বাংলাদেশ বিষয়াবলী-৬৮

প্রশ্নঃ কর্ণফুলী উপজেলার আয়তন কত?
ক. ৫৭.৩৬ বর্গ কিমি
খ. ৫৬.৩৭ বর্গ কিমি
গ. ৫৫.৩৭ বর্গ কিমি
ঘ. ৫৪.৩৭ বর্গ কিমি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের ৩২৮তম পৌরসভার নাম কি?
ক. মেলান্দহ (জামালপুর)
খ. মুরাদনগর (কুমিল্লা)
গ. ডাসার (মাদারীপুর)
ঘ. তাড়াশ (সিরাজগঞ্জ)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ লালমাই উপজেলার আয়তন কত?
ক. ১৪৫.০৩ বর্গকিমি
খ. ১৪৮.৭৫ বর্গকিমি
গ. ১৫১.৫০ বর্গকিমি
ঘ. ১৪৭.০৩ বর্গকিমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৯ মে ২০১৬ NICAR-এর ১১২তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. তালতলী (বরগুনা)
গ. ওসমানীনগর (সিলেট)
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার পৃথকীকরণ হয় – (The Bangladesh judiciary was formally separated from the executive on -)
ক. 16 February 2008
খ. 1 November 2007
গ. 16 March 2007
ঘ. 16 April 2008
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দুটি বিভাগের সবগুলো জেলার সাথে সীমান্তবর্তী জেলা রয়েছে?
ক. ময়মনসিংহ ও রংপুর
খ. সিলেট ও রংপুর
গ. ময়মনসিংহ ও সিলেট
ঘ. খুলনা ও সিলেট
উত্তরঃ গ

প্রশ্নঃ কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়?
ক. ১৩ জন
খ. ১২ জন
গ. ৯ জন
ঘ. ১৫ জন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
ক. নওয়াবগঞ্জ
খ. নারায়ণগঞ্জ
গ. মেহেরপুর
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ খ

প্রশ্নঃ নতুন উপজেলা গঠনের জন্য নূন্যতম কতটি ইউনিয়ন থাকতে হবে?
ক. ৭-৮ টি
খ. ৫-৬ টি
গ. ৬-৭ টি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিচার বিভাগের কাজ নয় ?
ক. আইন প্রয়োগ
খ. আইনের ব্যাখ্যা
গ. সংবিধানের ব্যাখ্যা
ঘ. সংবিধান প্রণয়ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) চট্টগ্রাম জেলায় উপজেলার সংখ্যা কতটি?
ক. ১২টি
খ. ১৪টি
গ. ১৬টি
ঘ. ১৫টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)-এর ৫০তম থানার নাম কি?
ক. সায়েদাবাদ
খ. শ্যামবাজার
গ. বাংলাবাজার
ঘ. হাতিরঝিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা জেলায় ইউনিয়নের সংখ্যা কতটি?
ক. ৫২টি
খ. ৫৫টি
গ. ৬২টি
ঘ. ৬৫টি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না –
ক. বিবাহ বিচ্ছেদ
খ. নারী ও শিশু পাচার
গ. শিশু অভিভাবকত্ব
ঘ. দেন মোহর
উত্তরঃ খ

প্রশ্নঃ ২১তম মন্ত্রীপরিষদ সচীব কে?
ক. ড. এনামুল হক
খ. ড. আসাদুল করিম
গ. মোহাম্মদ শফিউল আলম
ঘ. ওপরের কেউ না
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের ৪৯২তম উপজেলার নাম কি?
ক. বকশীগঞ্জ (জামালপুর)
খ. শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
গ. ডাসার (জামালপুর)
ঘ. বেলপুকুর (রাজশাহী)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক. দিনাজপুরে
খ. ঠাকুরগাঁও
গ. লালমনিরহাট
ঘ. পঞ্চগড়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ( How many districts are in the division of Dhaka?)
ক. ১৫ টি
খ. ১৩ টি
গ. ১৪ টি
ঘ. ১২ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয় ?
ক. জেলা
খ. উপজেলা
গ. ইউনিয়ন
ঘ. বিভাগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের পল্লী অঞ্চলে নিম্নতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটি ?
ক. গ্রাম সরকার
খ. ইউনিয়ন পরিষদ
গ. পৌরসভা
ঘ. গ্রাম পঞ্চায়েত
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণে কোনটি অবস্থিত ?
ক. দক্ষিণ তালপট্টি
খ. সেন্টমার্টিন
গ. নিঝুম
ঘ. ভোলা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?
ক. প্রধানমন্ত্রী
খ. প্রধান বিচারপতি
গ. রাষ্ট্রপতি
ঘ. চীপ হুইফ
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা বিভাগে ইউনিয়নের সংখ্যা কতটি?
ক. ৯৩৬টি
খ. ৮৭৬টি
গ. ৬৫০টি
ঘ. ৭৮০টি
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা বিভাগের আয়তন কত?
ক. ২৭৬ বর্গ কিমি
খ. ২৭৪ বর্গ কিমি
গ. ২৭২ বর্গ কিমি
ঘ. ২৭০ বর্গ কিমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-এর প্রথম চেয়ারম্যান কে?
ক. লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ
খ. রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন
গ. রিয়াল এডমিরাল এম খালেদ ইকবাল
ঘ. ক্যাপ্টেন সাইদুর রহমান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. সাতগ্রাম
গ. মুজিবনগর
ঘ. চৌদ্দগ্রাম
উত্তরঃ ক

প্রশ্নঃ তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত কবে চালু হয় কবে?
ক. ১ জানুয়ারি, ২০০৮
খ. ১ জুলাই, ২০০৮
গ. ১ জানুয়ারি, ২০০৯
ঘ. ১ জুলাই,২০০৯
উত্তরঃ খ

প্রশ্নঃ পর্তুগালের “গণতন্ত্রের জনক” কে?
ক. মারিও সোয়ারেস
খ. মার্সেলো সিলভা
গ. মার্সোলো রেবেলো ডিসোসা
ঘ. অ্যান্তোনিও ডি অলিভেইরা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের থানা কোনটি?
ক. কালীগঞ্জ
খ. শ্যামনগর
গ. পাইকগাছা
ঘ. কয়রা
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে নভেম্বর (২০১৭) পর্যন্ত বাংলাদেশের মোট পৌরসভার সংখ্যা কতটি?
ক. ৩৩০টি
খ. ৩২৮টি
গ. ৩৩২টি
ঘ. ৩২৬টি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!