বাংলা সাহিত্য-৭১

প্রশ্নঃ ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে?
ক. ১৯২৬
খ. ১৯১১
গ. ১৯৬৪
ঘ. ১৯০৫
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল-
ক. শিখা
খ. তত্তবোধিনী
গ. বঙ্গদর্শন
ঘ. সবুজপত্র
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. জীবনী
খ. আত্মজীবনী
গ. রম্যরচনা
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শিখা’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন–
ক. আবুল ফজল
খ. আবুল হুসেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ

প্রশ্নঃ আবুল ফজল এর কোন রচনাটি আত্মকাহিনী মূলক?
ক. রেখাচিত্র
খ. সমকালীন চিন্তা
গ. শুভবুদ্ধি
ঘ. বিচিত্র কথা
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ১৯১১
খ. ১৯৩৬
গ. ১৮৯৩
ঘ. ১৮৫৯
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী মোতাহার হোসেন
খ. আবুল হুসেন
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কাজী আনোয়ারুল কাদিও
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা:

প্রশ্নঃ ‘একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?
ক. জাহানারা ইমাম
খ. হাসান ইমাম
গ. আখতার ইমাম
ঘ. আলী ইমাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুশ ছেছল্লিশ দিনে স্বাধীনতা’-মুক্তিযুদ্ধ বিষয়ক এ গ্রন্থটির রচয়িতা কে?
ক. মোহাম্মদ নুরুল কাদের
খ. মঈদুল হাসান
গ. এম.আর.আখতার মুকুল
ঘ. আতাউর রহমান খান
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি সেলিনা হোসেনের রচনা?
ক. একাত্তরের ডায়েরি
খ. একাত্তরের ঢাকা
গ. একাত্তর কথা কয়
ঘ. একাত্তরের দিনগুলি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচে কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. চিলে কোঠার সেপাই
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. আনন্দের মৃত্যু
ঘ. যুদ্ধোত্তর বাংলাদেশ
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিষয়ক পুস্তক কোনটি?
ক. বাংলার বিদ্রোহী
খ. মূলধারা
গ. বাঙালীর ইতিহাস
ঘ. বিদ্রোহে বাঙালী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস-
ক. চিলোকোঠার সিপাই
খ. আগুনের পরশমণি
গ. একাত্তরের দিনগুলো
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘একাত্তরের দিনগুলি’ কোন জাতীয় সাহিত্য কর্ম?
ক. দেশাত্মবোধক
খ. স্মৃতিকথামূলক
গ. রম্য রচনা
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. নেকড়ে অরণ্য
খ. বন্দী শিবির থেকে
গ. নিষিদ্ধ লোবান
ঘ. প্রিয়যোদ্ধা প্রিয়তম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রক্তাক্ত মানচিত্র’ গ্রন্থের রচয়িতা-
ক. মুনীর চৌধুরী
খ. আবদুল হাফিজ
গ. জহির রায়হান
ঘ. আবদুল মান্নান সৈয়দ
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘জোছনা ও জননীর গল্প’ এর লেখক কে?
ক. আলাউদ্দীন আল আযাদ
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. হুমায়ূন আহমেদ
ঘ. জহির রায়হান
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি স্বাধীনতা ভিত্তিক চলচ্চিত্র নয়?
ক. আবার তোরা মানুষ হ
খ. ওরা এগার জন
গ. একাত্তরের সেই সংগ্রাম
ঘ. একাত্তরের যীষু
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ক. নরকে লাল গোলাপ
খ. যুদ্ধ
গ. অদ্ভুত আঁধার এক
ঘ. জলাঙ্গী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ফেরারী সূর্য’ ও ‘একাত্তরের নিশান’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. গাজীউল হক
খ. শওকত ওসমান
গ. রাবেয়া খাতুন
ঘ. রাজিয়া রহমান
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি?
ক. সারেং বউ
খ. শঙ্খনীল কারাগার
গ. জলাঙ্গী
ঘ. নভেরা
উত্তরঃ গ

প্রশ্নঃ আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?
ক. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
খ. ভাষা আন্দোলন
গ. সরকার বিরোধী আন্দোলন
ঘ. কারা বাহিনী
উত্তরঃ ক

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের একটি নাটক-
ক. আমি বিজয় দেখেছি
খ. একাত্তরের দিনগুলি
গ. কী চাহ শঙ্খচিল
ঘ. তরঙ্গভঙ্গ
উত্তরঃ গ, ঘ

প্রশ্নঃ ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
ক. হাসান আজিজুল হক
খ. আবুল হাসান
গ. আহসান হাবীব
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র’ নামক গ্রন্থটির সম্পাদক-
ক. বদরুদ্দীন উমর
খ. আল মাহমুদ
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি’ -স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এ গান্‌টি কে গেয়ে ছিলেন?
ক. আব্দুল জাব্বার
খ. আপেল মাহমুদ
গ. বশির আহমেদ
ঘ. সুবীর নন্দী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আমি বিজয় দেখেছি’-এই গ্রন্থের রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. রফিকুল ইসলাম
গ. এম.আর.আখতার মুকুল
ঘ. হুমায়ুন আজাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আমি বীরাঙ্গনা বলছি’-গ্রন্থের লেখক কে?
ক. সেলিনা হোসেন
খ. জাহানারা ইমাম
গ. সুফিয়া কামাল
ঘ. নীলিমা ইব্রাহীম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ নয়?
ক. আমি বিজয় দেখেছি
খ. একটি ফুলকে বাঁচাবো বলে
গ. একাত্তরের দিনগুলি
ঘ. কবর
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!