কবি সাহিত্যিকদের উৎসর্গকর্ম

০১। বসন্ত >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> কাজী নজরুল ইসলামকে।

০২। তাসের দেশ >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> নেতাজি সুভাষ চন্দ্রকে।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। কালের যাত্রা >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> শরৎচন্দ্র চট্টোপ্যাধায়কে।

০৪। চার অধ্যায় >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> কারাবন্দীদের।

০৫। পূরবী >>> রবীন্দ্রনাথ ঠাকুর >>> উৎসর্গ করেন >>> ভিক্টোরিয়া ওকম্পা ।

০৬। সঞ্চিতা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> রবীন্দ্রনাথ ঠাকুরকে।

০৭। ছায়ানট >>> কাজী নজরুল ইসলাম >>>উৎসর্গ করেন >>> মুজাফফর আহম্মদকে।

০৮। অগ্নিবীণা >>>কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> বারীন ঘোষকে।

০৯। চিত্তনামা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> বাসন্তী দেবীকে।

১০। সর্বহারা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>>বিরজা সুন্দরীকে।

১১। সন্ধ্যা >>> কাজী নজরুল ইসলাম >>> উৎসর্গ করেন >>> মাদারীপুরের শান্তি সেনা ও বীর সেনাদেরকে।

১২। বসন্তকুমারী >>> মীর মশাররফ হোসেন >>> উৎসর্গ করেন >>> নবাব আব্দুল লতিফকে।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!