বাংলা সাহিত্য-৬১

প্রশ্নঃ ‘সংস্কৃতির সংকট’ গ্রন্থটির রচয়িতার নাম-
ক. মোতাহের হেসেন চৌধুরী
খ. গোপাল হালদার
গ. আবুল ফজল
ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত?
ক. সাহিত্য চর্চা
খ. শাশ্বত বঙ্গ
গ. কালের যাত্রার ধ্বনি
ঘ. সংস্কৃতির কথা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘নয়নচারা’ গল্পটি কার রচনা?
ক. আবু ইসহাক
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. মাহবুবুল আলম
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ আলাওলের ‘পদ্মাবর্তী’ পুঁথি সম্পাদনা করেছেন-
ক. ড. আহমদ শরীফ
খ. ড. সুকুমার সেন
গ. ড. মুহম্মদ এনামূল হক
ঘ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মোতাহের হোসেন চৌধুরীর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ?
ক. সংস্কৃতির কথা
খ. শিক্ষা ও মনুষ্যত্ব
গ. শিক্ষার লক্ষ্য
ঘ. সভ্যতা ও সুখ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘তোষামদ ও রাজনীতির ভাষা’ কোন ধরনের গ্রন্থ?
ক. ব্যাকরণ-বিষয়ক
খ. গদ্যগ্রন্থ
গ. রম্যরচনা
ঘ. নাটক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নামক বিখ্যাত গ্রন্থ কে রচনা করেছেন?
ক. ড. মুহম্মদ এনামুল হক
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. ড. কাজী দীন মুহাম্মদ
ঘ. ড. হুমায়ুন আজাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. গোপাল হালদার
খ. সুফিয়া কামাল
গ. শহীদুল্লাহ কায়াসার
ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ জসীম উদ্দীনের ‘চলে মুসাফির’ কি ধরনের রচনা?
ক. কবিতা
খ. উপন্যাস
গ. ভ্রমণ কাহিনী
ঘ. আত্মজীবনী
উত্তরঃ গ

প্রশ্নঃ সৈয়দ মুজতবা আলীর যে প্রবন্ধে কাবুল শহরের কাহিনী বর্ণিত–
ক. চাচা কাহিনী
খ. দেশে বিদেশে
গ. ঝান্ডুদা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য রচনা করেন–
ক. ভারতচন্দ্র রায়
খ. আলাওল
গ. রামরাম বসু
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ গ

প্রশ্নঃ জসীম উদ্দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
খ. চলে মুসাফির
গ. বিলেতে সাড়ে সাতশ দিন
ঘ. আমার তুরস্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ভ্রমণ কাহিনী?
ক. দুই দেশ, দুই মন
খ. পার্থিব
গ. জঙ্গম
ঘ. ভলগা থেকে গঙ্গা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যঙ্গ রসাত্মক রচনা কোনটি?
ক. নদী ও নারী
খ. নেমেসিস
গ. যদি এমন হতো
ঘ. ফুড কনফারেন্স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি ব্যঙ্গ রচনা-
ক. আয়না
খ. তেইশ নম্বর তৈলচিত্র
গ. শবনম
ঘ. মৃত্যুক্ষুধা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘টুনি মেম’ কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. ভ্রমণ কাহিনী
গ. উপন্যাস
ঘ. রম্যরচনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি রম্য রচনা
ক. ধীরে বহে নীল
খ. পঞ্চতন্ত্র
গ. চোখের বালি
ঘ. সাত-সাঁতার
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা সংবাদপত্র:

প্রশ্নঃ ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কি?
ক. ঈশ্বরগুপ্ত
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ ভুখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
ক. বরিশাল হিতৈষী
খ. সমাচার দর্পণ
গ. ঢাকা প্রকাশ
ঘ. রংপুর বার্তাবহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’- এর মুখপাত্র ছিল কোন পত্রিকা?
ক. সওগাত
খ. মোহাম্মদী
গ. শিখা
ঘ. মুসলিম ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয়-
ক. মিহির
খ. হাফেজ
গ. সুধাকর
ঘ. কোহিনুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কল্লোল’ পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায়?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২৭ সালে
গ. ১৯২৯ সালে
ঘ. ১৯৩০ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দৈনিক নবযুগ’ পত্রিকার সম্পাদক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মোজাম্মেল হক
ঘ. মাওলানা আকরাম খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সবুজপত্র’ সম্পদনা করেন-
ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. প্রমথ চৌধুরী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে ‘গাজী আব্বাস বিটকেল’ বলা হতো?
ক. মীর মশাররফ হোসেনকে
খ. মুহাম্মদ বরকতুল্লাহকে
গ. কাজী নজরুল ইসলামকে
ঘ. এস ওয়াজেদ আলীকে
উত্তরঃ গ

প্রশ্নঃ সংবাদপত্রের স্বাধীনতা সঙ্কোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে?
ক. ১৭৮০ সালে
খ. ১৭৯৯ সালে
গ. ১৮১৮ সালে
ঘ. ১৮২২ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
ক. মাহেনও
খ. সওগাত
গ. ধূমকেতু
ঘ. কালিকলম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?
ক. বিবিধার্থ সংগ্রহ
খ. বঙ্গদর্শন
গ. ভারতী
ঘ. রহস্যসন্দর্ভ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন পত্রিকাটি পূর্ববঙ্গ (বাংলাদেশ) থেকে প্রকাশিত হতো?
ক. কোহিনুর
খ. কল্লোল
গ. কালিকলম
ঘ. প্রচারক
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!