Hello, my name is
Alamin Islam
Founder of amarStudy ; Dhanmondi, Dhaka, BD
Working to create an open platform for Bangladeshi students that helps them with their learning resources, guidelines, and other needs.

Featured Posts:
Recently Published:
আন্তর্জাতিক নদ নদী বিষয়ক তথ্য
০১। নাইজার নদী কোথায় পতিত হয়েছে? দিনি উপসাগরে।০২। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি-মিসৌরী (৬০২০ কিমি)০৩। নদীর পানি প্রবাহ পরিমাপের একক কি? কিউসেফ।০৪। উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী
বাংলাদেশের ভূ-প্রকৃতি
০১। ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?উঃ ৩ ভাগে।ক) পাহাড়ি এলাকা খ) সোপান অঞ্চল গ) প্লাবন ভূমি। ০২। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?উঃ ময়মনসিংহ
বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা
বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি ১ম অধ্যায়: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০): ০১। ভারতবর্ষে বৃটিশ শাসনের অবসান হয়?— ১৯৪৭ সালের ১৪ অগাস্ট রাতে০২।
বিশ্বের কিছু আলোচিত উপজাতি
বিশ্বের কিছু আলোচিত উপজাতি যেমনঃ শিয়া, সুন্নি , হুতি , উইঘুর , তাতারী , মাউরি , জুলু ,পিগমি ইত্যাদি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ ০১।
বিভিন্ন চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর
০১। বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর Comprehensive Nuclear Test Ban Treaty (CTBT) তে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৮ মার্চ চুক্তিটি অনুমােদন করে। (সূত্রঃ www.ctbto.org)।
বৃত্ত সম্পর্কিত কিছু ধারণা
০১। একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোন বৃত্ত আকা যায়না।০২। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ৩টি বৃত্ত আকা যায়।০৩। একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
০১। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়? উত্তরঃ ১৯৯৩ সালে।০২। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে? উত্তরঃ ১৯৯৬ সালে।০৩। বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়? উত্তরঃ ২০ জুলাই, ১৯৭১ সাল।০৪। বাংলাদেশের
কবি ও সাহিত্যেকদের প্রথম গ্রন্থ
০১। প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস? উত্তরঃ আলালের ঘরের দুলাল ১৮৫৮ সাল।০২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর প্রথম অনুবাদ গ্রন্থ? উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি, ১৮৪৭ সাল।০৩। রাজা রামমোহন রায়-এর প্রথম প্রবন্ধ
শুদ্ধ বানান
কিছু কিছু শব্দের বানান প্রায়ই আসে, তাই এগুলো খুব সতর্ক তার সাথে দেখা জরুরী : ০১। অতিথি০২। অত্যন্ত০৩। অধ্যয়ন০৪। অধ্যবসায়০৫। অহোরাত্র ০৬। অন্তর্ভুক্ত০৭। আইনজীবী০৮। আকাঙক্ষা০৯।
কবি সাহিত্যিকদের উৎসর্গকর্ম
০১। বসন্ত >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> কাজী নজরুল ইসলামকে। ০২। তাসের দেশ >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> নেতাজি সুভাষ চন্দ্রকে।
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-০৯
০১। বর্তমানে স্মার্টফোন ব্যবহারে শীর্ষদেশ কোনটি?= চীন ০২। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলেযোগদান করে কবে?= ২০০৬ সালের মে মাসে ০৩। বিশ্বগ্রাম এর জনক কে?= মার্শাল ম্যাকলুহান ০৪।
গুপ্ত বংশ – প্রাক সুলতানী আমল
০১। প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?উত্তরঃ ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত) । ০২। প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?উত্তরঃ ৩২০ খ্রিঃ পূর্বাব্দে। ০৩। প্রশ্ন: সমূদ্রগুপ্তের পিতা কে ছিলেন?উত্তরঃ ১ম চন্দ্রগুপ্ত। ০৪। প্রশ্ন: মহাকবি কালিদাস