বাংলাদেশ বিষয়াবলী-৬৭

প্রশ্নঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ পূর্ব এশিয়ার কোন শহরকে স্বাস্থ্যকর (Healthy City ) হিসেবে ঘোষণা করেছে ?
ক. ঢাকাকে
খ. খুলনাকে
গ. চট্টগ্রামকে
ঘ. রাজশাহীকে
উত্তরঃ গ

প্রশ্নঃ মাযদার হোসেন মামলার পরিনতি – (The final out come of Mazdar Hossain case is -)
ক. স্বাধীন নির্বাচন কমিশন (Independent Election Commission)
খ. প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা (Establishment of administrative Tribunal )
গ. বিচার বিভাগ পৃথকীকরণ (Separation of Judiciary)
ঘ. স্বাধীন দুর্নীতি দমন কমিশন (Independent anti Corruption Commission)
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ?
ক. খুলনা
খ. বরিশাল
গ. রাজশাহী
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ প্রস্তাবিত অষ্টম বিভাগ হচ্ছে কোনটি?
ক. কুমিল্লা
খ. জামালপুর
গ. বগুড়া
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে নৌ থানা রয়েছে –
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)- এর বৈঠকে কোন দুটি থানার অনুমোদন দেয়া হয়?
ক. কয়রা (খুলনা) ও কালিয়া (নড়াইল)
খ. মাধবদী (নরসিংদী) ও মহিপুর (পটুয়াখালী)
গ. বাঘা (রাজশাহী) ও পোরশা (নওগাঁ)
ঘ. কচুয়া (চাঁদপুর) ও ফুলগাজী (ফেনী)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা কোনটি?
ক. টেকনাফ
খ. মহেশখালী
গ. মংলা
ঘ. ভোলাসদর
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
ক. থানা
খ. উপজেলা
গ. গ্রাম সরকার
ঘ. ইউনিয়ন পরিষদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের বর্তমান (২০১৬) পদবি কি?
ক. কমান্ডার অব এয়ার
খ. চিফ অব এয়ার স্টাফ
গ. কমান্ডার ইন চিফ
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে সিটি এলাকায় ক্ষুদ্রতম প্রশাসনিক একক কি ? (The smallest administrative unit in the cities of Bangladesh is -)
ক. Upazilla
খ. Thana
গ. Ward
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের শাসনব্যবস্থার ধরন – (What is the present form of government in Bangladesh ?)
ক. Presidential
খ. Federal
গ. Parliamentry
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ নিম্ন আদালতে বিচারক নিয়োগের কার্যাবলী যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তা হলো –
ক. পাবলিক সার্ভিস কমিশন
খ. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
গ. জুডিসিয়াল সার্ভিস কমিশন
ঘ. সুপ্রিম কোর্টের আপীল বিভাগ
ঙ. বিচারক নিয়োগ সংক্রান্ত সংসদীয় কমিটি
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৪ সেপ্টেম্বর ২০১৫ কোন পৌরসভাটি সৃষ্টি করা হয়?
ক. ভাণ্ডারিয়া (পিরোজপুর)
খ. দেবীগঞ্জ (পঞ্চগড়)
গ. বাঙ্গারা (কুমিল্লা)
ঘ. চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর)
উত্তরঃ ক

প্রশ্নঃ চট্টগ্রামের কোন উপজেলাটি ভেঙ্গে কর্ণফুলী উপজেলা সৃষ্টি করা হয়?
ক. আনোয়ারা
খ. পটিয়া
গ. সন্দ্বীপ
ঘ. সাতকানিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড-এর বর্তমান নাম কী?
ক. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন একাডেমি
খ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন ইন্সটিটিউট
গ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন পরিদপ্তর
ঘ. বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাংবিধানিক ভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়—
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯৬ সালে
গ. ২০০১ সালে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা(আয়তনে) কোনটি ? (Which is the smallest district in Bangladesh ?)
ক. Jhalokathi
খ. Hobigonj
গ. Barguna
ঘ. Meherpur
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ২০১৫ সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশী অংশগ্রহণ করে?
ক. ১৫ জন
খ. ১২ জন
গ. ১৩ জন
ঘ. ১১ জন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? (Which is the most southern district in Bangladesh?)
ক. চট্টগ্রাম (Chittagong)
খ. ভোলা (Bhola)
গ. পটুয়াখালী (Patuakhali)
ঘ. কক্সবাজার (Cox’s Baazar)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ?
ক. আইন প্রনয়ন
খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা
গ. সংবিধানের ব্যাখ্যা প্রদান
ঘ. সরকারকে পরামর্শ দেয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হয়েছিল?
ক. ১৯৯২ সালে
খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ১৯৯০ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকা বিভাগের সংসদীয় আসন কতটি?
ক. ৬৫টি
খ. ৭৫টি
গ. ৭২টি
ঘ. ৭০টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে উপজেলা ব্যবস্থা চালু হয় কোন সালে?
ক. ১৯৮২
খ. ১৯৮৩
গ. ১৯৮৪
ঘ. ১৯৮৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে বিভাগের সংখ্যা কয়টি ?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা কত?
ক. ৮টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়তন কত?
ক. ১১০.১৯ বর্গ কিমি
খ. ১০৯.১৯ বর্গ কিমি
গ. ১০৮.১৯ বর্গ কিমি
ঘ. ১০৭.১৯ বর্গ কিমি
উত্তরঃ খ

প্রশ্নঃ White Paper কি ?
ক. এক ধরনের আইন
খ. সংবাদপত্র
গ. সাদা চিঠি
ঘ. সরকার কতৃক প্রকাশিত তথ্য বিবরণী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক কে?
ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. ড. এ আতিক রহমান
ঘ. মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের ৪৯০তম উপজেলার নাম কি?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. তালতলী (বরগুনা)
গ. ওসমানীনগর (সিলেট)
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ ক

প্রশ্নঃ র‍্যাব এর প্রথম মহাপরিচালক ছিলেন কে?
ক. বেনজীর আহমেদ
খ. আসাদুজ্জামান মিয়া
গ. মোখলেছুর রহমান
ঘ. আনয়ারুল ইকবাল
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top