বাংলাদেশ বিষয়াবলী-৬৬

প্রশ্নঃ মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে?
ক. তানভীর আহমেদ
খ. সৈয়দ মঈনুল হোসেন
গ. হামিদুজ্জামান খান
ঘ. নিতুন কুণ্ডু
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে জেলেহত্যা সংঘটিত হয় –
ক. ১৯৭৫ সালের ১৫ আগস্ট
খ. ১৯৭৫ সালের ৩ নভেম্বর
গ. ১৯৭৫ সালের ২৫ মার্চ
ঘ. ১৯৭৫ সালের ৯ ডিসেম্বর
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়-৭১’ কোথায় অবস্থিত?
ক. কৃষি বিশ্ববিদ্যালয়
খ. প্রকৌশল বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন ?
ক. নবাব কুতুব উদ্দিন
খ. নবাব হাফিজুর রহমান
গ. নবাব আব্দুল গণি
ঘ. নবাব আব্দুল লতিফ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
ক. আশি
খ. একাশি
গ. ষাট
ঘ. চৌষট্টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত?
ক. ৩ টি
খ. ৪ টি
গ. ৬ টি
ঘ. ৭ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ নভোথিয়েটারের স্থপতি কে ?
ক. আবদুল্লাহ খালেদ
খ. শামীম শিকদার
গ. আলী ইমাম
ঘ. কামরুল হাসান
উত্তরঃ গ

প্রশ্নঃ গুরুদুয়ারা নানকশাহী কোথায় অবস্থিত ?
ক. সিলেট বিশ্ববিদ্যালয়ে
খ. খুলনা বিশ্ববিদ্যালয়ে
গ. কুমিল্লা পল্লী একাডেমিতে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে নির্মিতব্য প্রথম হাইটেক পার্ক কোথায়?
ক. মহাখালী, ঢাকা
খ. টঙ্গী ,গাজীপুর
গ. কালিয়াকৈর , গাজীপুর
ঘ. আদমজী, নারায়ণগঞ্জ
উত্তরঃ গ

প্রশ্নঃ মিশুকের স্থপতি কে?
ক. মোস্তফা মনোয়ার
খ. হামিদুর রহমান
গ. শামীম শিকদার
ঘ. হামিদুজ্জামান খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
ক. ১৬ই ডিসেম্বর,১৯৭৯
খ. ২৬ই ডিসেম্বর,১৯৭৯
গ. ১লা জানুয়ারি, ১৯৮০
ঘ. ২১ শে ফেব্রুয়ারী,১৯৮০
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান –
ক. ময়নামতি
খ. কালুরঘাট
গ. কক্সবাজার
ঘ. সুন্দরবন
উত্তরঃ ক

প্রশ্নঃ হলুদ বিহার অবস্থিত –
ক. রাজশাহী
খ. দিনাজপুর
গ. রংপুর
ঘ. নওগাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জগদ্দল বিহার’ কোথায় অবস্থিত?
ক. বগুড়া জেলায়
খ. রাজশাহী জেলায়
গ. পাবনা জেলায়
ঘ. নওগাঁ জেলায়
উত্তরঃ ঘ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ:

প্রশ্নঃ প্রস্তাবিত বাংলাদেশের ৩২০তম পৌরসভা কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা
খ. রংপুর
গ. সিলেট
ঘ. পিরোজপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের সরকার পদ্ধতি –
ক. এককেন্দ্রিক
খ. রাজতন্ত্র
গ. যুক্তরাষ্ট্রীয়
ঘ. রাষ্ট্রপতিশাসিত
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের কোথায় প্রথম দেউলিয়া আদালত স্থাপন করা হয়?
ক. ঢাকায়
খ. বরিশালে
গ. চট্টগ্রামে
ঘ. রাজশাহীতে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা?
ক. লালমনিরহাট
খ. হিলি
গ. তেঁতুলিয়া
ঘ. ডোমার
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি ?
ক. ঢাকা
খ. মেহেরপুর
গ. রাঙ্গামাটি
ঘ. সিলেট
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি ?
ক. ৪
খ. ৮
গ. ১০
ঘ. ১১
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
ক. ৩ টি
খ. ৫ টি
গ. ৭ টি
ঘ. ৯ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সনের কোন মাসে–
ক. মার্চ
খ. মে
গ. এপ্রিল
ঘ. জুন
উত্তরঃ খ

প্রশ্নঃ যে বহুল আলোচিত মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচার বিভাগ পৃথকীকরনের জন্য নির্দেশনা প্রদান করেছেন সেটি হলো –
ক. মাজদার হোসেন বনাম বাংলাদেশ
খ. হালিমা খাতুন বনাম বাংলাদেশ
গ. আকবর হোসেন বনাম বাংলাদেশ
ঘ. আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ
ঙ. গোলাম রাব্বানী বনাম বাংলাদেশ
উত্তরঃ ক

প্রশ্নঃ ৯ জানুয়ারি ২০১৭ নিকার-এর ১১৩তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. তালতলী (বরগুনা)
গ. ওসমানীনগর (সিলেট)
ঘ. লালমাই (কুমিল্লা)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘প্যারোল’ অর্থ –
ক. মামলা বাতিল ও মুক্তি
খ. আদালতের আদেশে মুক্তি
গ. নির্বাহী আদেশে মুক্তি
ঘ. জামিনে মুক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ বিচার বিভাগের কাজ কি ?
ক. আইন প্রনয়ন
খ. বাজেট পাস
গ. দন্ড বিধান
ঘ. আইনসভা আহবান
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!