বাংলাদেশ বিষয়াবলী-১০০

প্রশ্নঃ গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?
ক. ভৈরব
খ. মেঘনা
গ. রূপসা
ঘ. সুরমা
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?
ক. সন্দীপ, চট্টগ্রাম
খ. হাতিয়া, নোয়াখালী
গ. ময়নামতি, কুমিল্লা
ঘ. ফুলগাজি, ফেনী
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশ উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত –
ক. রামু
খ. হাকালুকি
গ. সীতাকুণ্ড
ঘ. হিমছড়ি
উত্তরঃ গ

প্রশ্নঃ টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?
ক. সুনামগঞ্জ
খ. হবিগঞ্জ
গ. টাঙ্গাইল
ঘ. সিলেট
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে –
ক. বরাক, তুইভাই
খ. সুরমা, কুশিয়ারা
গ. খোয়াই, কুশিয়ারা
ঘ. সুরমা, বরাক
উত্তরঃ ক

প্রশ্নঃ সেন্টমাটিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
উত্তরঃ ক

প্রশ্নঃ The river Padma enters Bangladesh through –
ক. Khulna
খ. Rajshahi
গ. Kushtia
ঘ. Dinajpur
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে ?
ক. জামালপুর
খ. কুড়িগ্রাম
গ. দেওয়ানগঞ্জ
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চেঙ্গী নদী’ কোন জেলায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. পটুয়াখালী
ঘ. সিলেট
উত্তরঃ খ

প্রশ্নঃ মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিঝুম দ্বীপের আয়তন কত?
ক. ৮০ বঃ মাঃ
খ. ৮২ বঃ মাঃ
গ. ৮৫ বঃ মাঃ
ঘ. ৯১ বঃ মাঃ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?
ক. সিলেট
খ. রাজশাহী-পাবনা
গ. ময়মনসিংহ
ঘ. যশোর-কুষ্টিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
ক. হাতিয়ায়
খ. সাতক্ষীরায়
গ. কক্সবাজারে
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
ক. কীর্তনখোলা
খ. মেঘনা
গ. আড়িয়াল খাঁ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ যশোর কোন নদীর তীরে অবস্থিত ?
ক. পশুর
খ. গড়াই
গ. কপোতাক্ষ
ঘ. যমুনা
উত্তরঃ গ

প্রশ্নঃ গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
ক. নেপালে জলাধার নির্মান
খ. গঙ্গা – ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
গ. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মান
ঘ. গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
উত্তরঃ ক

প্রশ্নঃ ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ?
ক. পদ্মা
খ. বুড়িগঙ্গা
গ. যমুনা
ঘ. মেঘনা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ খ

প্রশ্নঃ বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত ?
ক. নোয়াখালী
খ. ফেনী
গ. লালমনিরহাট
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি ?
ক. মেঘনা
খ. যমুনা
গ. পদ্মা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ ক

প্রশ্নঃ শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী ?
ক. মেঘনা
খ. ধলেশ্বরী
গ. পুরাতন ব্রহ্মপুত্র
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হালদা ভ্যালি’ কোথায় অবস্থিত ?
ক. রাঙ্গামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?
ক. দুবলার চর
খ. ময়নামতির চর
গ. জাহাইজ্জার চর
ঘ. চর জব্বার
উত্তরঃ গ

প্রশ্নঃ অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৮ ভাগে
উত্তরঃ ক

প্রশ্নঃ দক্ষিণ তালপট্টি দ্বীপের-অপর নাম কি ?
ক. কুতুবদিয়া
খ. সোনাদিয়া
গ. সন্দ্বীপ
ঘ. পূর্বাশা দ্বীপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সেন্টমার্টিন কি ধরনের দ্বীপ?
ক. ব-দ্বীপ
খ. প্রবাল দ্বীপ
গ. পাললিক দ্বীপ
ঘ. আগ্নেয় দ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. করতোয়া
খ. গঙ্গা
গ. ব্রহ্মপুত্র
ঘ. মহানন্দা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি ?
ক. গোমতী
খ. জিঞ্জিরাম
গ. নাফ
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত?
ক. হবিগঞ্জ
খ. সুনামগঞ্জ
গ. রাজশাহী
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চলন বিল কোথায় অবস্থিত?
ক. নাটোর
খ. নাটোর ও বগুড়া
গ. পাবনা ও নাটোর
ঘ. সিরাজগঞ্জ ও নাটোর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!