বাংলাদেশ বিষয়াবলী-২৭

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আয়কর কোন ধরনের কর –
ক. প্রত্যক্ষ
খ. পরোক্ষ
গ. বিক্রয় কর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সরকারী নোট হিসেবে পাঁচ টাকার নোট প্রথমে বাজারে ছাড়া হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ২৫ মে ২০১৬
গ. ৫ জুন ২০১৬
ঘ. ১০ জুন ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কি ধরনের দেশ ?
ক. উচ্চ আয়ের দেশ
খ. উচ্চ-মধ্যম আয়ের দেশ
গ. নিম্ন-মধ্য আয়ের দেশ
ঘ. নিম্ন আয়ের দেশ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কবে ওষুধ রপ্তানি শুরু করে?
ক. ১৯৯৫
খ. ১৯৯৪
গ. ১৯৯৩
ঘ. ১৯৯২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাথাপিছু গড় আয় পরিমাপের সূত্র কোনটি ? (Y=আয়; P=জনসংখ্যা)
ক. y=Y/P
খ. y=P/Y
গ. y=PxY
ঘ. y=Y/Y
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের বর্তমান (২০১৬) গভর্নর কে?
ক. ড. মোহাম্মদ ফরাসউদ্দীন
খ. মো. ফজলে কবির
গ. ড. সালেহউদ্দীন আহমেদ
ঘ. ড. আতিউর রহমান
উত্তরঃ খ

প্রশ্নঃ A tax return is a statement of –
ক. Earning and expenses
খ. Assets
গ. Wealth
ঘ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
ক. পেট্রাপোল
খ. কৃষ্ণনগড়
গ. ডাউকি
ঘ. মোহাদিপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯৫ সালে
খ. ১৯৯৬ সালে
গ. ১৯৯৮ সালে
ঘ. ২০০১ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে চালু পলিমার নোটটি মুদ্রতি –
ক. অস্ট্রেলিয়ায়
খ. ফ্রান্সে
গ. বাংলাদেশে
ঘ. লন্ডনে
উত্তরঃ ক

প্রশ্নঃ কর আদায়ের দায়িত্ব –
ক. রাজস্ব বোর্ডের
খ. বাংলাদেশ ব্যাংকের
গ. অর্থ মন্ত্রণালয়ের
ঘ. বাণিজ্যিক ব্যাংকের
উত্তরঃ ক

প্রশ্নঃ বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রিত হয় -(Commercial banks of Bangladesh are regulated by the provisions of -)
ক. Bank Companies Act 1991
খ. Companies Act 1994
গ. Bangladesh Bank Order 1977
ঘ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ ডেবিট কার্ড প্রদান করে –
ক. স্টক এক্সচেঞ্জ
খ. এ্যাম্বাসি
গ. এনবিআর
ঘ. ব্যাংক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি কোথায় অবস্থিত—
ক. চট্টগ্রামের হাটহাজারিতে
খ. ঢাকার সাভারে
গ. নারায়নগঞ্জের ফতুল্লায়
ঘ. রাঙামাটির চন্দ্রঘোনায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংকের নাম কি ? (What is the name of the first Islamic bank in Bangladesh ? )
ক. Islamic Bank
খ. National Bank
গ. Al Arafa Bank
ঘ. IFIC Bank
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি সমাজতান্ত্রিক অর্থনৈতির বৈশিষ্ট্য নয় ?
ক. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
খ. কাজ অনুযায়ী বন্টন ও সামর্থ্য অনুযায়ী কাজ
গ. সুষম উন্নয়ন
ঘ. যৌথ সামাজিক মালিকানা
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশকে সর্ববৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি ? (Since the independence, which country has provided highest donation to Bangladesh ?)
ক. Japan
খ. USA
গ. U.K
ঘ. Kuwait
উত্তরঃ ক

প্রশ্নঃ Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন-
ক. যুক্তরাজ্যের
খ. যুক্তরাষ্ট্রের
গ. কানাডার
ঘ. ইউরোপিয়ান ইউনিয়নের
উত্তরঃ খ

প্রশ্নঃ জাপানের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হবে কোথায়?
ক. রুপপুর, নারায়ণগঞ্জ
খ. আড়াইহাজার, নারায়ণগঞ্জ
গ. লালমাই, কুমিল্লা
ঘ. সীতাকুণ্ড, চট্টগ্রাম
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রচলিত হয় নি ? (Which one is not issued by a commercial bank ?)
ক. L/C
খ. D/D
গ. PO
ঘ. B/L
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে চলুকৃত একমাত্র বিদেশী বীমা কোম্পানির বর্তমান নাম কি?
ক. মেটালাইফ
খ. মেটলাইফ
গ. মেটলাইফ আলিকো
ঘ. আলিকো মেটালাইফ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে কয়টি শেয়ার বাজার আছে ?(How many stock exchanges are there in Bangladesh ?)
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলা হয় ?
ক. শেয়ার
খ. স্টক
গ. ঋণপত্র
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Bank and Financial Institutions Division)-এর বর্তমান নাম কি?
ক. ব্যাংক ও বীমা বিভাগ
খ. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
গ. ব্যাংক ও বীমা অধিদপ্তর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে?
ক. আরব বাংলাদেশ ব্যাংক
খ. আই এফ আই সি ব্যাংক
গ. চার্টাড ব্যাংক
ঘ. পূবালী ব্যাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন চেকটির জন্য কোন হিসাবের প্রয়োজন হয় না ? (Cheque for which no account is needed ?)
ক. Bearer Cheque
খ. Crossed Cheque
গ. Traveller’s Cheque
ঘ. Order Cheque
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা কত?
ক. ৬২টি
খ. ৬৬টি
গ. ৬৪টি
ঘ. ৬০টি
উত্তরঃ গ

প্রশ্নঃ INCLUSIVE DEVELOPMENT INDEX (IDI) এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশর স্থান কত?
ক. প্রথম স্থান
খ. দ্বিতীয় স্থান
গ. তৃতীয় স্থান
ঘ. চতুর্থ স্থান
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে কৃষি ঋণের প্রধান উৎস –
ক. গ্রাম্য মহাজন
খ. বাংলাদেশ ব্যাংক
গ. আত্নীয় স্বজন-বন্ধু বান্ধব
ঘ. সমবায় ঋণদান সমিতি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!