বাংলাদেশ বিষয়াবলী-১৪

প্রশ্নঃ বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় –
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৫৬ সালে
গ. ১৮৬০ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন ?
ক. শেখ মুজিবুর রহমান
খ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
গ. শামসুল হক
ঘ. আবুল হাসিম
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত –
ক. চকবাজারে
খ. সদরঘাটে
গ. লালবাগ
ঘ. ইসলামপুর
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ক

প্রশ্নঃ তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
ক. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
খ. রেডিও পাকিস্থান,চট্টগ্রাম
গ. চট্টগ্রাম বেতার কেন্দ্র
ঘ. কালুরঘাট বেতারকেন্দ্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. খালিদ বিন ওয়ালিদ
গ. মুহাম্মদ বিন কাসেম
ঘ. তারিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
ক. পাল বংশ
খ. সেন বংশ
গ. ভূইয়া বংশ
ঘ. গুপ্ত বংশ
উত্তরঃ ক

প্রশ্নঃ কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ আর্যভট্ট কোন যুগের বিজ্ঞানী ছিলেন?
ক. সুলতানি
খ. মুঘল
গ. গুপ্ত
ঘ. মৌর্য
উত্তরঃ গ

প্রশ্নঃ ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন ?
ক. চতুর্দশ
খ. পঞ্চদশ
গ. ষষ্টদশ
ঘ. অষ্টাদশ
উত্তরঃ ক

প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন –
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলানা আবুল কালাম আজাদ
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টোডরমেলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত?
ক. ধর্মীয়
খ. সামরিক
গ. রাজস্ব
ঘ. সামাজিক
উত্তরঃ গ

প্রশ্নঃ বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কণ্যা’এর চিত্রকর কে?
ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. এস এম সুলতান
ঘ. রফিকুন্নবী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
ক. পলাশীর যুদ্ধ
খ. পানিপথের যুদ্ধ
গ. বক্সারের যুদ্ধ
ঘ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
উত্তরঃ ক

প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় –
ক. ১৬০৮ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৬০০ সালে
ঘ. ১৬৫২ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?
ক. মুর্শিদাবাদ
খ. রাজশাহী
গ. চট্টগ্রাম
ঘ. মেদিনীপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ক. ইসলাম খান
খ. রাজা মানসিংহ
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক. এটলি
খ. চার্চিল
গ. ডিজরেইলি
ঘ. গ্লাডস্টোন
উত্তরঃ ক

প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
ক. যুগ্ম সম্পাদক
খ. সম্পাদক
গ. সহ-সভাপতি
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ছিয়াওরের মন্বন্তর’ বাংলা কোন সনে হয়েছিল ?
ক. ১০৭৬ সনে
খ. ১৩৭৬ সনে
গ. ১১৭৬ সনে
ঘ. ১২৭৬ সনে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত?
ক. মৌর্যযুগ
খ. শুঙ্গযুগ
গ. কুষাণযুগ
ঘ. গুপ্তযুগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বুলবুল-ই-হিন্দ’ কাকে বলা হয়?
ক. তানসেনকে
খ. আমীর খসরুকে
গ. আবুল ফজলকে
ঘ. গালিবকে
উত্তরঃ ক

প্রশ্নঃ শাহজাহানের কনিষ্ঠ পুত্র –
ক. দারা
খ. মুরাদ
গ. সুজা
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক –
ক. লর্ড কার্জন
খ. লর্ড রিপন
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড লিটন
উত্তরঃ খ

প্রশ্নঃ পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
ক. ১৯৪৭
খ. ১৯৬২
গ. ১৯৫৬
ঘ. ১৯৫২
ঙ. ১৯৪৯
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের গৃহিত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয় ?
ক. ১৯৫০
খ. ১৯৫১
গ. ১৯৫২
ঘ. ১৯৬১
উত্তরঃ ক

প্রশ্নঃ চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন ?
ক. ২০১-২১০ খ্রিষ্টাব্দ
খ. ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
গ. ৭০২-৭০৮ খ্রিষ্টাব্দ
ঘ. ৯০৫-৯১৪ খ্রিষ্টাব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল?
ক. মেদিনীপুরে
খ. ব্যারাকপুরে
গ. চট্টগ্রামে
ঘ. আন্দামানেঙ .কুমিল্লায়
উত্তরঃ গ

প্রশ্নঃ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
ক. ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
গ. ভাগিরথী নদীর পশ্চিম তীরে
ঘ. আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে?
ক. বলভভাই প্যাটেল
খ. অরবিন্দ ঘোষ
গ. হাজী শরীয়তউল্লাহ
ঘ. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top