বাংলাদেশ বিষয়াবলী-১৫

প্রশ্নঃ বাংলায় স্বাধীন সুলতান কে ছিলেন ?
ক. ফখরুদ্দিন ইলিয়াস শাহ্‌
খ. ফখরুদ্দিন মোবারক শাহ্‌
গ. ফকরুদ্দিন জহির শাহ্‌
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ খ

প্রশ্নঃ রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে,মহীরুহে পরিনত হয় –
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫১ সালে
ঘ. ১৯৫২ সালে
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন ব্যক্তি বাংলাদেশকে ‘ধনসম্পদপুর্ন নরক’ বলে অভিহিত করেন?
ক. ফা-হিয়েন
খ. ইবনে বতুতা
গ. হিউয়েন সাং
ঘ. ইবনে খলদুন
উত্তরঃ খ

প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় –
ক. ১৯৫৪
খ. ১৯৫৬
গ. ১৯৫৭
ঘ. ১৯৬১
উত্তরঃ গ

প্রশ্নঃ ৭ মার্চ ১৯৭১ বিখ্যাত কেন ?
ক. শের-ই বাংলার ভাষণ
খ. সোহরাওয়ার্দীর ভাষণ
গ. মাওলানা ভাষানীর ভাষণ
ঘ. বঙ্গবন্ধুর ভাষণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত –
ক. র‍্যাডক্লিফ কমিশন
খ. সাইমন কমিশন
গ. লরেন্স কমিশন
ঘ. ম্যাকডোনাল্ড কমিশন
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন –
ক. রাজা কনিস্ক
খ. বিক্রমাদিত্য
গ. চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ. রাজা শশাংক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলার প্রথম সুবাদার কে ছিলেন ?
ক. মীর জুমলা
খ. ইসলাম খান
গ. মান সিংহ
ঘ. শায়েস্তা খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ?
ক. শের শাহ
খ. আকবর
গ. জাহাঙ্গীর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক

প্রশ্নঃ মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. বৈরাম খাঁ
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে?
ক. হর্ষবর্ধন
খ. শশাঙ্ক
গ. গোপাল
ঘ. লক্ষণ সেন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ

প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় –
ক. ২২ ফেব্রুয়ারী,১৯৬৯
খ. ২০ মার্চ,১৯৬৮
গ. ১৮ ফেব্রুয়ারী,১৯৭০
ঘ. ৫ ডিসেম্ব্র,১৯৬৮
উত্তরঃ ক

প্রশ্নঃ যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও মযূর সিংহাসন লুট করেন –
ক. আহমদ শাহ্‌ আবদালি
খ. নাদির শাহ্‌
গ. দ্বিতীয় শাহ্‌ আব্বাস
ঘ. সুলতান মাহমুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,তাঁর নাম-
ক. রাজা ত্রিদিব রায়
খ. রাজা ত্রিভুবন চাকমা
গ. জুম্মা খান
ঘ. জোয়ান বকস খাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
ক. ৬ দফা
খ. ৪ দফা
গ. ১১ দফা
ঘ. ৭ দফা
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল –
ক. বৃহস্পতিবার
খ. শুক্রবার
গ. শনিবার
ঘ. রবিবারঙ .সোমবার
উত্তরঃ ক

প্রশ্নঃ পাক-ভারত-বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়?
ক. ১৭৫১
খ. ১৮৫৭
গ. ১৯৫২
ঘ. ১৯৭১
উত্তরঃ খ

প্রশ্নঃ উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে ?
ক. ১৭৫০
খ. ১৭৫৭
গ. ১৮৫০
ঘ. ১৮৫৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী –
ক. আবুল হাসেম
খ. এ কে ফজলুল হক
গ. শহীদ সোহরাওয়ার্দী
ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৫২৬ খ্রিষ্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
ক. রানা প্রতাপ সিংহ
খ. ইব্রাহিম লোদি
গ. শিবাজি
ঘ. বৈরাম খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ টোডরমল কে ?
ক. আকবরের ধর্মমন্ত্রী
খ. আকবরের অর্থমন্ত্রী
গ. আকবরের পরিকল্পনা মন্ত্রী
ঘ. আকবরের সমরমন্ত্রী
উত্তরঃ খ

প্রশ্নঃ পাকিস্থানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়?
ক. ১৯৪৭
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিস্কার করেন ?
ক. ফার্ডিন্যান্ড ম্যাগেলান
খ. ফ্রান্সিস ড্রেক
গ. ভাস্কো ডা গামা
ঘ. ক্রিস্টেফার কলম্বাস
উত্তরঃ গ

প্রশ্নঃ আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-
ক. ১৯৬৬ সালে
খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৮ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক. বিল অব রাইটস
খ. ম্যাগনাকার্টা
গ. পিটিশন অব রাইটস
ঘ. মুখ্য আইন
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় ‘ঋণ সালিশি আইন’ কার আমলে প্রণীত হয় ?
ক. এ. কে. ফজলুল হক
খ. এইচ.এস. সোহরাওয়ার্দী
গ. খাজা নাজিম উদ্দীন
ঘ. নুরুল আমিন
উত্তরঃ ক

প্রশ্নঃ কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না ?
ক. সুজা
খ. মুরাদ
গ. শের শাহ্‌
ঘ. দারা
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় –
ক. ১৭৫৮ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৭৯২ সালে
ঘ. ১৮৬২ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ পলাশীর যুদ্ধের তারিখ ছিল –
ক. January 23,1757
খ. February 23,1857
গ. June 23,1757
ঘ. May 14,1757
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!