বাংলাদেশ বিষয়াবলী-১০০

প্রশ্নঃ গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?
ক. ভৈরব
খ. মেঘনা
গ. রূপসা
ঘ. সুরমা
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?
ক. সন্দীপ, চট্টগ্রাম
খ. হাতিয়া, নোয়াখালী
গ. ময়নামতি, কুমিল্লা
ঘ. ফুলগাজি, ফেনী
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত –
ক. রামু
খ. হাকালুকি
গ. সীতাকুণ্ড
ঘ. হিমছড়ি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?
ক. সুনামগঞ্জ
খ. হবিগঞ্জ
গ. টাঙ্গাইল
ঘ. সিলেট
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে –
ক. বরাক, তুইভাই
খ. সুরমা, কুশিয়ারা
গ. খোয়াই, কুশিয়ারা
ঘ. সুরমা, বরাক
উত্তরঃ ক

প্রশ্নঃ সেন্টমাটিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
উত্তরঃ ক

প্রশ্নঃ The river Padma enters Bangladesh through –
ক. Khulna
খ. Rajshahi
গ. Kushtia
ঘ. Dinajpur
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে ?
ক. জামালপুর
খ. কুড়িগ্রাম
গ. দেওয়ানগঞ্জ
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চেঙ্গী নদী’ কোন জেলায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. পটুয়াখালী
ঘ. সিলেট
উত্তরঃ খ

প্রশ্নঃ মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিঝুম দ্বীপের আয়তন কত?
ক. ৮০ বঃ মাঃ
খ. ৮২ বঃ মাঃ
গ. ৮৫ বঃ মাঃ
ঘ. ৯১ বঃ মাঃ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?
ক. সিলেট
খ. রাজশাহী-পাবনা
গ. ময়মনসিংহ
ঘ. যশোর-কুষ্টিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
ক. হাতিয়ায়
খ. সাতক্ষীরায়
গ. কক্সবাজারে
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
ক. কীর্তনখোলা
খ. মেঘনা
গ. আড়িয়াল খাঁ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ যশোর কোন নদীর তীরে অবস্থিত ?
ক. পশুর
খ. গড়াই
গ. কপোতাক্ষ
ঘ. যমুনা
উত্তরঃ গ

প্রশ্নঃ গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
ক. নেপালে জলাধার নির্মান
খ. গঙ্গা – ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
গ. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মান
ঘ. গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
উত্তরঃ ক

প্রশ্নঃ ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ?
ক. পদ্মা
খ. বুড়িগঙ্গা
গ. যমুনা
ঘ. মেঘনা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ খ

প্রশ্নঃ বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত ?
ক. নোয়াখালী
খ. ফেনী
গ. লালমনিরহাট
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি ?
ক. মেঘনা
খ. যমুনা
গ. পদ্মা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ ক

প্রশ্নঃ শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী ?
ক. মেঘনা
খ. ধলেশ্বরী
গ. পুরাতন ব্রহ্মপুত্র
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হালদা ভ্যালি’ কোথায় অবস্থিত ?
ক. রাঙ্গামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?
ক. দুবলার চর
খ. ময়নামতির চর
গ. জাহাইজ্জার চর
ঘ. চর জব্বার
উত্তরঃ গ

প্রশ্নঃ অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৮ ভাগে
উত্তরঃ ক

প্রশ্নঃ দক্ষিণ তালপট্টি দ্বীপের-অপর নাম কি ?
ক. কুতুবদিয়া
খ. সোনাদিয়া
গ. সন্দ্বীপ
ঘ. পূর্বাশা দ্বীপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সেন্টমার্টিন কি ধরনের দ্বীপ?
ক. ব-দ্বীপ
খ. প্রবাল দ্বীপ
গ. পাললিক দ্বীপ
ঘ. আগ্নেয় দ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. করতোয়া
খ. গঙ্গা
গ. ব্রহ্মপুত্র
ঘ. মহানন্দা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি ?
ক. গোমতী
খ. জিঞ্জিরাম
গ. নাফ
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত?
ক. হবিগঞ্জ
খ. সুনামগঞ্জ
গ. রাজশাহী
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চলন বিল কোথায় অবস্থিত?
ক. নাটোর
খ. নাটোর ও বগুড়া
গ. পাবনা ও নাটোর
ঘ. সিরাজগঞ্জ ও নাটোর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top