সংখ্যা দিয়ে ২১ কে মনে রাখুন

০১। শহীদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস => ২১ ফেব্রুয়ারি।

০২। আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস => ২১ মার্চ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। বিশ্ব শান্তি দিবস => ২১ সেপ্টেম্বর।

০৪। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় => ২১ নভেম্বর।

০৫। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স => ২১ বছর।

০৬। উৎসব অনুষ্ঠানে রণ সঙ্গীত বাজানো হয় => ২১ চরণ/লাইন।

০৭। সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) এর বিচারক সংখ্যা => ২১ জন।

০৮। লালমাই পাহাড়ের গড় উচ্চতা => ২১ মিটার।

০৯। বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা => ২১ টি।

১০। উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে => ২১ জুন।

১১। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান => ২১ মার্চ।

১২। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন => ২১ জুন।

১৩। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশী দূরত্ব হয় => ২১ জুন।

১৪। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন => ২১ জুন।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!