বাংলা সাহিত্য-৭৩

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, হিন্দু কলেজ ও ইয়ংবেংঙ্গল:

প্রশ্নঃ ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন প্রত্রিকা প্রকাশিত হয়?
ক. বঙ্গদূত
খ. জ্ঞানান্বেষণ
গ. জ্ঞানাঙ্কুর
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ইয়ংবেঙ্গল গোষ্ঠিভুক্ত বিশেষ কে?
ক. অক্ষয় কুমার দত্ত
খ. এন্টনি ফিরঙ্গি
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. কালীপ্রসন্নসিংহ ঠাকুর
উত্তরঃ ক

প্রশ্নঃ ইয়ংবেঙ্গল কি?
ক. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
গ. একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
ঘ. একটি সাময়িক পত্রের নাম
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন লেখক ইয়ং বেঙ্গলের ভাবাদর্শের নয়?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রাধানাথ শিকদার
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, বাংলা ভাষা লিপি এবং মুদ্রন ব্যবস্থার ইতিহাস:

প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক. চিত্র
খ. ভাষা
গ. ইঙ্গিত
ঘ. আচরণ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক

প্রশ্নঃ ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ. ব্রাহ্মী ও দেবনাগরী
গ. ব্রাহ্ম ও কুটীল
ঘ. ব্রাহ্মী ও তিব্বতী
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয় —
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. আড়াই হাজার
ঙ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঙ

প্রশ্নঃ সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. ঐতরেয় আরণ্যক
খ. রঘুবংশ কাব্য
গ. উপনিষদ
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
ক. সংস্কৃত থেকে
খ. মাগধী প্রাকৃত থেকে
গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
ঘ. শৌরসেনী থেকে
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?
ক. ব্রক্ষা লিপি
খ. আর্য লিপি
গ. ব্রাক্ষী লিপি
ঘ. ব্রক্ষী লিপি
উত্তরঃ গ

প্রশ্নঃ লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান–
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
ক. ১৯০০
খ. ১৮০০
গ. ১৯৫২
ঘ. ১৯৫৪
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
ক. খ্রিস্টীয় অষ্টম শতক
খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
গ. খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজী
গ. মান্দারিন
ঘ. আরবি
উত্তরঃ গ

প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. ফরাসি
ঘ. উর্দু
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ভাষাকে উত্তরাপথের ‘Lingua Franca’ বলা হতো?
ক. মহারাষ্ট্র ভাষাকে
খ. শৌরসেনী ভাষাকে
গ. মাগধী ভাষাকে
ঘ. মৈথিলী ভাষাকে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?
ক. চন্দ্রগুপ্ত
খ. আলেকজান্ডার
গ. আশোক
ঘ. কণিষ্ক
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
ক. প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
খ. প্রথম বাংলা মুদ্রণ
গ. প্রথম বাংলায় সংস্কার কাজ
ঘ. প্রথম বাংলা স্কুল
উত্তরঃ খ

প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
ক. একটা
খ. দুটো
গ. তিনটে
ঘ. চারটে
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?
ক. ১৭০০ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮০০ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক. ১২৯৮ সালে
খ. ১৩৯৮ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫৯৮ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট বাবর
গ. সম্রাট আরঙ্গজেব
ঘ. সম্রাট অশোক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?
ক. খ্রিস্টপূর্ব দশম শতাব্দী
খ. অষ্টম শতাব্দী
গ. দশম শতাব্দী
ঘ. নবম শতাব্দী
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!