বাংলা সাহিত্য-৬০

প্রশ্নঃ ‘বিদায় হজ্জ্ব’ গ্রন্থের রচয়িতা কে?
ক. এস ওয়াজেদ আলী
খ. ইয়াকুব আলী চৌধুরী
গ. মোঃ লুৎফর রহমান
ঘ. মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মুহম্মদ এনামূল হকের রচনা?
ক. ভাষার ইতিবৃত্ত
খ. আধুনিক ভাষাতত্ত্ব
গ. মনীষা মঞ্জুষা
ঘ. বাংলাদেশের আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা —
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. এস. ওয়াজেদ আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সোভিয়েতের দিনগুলি’ ভ্রমণকাহিনীটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জসীমউদ্দীন
গ. বেগম রোকেয়া
ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অজিত দত্তের একমাত্র গবেষণাগ্রন্থ কোনটি?
ক. জনান্তিকে
খ. সরস প্রবন্ধ
গ. কথা ভারতী
ঘ. বাংলা সাহিত্যে হাস্যরস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘The Song of India’ গ্রন্থের রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন
খ. এ পি জে আবদুল কালাম
গ. সরোজিনী নাইডু
ঘ. মহাত্মা গান্ধী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পলাশীর যুদ্ধ’ বইটি কে রচনা করেন?
ক. ডি এল রায়
খ. এন সি ঘোষ
গ. কালিদাস রায়
ঘ. চন্দ্রশেখর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা?
ক. বিলাতের পত্র
খ. পথে-প্রবাসে
গ. অবিশ্বাস্য
ঘ. ইয়োরোপা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা হলেন-
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. সৈয়দ আলী আহসান
ঘ. আহমদ শরীফ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুহম্মদ আবদুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন?
ক. সৈয়দ আলী আহসান
খ. জিল্লুর রহমান সিদ্দিকী
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. আহমদ শরীফ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘Poverty and Famines’ গ্রন্থের রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন
খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফট
ঘ. উইলিয়াম রস্টো
উত্তরঃ ক

প্রশ্নঃ আবুল কালাম শামসুদ্দীনের লেখা প্রবন্ধ কোনটি?
ক. ত্রিস্রোত
খ. খরতরঙ্গ
গ. দৃষ্টিকোণ
ঘ. কচিপাতা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. রামসুন্দর ত্রিবেদী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মাওলানা আকরাম খাঁ
খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
গ. মোঃ আব্দুল হাই
ঘ. মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হুমায়ুন নামা’ এর রচয়িতা-
ক. নূরজাহান
খ. গুলবদন বেগম
গ. হুমায়ুন
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন রচিত বই–
ক. আজব প্রাণী আজব গাছ
খ. সাগরের রহস্যপুরী
গ. জলে-ডাঙ্গায়
ঘ. বাঘের ঘরে ঘোগের বাস
উত্তরঃ খ

প্রশ্নঃ সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
ক. রুহু চণ্ডালের হাড়
খ. কৈবর্ত খণ্ড
গ. ফুল বউ
ঘ. অলীক মানুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অতুলচন্দ্র গুপ্তের ‘কাব্য জিজ্ঞাসা’ কোন জাতীয় গ্রন্থ?
ক. ট্র্যাজেডিমূলক
খ. রসতত্ত্বমূলক
গ. বীরত্বপূর্ণ
ঘ. শৃঙ্গাররসপূর্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ভাষা আন্দোলন সম্পর্কে সবেচেয় প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?
ক. বশীর আল-হেলাল
খ. ড. রফিকুল ইসলাম
গ. বদরুদ্দীন উমর
ঘ. ড. আহমদ শরীফ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডঃ এনামূল হক
গ. মুহম্মদ আবদুল হাই
ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এসো বিজ্ঞানের রাজ্যে’র লেখক কে?
ক. আবদুল হাই
খ. আবদুল্লাহ আল মুতী
গ. জাফর ইকবাল
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বীরবলের হালখাতা’ কার রচনা?
ক. আবু সায়ীদ আইয়ুব
খ. মোহিতলাল মজুমদার
গ. প্রমথ চৌধুরী
ঘ. আবদুল করিম সাহিত্যবিশারদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনটি প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৫১
খ. ১৯৫২
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
ক. ভবিষ্যতের বাঙালি
খ. আত্নঘাতী বাঙালি
গ. বাংলায় ব্রতকথা
ঘ. বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কাব্যমালঞ্চ’ সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত?
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. আবদুল হাকিম
ঘ. আবদুল কাদির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন-
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মোতাহের হোসেন চৌধুরী
গ. ড. মুহম্মদ এনামূল হক
ঘ. ড. আনিসুজ্জামান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
ক. দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
খ. সচ্ছল বাংলাদেশের সন্ধানে
গ. স্বনির্ভর স্বদেশের
ঘ. দারিদ্রহীন বিশ্বের প্রয়াসে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা?
ক. ড. জিভাগো
খ. মা
গ. ফাউস্ট
ঘ. আনা কারেনিনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সংস্কৃতির কথা’ গ্রন্থটির রচয়িতার নাম?
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. গোপাল হায়দার
গ. আবুল ফজল
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে?
ক. গোপাল হালদার
খ. ড. মুহাম্মদ এনামুল হক
গ. নুরুল মোমেন
ঘ. ড. ওয়াকিল আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কলিঙ্গ পুরস্কার লাভ করেন যে বাঙালি বৈজ্ঞানিক-
ক. কুদরত-ই-খুদা
খ. জগদীশচন্দ্র বসু
গ. আল-মুতি-শরফুদ্দীন
ঘ. মেঘনাদ সাহা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!