বাংলাদেশ বিষয়াবলী-২৭

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আয়কর কোন ধরনের কর –
ক. প্রত্যক্ষ
খ. পরোক্ষ
গ. বিক্রয় কর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সরকারী নোট হিসেবে পাঁচ টাকার নোট প্রথমে বাজারে ছাড়া হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ২৫ মে ২০১৬
গ. ৫ জুন ২০১৬
ঘ. ১০ জুন ২০১৬
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ ?
ক. উচ্চ আয়ের দেশ
খ. উচ্চ-মধ্যম আয়ের দেশ
গ. নিম্ন-মধ্য আয়ের দেশ
ঘ. নিম্ন আয়ের দেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কবে ওষুধ রপ্তানি শুরু করে?
ক. ১৯৯৫
খ. ১৯৯৪
গ. ১৯৯৩
ঘ. ১৯৯২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাথাপিছু গড় আয় পরিমাপের সূত্র কোনটি ? (Y=আয়; P=জনসংখ্যা)
ক. y=Y/P
খ. y=P/Y
গ. y=PxY
ঘ. y=Y/Y
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের বর্তমান (২০১৬) গভর্নর কে?
ক. ড. মোহাম্মদ ফরাসউদ্দীন
খ. মো. ফজলে কবির
গ. ড. সালেহউদ্দীন আহমেদ
ঘ. ড. আতিউর রহমান
উত্তরঃ খ

প্রশ্নঃ A tax return is a statement of –
ক. Earning and expenses
খ. Assets
গ. Wealth
ঘ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
ক. পেট্রাপোল
খ. কৃষ্ণনগড়
গ. ডাউকি
ঘ. মোহাদিপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯৫ সালে
খ. ১৯৯৬ সালে
গ. ১৯৯৮ সালে
ঘ. ২০০১ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে চালু পলিমার নোটটি মুদ্রতি –
ক. অস্ট্রেলিয়ায়
খ. ফ্রান্সে
গ. বাংলাদেশে
ঘ. লন্ডনে
উত্তরঃ ক

প্রশ্নঃ কর আদায়ের দায়িত্ব –
ক. রাজস্ব বোর্ডের
খ. বাংলাদেশ ব্যাংকের
গ. অর্থ মন্ত্রণালয়ের
ঘ. বাণিজ্যিক ব্যাংকের
উত্তরঃ ক

প্রশ্নঃ বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয় -(Commercial banks of Bangladesh are regulated by the provisions of -)
ক. Bank Companies Act 1991
খ. Companies Act 1994
গ. Bangladesh Bank Order 1977
ঘ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ ডেবিট কার্ড প্রদান করে –
ক. স্টক এক্সচেঞ্জ
খ. এ্যাম্বাসি
গ. এনবিআর
ঘ. ব্যাংক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি কোথায় অবস্থিত—
ক. চট্টগ্রামের হাটহাজারিতে
খ. ঢাকার সাভারে
গ. নারায়নগঞ্জের ফতুল্লায়
ঘ. রাঙামাটির চন্দ্রঘোনায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংকের নাম কি ? (What is the name of the first Islamic bank in Bangladesh ? )
ক. Islamic Bank
খ. National Bank
গ. Al Arafa Bank
ঘ. IFIC Bank
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সমাজতান্ত্রিক অর্থনৈতির বৈশিষ্ট্য নয় ?
ক. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
খ. কাজ অনুযায়ী বন্টন ও সামর্থ্য অনুযায়ী কাজ
গ. সুষম উন্নয়ন
ঘ. যৌথ সামাজিক মালিকানা
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশকে সর্ববৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি ? (Since the independence, which country has provided highest donation to Bangladesh ?)
ক. Japan
খ. USA
গ. U.K
ঘ. Kuwait
উত্তরঃ ক

প্রশ্নঃ Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন-
ক. যুক্তরাজ্যের
খ. যুক্তরাষ্ট্রের
গ. কানাডার
ঘ. ইউরোপিয়ান ইউনিয়নের
উত্তরঃ খ

প্রশ্নঃ জাপানের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হবে কোথায়?
ক. রুপপুর, নারায়ণগঞ্জ
খ. আড়াইহাজার, নারায়ণগঞ্জ
গ. লালমাই, কুমিল্লা
ঘ. সীতাকুণ্ড, চট্টগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রচলিত হয় নি ? (Which one is not issued by a commercial bank ?)
ক. L/C
খ. D/D
গ. PO
ঘ. B/L
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে চলুকৃত একমাত্র বিদেশী বীমা কোম্পানির বর্তমান নাম কি?
ক. মেটালাইফ
খ. মেটলাইফ
গ. মেটলাইফ আলিকো
ঘ. আলিকো মেটালাইফ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে কয়টি শেয়ার বাজার আছে ?(How many stock exchanges are there in Bangladesh ?)
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলা হয় ?
ক. শেয়ার
খ. স্টক
গ. ঋণপত্র
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Bank and Financial Institutions Division)-এর বর্তমান নাম কি?
ক. ব্যাংক ও বীমা বিভাগ
খ. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
গ. ব্যাংক ও বীমা অধিদপ্তর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে?
ক. আরব বাংলাদেশ ব্যাংক
খ. আই এফ আই সি ব্যাংক
গ. চার্টাড ব্যাংক
ঘ. পূবালী ব্যাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন চেকটির জন্য কোন হিসাবের প্রয়োজন হয় না ? (Cheque for which no account is needed ?)
ক. Bearer Cheque
খ. Crossed Cheque
গ. Traveller’s Cheque
ঘ. Order Cheque
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা কত?
ক. ৬২টি
খ. ৬৬টি
গ. ৬৪টি
ঘ. ৬০টি
উত্তরঃ গ

প্রশ্নঃ INCLUSIVE DEVELOPMENT INDEX (IDI) এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশর স্থান কত?
ক. প্রথম স্থান
খ. দ্বিতীয় স্থান
গ. তৃতীয় স্থান
ঘ. চতুর্থ স্থান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে কৃষি ঋণের প্রধান উৎস –
ক. গ্রাম্য মহাজন
খ. বাংলাদেশ ব্যাংক
গ. আত্নীয় স্বজন-বন্ধু বান্ধব
ঘ. সমবায় ঋণদান সমিতি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top