বাংলাদেশ বিষয়াবলী-২৮

প্রশ্নঃ দুই টাকার ব্যাংক নোটকে কবে সরকারী মুদ্রায় রূপান্তর করা হয়?
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৮৯ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ সরকারের ব্যাংকার কে ?(Which one is the banker of the Government of Bangladesh ?)
ক. Bangladesh Bank
খ. Agrani Bank
গ. Prime Bank
ঘ. BSB
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক কোনটি ?
ক. বাহরাইন ইসলামী ব্যাংক
খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
গ. কাতার ইসলামী ব্যাংক
ঘ. মিশরের মিটগামার ব্যাংক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের ৫০০ টাকার নোট ছাপানো হয় কথা থেকে ?
ক. যুক্তরাষ্ট্র
খ. ব্রিটেন
গ. জাপান
ঘ. জার্মানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয় -(It is not a function of Bangladesh Bank -)
ক. নোট প্রচলন করা (Issuing notes for the economy)
খ. বাট্টার হার নির্ধারণ (Determining the discount rate)
গ. আমানত গ্রহণ ও উদ্যেক্তাদের জন্য ঋণ মঞ্জুর করা (Receiving deposits and sanctioning loan to the entrepreneurs)
ঘ. বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ অর্থের পরিমান নির্ধারণ (Determining the Cash reserve requirements for commercial banks)
ঙ. বাংলাদেশ সরকারের ব্যাংকার হিসেবে কাজ করা (Acting as a banker to the govt. of Bangladesh)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে ভ্যাটের হার কত ? (What is the rate of Value Added Tax (VAT) applicable in Bangladesh ?)
ক. 7.5%
খ. 10%
গ. 12.5%
ঘ. 15%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের অর্থবছর–
ক. জুন-মে
খ. জুলাই-জুন
গ. আগস্ট-জুলাই
ঘ. এপ্রিল-মার্চ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের যমুনা নদীর বালু কোন দেশে রপ্তানি হবে?
ক. মঙ্গোলিয়া ও কাতার
খ. সিঙ্গাপুর ও মালদ্বীপ
গ. ইন্দোনেশিয়া ও শ্রীলংকা
ঘ. পূর্ব তিমুর ও থাইল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশ অধিকার পেয়েছে?
ক. যুক্তরাষ্ট্র
খ. কানাডা
গ. জাপান
ঘ. চীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?
ক. দুই টাকার মুদ্রা
খ. ৫ টাকার মুদ্রা
গ. ১০ টাকার
ঘ. ৫০ টাকার
উত্তরঃ ক

প্রশ্নঃ কর্মসংস্থান ব্যাংকের ঋণ দেয়ার উদ্দেশ্য –
ক. আত্নকর্মসংস্থান সৃষ্টি করা
খ. শিল্পে বিনিয়োগ করা
গ. সমবায় আন্দোলন ত্বরান্বিত করা
ঘ. বেকার সমস্যার সমাধান করা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৮২ সালে
ঘ. ১৯৭২ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি?
ক. পদ্মা ব্যাংক লিমিটেড
খ. নিরাপত্তা ব্যাংক লিমিটেড
গ. মেরিটাইম ব্যাংক লিমিটেড
ঘ. সীমান্ত ব্যাংক লিমিটেড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যাংকের কাজ নয় – (Bank’s functions do not include -)
ক. ঋণদান (Giving loans)
খ. আমানত গ্রহণ (Acceptance of Deposit)
গ. বাণিজ্য (Trading)
ঘ. অর্থের স্থানান্তর (Transfer of funds)
উত্তরঃ গ

প্রশ্নঃ আনুষ্ঠানিকভাবে পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপের (PPP) কার্যক্রম শুরু হয়—
ক. ১৫ মার্চ ২০১৩
খ. ১৫ মার্চ ২০১১
গ. ১৫ এপ্রিল ২০১২
ঘ. ১৫ মার্চ ২০১২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে স্থানে শেয়ার এবং সিকিউরিটিজ বিক্রি হয় ? (A place where secondary shares and securities are traded is -)
ক. Bangladesh Bank
খ. Securities and Exchange Commission
গ. First Security Bank
ঘ. Stock Exchange
ঙ. Foreign Exchange Branch
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি কি ?
ক. মহাপরিচালক
খ. ব্যবস্থাপনা পরিচালক
গ. গর্ভনর
ঘ. নির্বাহী পরিচালক
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-
ক. ভারত থেকে
খ. চীন থেকে
গ. জাপান থেকে
ঘ. সিংগাপুর থেকে
উত্তরঃ খ

প্রশ্নঃ মুদ্রাবাজার হল -(Money market is a -)
ক. স্বল্প মেয়াদী তহবিলের বাজার (Market for short term fund)
খ. দীর্ঘমেয়াদী তহবিলের বাজার (Market for long term fund)
গ. সিকিউরিটিজের বাজার (Market for risky securities)
ঘ. বেশি তহবিলের বাজার (Market for huge fund)
ঙ. ঝুকিমুক্ত সম্পদের বাজার (Market for risk free assets)
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কে (ইপিজেড) কৃষিভিত্তিক হিসেবে গণ্য করা হয় ?
ক. উত্তরা
খ. কুমিল্লা
গ. বাগেরহাট
ঘ. ঈস্বরদী
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাংকের প্রত্যয়পত্র ব্যবহৃত হয় – (Letter of Credit (LC) is a banking instrument used for -)
ক. আমদানি-রপ্তানি (Export-Import)
খ. বৈদেশিক মুদ্রা (Foreign remittance )
গ. স্থানীয়ভাবে অর্থের স্থানান্তর (Local money transfer )
ঘ. দেশীয় ব্যবসা-বাণিজ্যে (Local trading)
উত্তরঃ ক

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) কোন দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি হয়?
ক. মায়ানমার
খ. শ্রীলংকা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জাপান
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন ব্যাংকটি সরকারী ও বেসরকারী যৌথ মালিকানাভূক্ত?
ক. সোনালী ব্যাংক
খ. রূপালী ব্যাংক
গ. কৃষি ব্যাংক
ঘ. শাহজালাল ব্যাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রতি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো –
ক. নিট দেশজ উৎপাদন
খ. মোট দেশজ উৎপাদন
গ. মোট জাতীয় উৎপাদন
ঘ. নিট জাতীয় উৎপাদন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বিশেষায়িত ব্যাংক নয় ?
ক. বাংলাদেশ কৃষি ব্যাংক
খ. বাংলাদেশ গ্রামীণ ব্যাংক
গ. বাংলাদেশ শিল্প ব্যাংক
ঘ. ইসলামী ব্যাংক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশী টাকার কোড –
ক. BDTK
খ. BDT
গ. BTK
ঘ. BTBT
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত ?
ক. ঢাকা
খ. সাভার
গ. গাজীপুর
ঘ. টঙ্গী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল –
ক. কুমিল্লা
খ. সাভার
গ. চট্টগ্রাম
ঘ. ঈশ্বরদী
উত্তরঃ গ

প্রশ্নঃ ইংরেজী Enterpreneur শব্দের অর্থ –
ক. উদ্যেক্তা
খ. প্রতিষ্ঠান
গ. শ্রম
ঘ. মূলধন
উত্তরঃ ক

প্রশ্নঃ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় যথাক্রমে – (Stock Exchange of Dhaka and Chittagong were established respectively in -)
ক. 1972 and 1998
খ. 1955 and 1994
গ. 1954 and 1995
ঘ. 1976 and 1999
ঙ. 1956 and 1996
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!