বাংলা সাহিত্য-৭২

প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. কি চাহ শঙ্খচিল
খ. জন্ম যদি তব বঙ্গে
গ. রাইফেল রোটি আওরাত
ঘ. একদা এক রাজ্যে
উত্তরঃ গ

প্রশ্নঃ এম আর আখতার মুকুল রচিত ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থটির উপজীব্য বিষয় কি?
ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
খ. দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসলীলা
গ. ভাষা আন্দোলন
ঘ. ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাহানারা ইমাম রচিত গ্রন্থ কোনটি?
ক. বাংলাদেশ কথা কয়
খ. লক্ষ প্রাণের বিনিময়ে
গ. একাত্তরের দিনগুলি
ঘ. একটি ফুলকে বাঁচাবো বলে
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
ক. এই সব দিনরাত্রি
খ. নূরলদীনের সারা জীবন
গ. একাত্তরের দিনগুলি
ঘ. সৎ মানুষের খোঁজে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘A Search for Identity’ বইটি কার লেখা?
ক. কবীর চৌধুরী
খ. মেজর রফিকুল ইসলাম
গ. সিরাজুল ইসলাম চৌধুরী
ঘ. মেজর আবদুল জলিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?
ক. চাষী নজরুল ইসলাম
খ. সেলিম আল দীন
গ. ইমদাদুল হক মিলন
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?
ক. নেকড়ে অরণ্য
খ. হাঙর নদী গ্রেনেড
গ. বাসন
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?
ক. বিদ্রোহে বাঙালী
খ. মূলধারা
গ. বাঙালীর ইতিহাস
ঘ. বাংলার বিদ্রোহী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
ক. নেকড়ে অরণ্য
খ. নিষিদ্ধ লোবান
গ. দেয়াল
ঘ. তরঙ্গভঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত?
ক. ফেরারী ডাইরী
খ. কর্ণফুলি
গ. আরেক ফাল্গুন
ঘ. স্মৃতির শহর
উত্তরঃ ক

প্রশ্নঃ ষোল খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেছেন?
ক. হাসান হাফিজুর রহমান
খ. সৈয়দ শামসুল হক
গ. আবদুল মান্নান সৈয়দ
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমি বীরঙ্গনা বলছি’ গ্রন্থের লেখক কে?
ক. ড. নীলিমা ইব্রাহীম
খ. বেগম সুফিয়া কামাল
গ. বেগম জোবেদা খানম
ঘ. পান্না কায়সার
উত্তরঃ ক

প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. শঙ্খনীল কারাগার
খ. কাঁটাতারে প্রজাপতি
গ. জাহান্নাম হইতে বিদায়
ঘ. আর্তনাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘একাত্তরের বিজয় গাঁথা’ গ্রন্থের লেখক কে?
ক. মেজর রফিকুল ইসলাম
খ. ক্যাপ্টেন জাহাঙ্গীর
গ. জেনারেল সুখবন্ত সিং
ঘ. জেনারেল অরোরা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘একাত্তরের চিঠি’ কোন ধরনের রচনা?
ক. মুক্তিযুদ্ধের বিবরণ
খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
গ. মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
ঘ. ভিন্নধর্মী ডায়েরী
উত্তরঃ গ

প্রশ্নঃ ওরা এগার জন চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলো-
ক. সিপাহী বিদ্রোহ
খ. ৫২ এর ভাষা আন্দোলন
গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘একাত্তরের ঢাকা’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সুফিয়া কামাল
খ. সেলিনা হোসেন
গ. ড. নীলিমা ইব্রাহিম
ঘ. জাহানারা ইমাম
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. একাত্তরের ঢাকা – রাবেয়া খাতুন
খ. একাত্তরের ডায়েরি – সেলিনা হোসেন
গ. একাত্তরের নিশান – সুফিয়া কামাল
ঘ. একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?
ক. নন্দিত নরকে
খ. আমি বীরাঙ্গনা বলছি
গ. চৌচির
ঘ. অভিশপ্ত নগরী
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
ক. জাহান্নাম হইতে বিদায়
খ. জননী
গ. কর্ণফুলী
ঘ. সুর্য দীঘল বাড়ি
উত্তরঃ ক

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, মুসলমান গদ্য লেখক:

প্রশ্নঃ ১৯ শতকের প্রথম মুসলিম লেখকের নাম-
ক. গোলাম হোসেন
খ. খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী
গ. হামদিুল্লাহ খাঁ
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা-
ক. গোলম মোস্তাফা
খ. আবুল মনসুর আহমেদ
গ. আবুল ফজল
ঘ. মোঃ আব্দুল হাই
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. মোহাম্মদ আকরাম খাঁ
খ. এয়াকুব আলী চৌধুরী
গ. এস. ওয়াজেদ আলী
ঘ. মোহাম্মদ ওয়াজেদ আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা-
ক. মোঃ আব্দুল হাই
খ. মোঃ বরকতউল্লা
গ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. মওলানা আকরাম খাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
ক. মোস্তফা চরিত
খ. নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
গ. বিশ্বনবী
ঘ. মানব-মুকুট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত?
ক. মানুষের নবী
খ. বিশ্বনবী
গ. সমাজ ও সমাধান
ঘ. মরু দুলাল
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি হযরত মুহম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ?
ক. মরুমায়া
খ. মরু ভাস্কর
গ. মরুতীর্থ
ঘ. মরু কুসুম
উত্তরঃ খ

প্রশ্নঃ আকরাম খাঁ রচিত ‘মোস্তফা রচিত্র’ গ্রন্থটি-
ক. কাব্য গ্রন্থ
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. সীরাত গ্রন্থ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top