবং আমেরিকা মহাদেশের আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস এর নাম দ্বয়ের সমন্বয়েই আজকের Washington DC

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top