সাংবিধানিক সংস্থা ও পদ

সাংবিধানিক সংস্থা : যে সকল প্রতিষ্ঠান সংবিধানের সুনির্দিস্ট বিধি মতে (সংবিধানের চতুর্থ ভাগ থেকে নবম ভাগ পর্যন্ত দেয়া আছে) গঠিত হয়, সেগুলোই সাংবিধানিক সংস্থা।

সাংবিধানিক সংস্থা ৬ টি :

১) আইনসভা
২) নির্বাহী বিভাগ
৩) বিচার বিভাগ
৪) নির্বাচন কমিশন
৫) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়
৬) সরকারি কর্ম কমিশন

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

সাংবিধানিক পদ : যারা সংবিধানের ৩য় তফসিল অনুযায়ী শপথ নিয়ে দায়িত্ব পালন করে, সেগুলোই সাংবিধানিক পদ।

সাংবিধানিক পদ ৯ টি :

১) রাষ্ট্রপতি
২) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
৩) স্পীকার
৪) ডেপুটি স্পীকার (৩য় তফসিল অনুযায়ী স্পিকার ডেপুটি স্পিকার আলাদা দেয়া আছে)
৫) সংসদ সদস্য
৬) প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
৭) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার
৮) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯) কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্য গণ

পুনশ্চ :

সংবিধিবদ্ধ পদ : যে সকল পদ সংবিধানের বিধান মোতাবেক সৃষ্টি হয় কিন্তু নির্বাচিত ব্যক্তি শপথ গ্রহণ করে না, তাকে সংবিধিবদ্ধ পদ বলে। যেমনঃ আটর্নি জেনারেল (৬৪), ন্যায়পাল (৭৭)।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!