বাংলা সাহিত্য-৬০

প্রশ্নঃ ‘বিদায় হজ্জ্ব’ গ্রন্থের রচয়িতা কে?
ক. এস ওয়াজেদ আলী
খ. ইয়াকুব আলী চৌধুরী
গ. মোঃ লুৎফর রহমান
ঘ. মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি মুহম্মদ এনামূল হকের রচনা?
ক. ভাষার ইতিবৃত্ত
খ. আধুনিক ভাষাতত্ত্ব
গ. মনীষা মঞ্জুষা
ঘ. বাংলাদেশের আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা —
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. এস. ওয়াজেদ আলী
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘সোভিয়েতের দিনগুলি’ ভ্রমণকাহিনীটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জসীমউদ্দীন
গ. বেগম রোকেয়া
ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অজিত দত্তের একমাত্র গবেষণাগ্রন্থ কোনটি?
ক. জনান্তিকে
খ. সরস প্রবন্ধ
গ. কথা ভারতী
ঘ. বাংলা সাহিত্যে হাস্যরস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘The Song of India’ গ্রন্থের রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন
খ. এ পি জে আবদুল কালাম
গ. সরোজিনী নাইডু
ঘ. মহাত্মা গান্ধী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পলাশীর যুদ্ধ’ বইটি কে রচনা করেন?
ক. ডি এল রায়
খ. এন সি ঘোষ
গ. কালিদাস রায়
ঘ. চন্দ্রশেখর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা?
ক. বিলাতের পত্র
খ. পথে-প্রবাসে
গ. অবিশ্বাস্য
ঘ. ইয়োরোপা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা হলেন-
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. সৈয়দ আলী আহসান
ঘ. আহমদ শরীফ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুহম্মদ আবদুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন?
ক. সৈয়দ আলী আহসান
খ. জিল্লুর রহমান সিদ্দিকী
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. আহমদ শরীফ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘Poverty and Famines’ গ্রন্থের রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন
খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফট
ঘ. উইলিয়াম রস্টো
উত্তরঃ ক

প্রশ্নঃ আবুল কালাম শামসুদ্দীনের লেখা প্রবন্ধ কোনটি?
ক. ত্রিস্রোত
খ. খরতরঙ্গ
গ. দৃষ্টিকোণ
ঘ. কচিপাতা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. রামসুন্দর ত্রিবেদী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মাওলানা আকরাম খাঁ
খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
গ. মোঃ আব্দুল হাই
ঘ. মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হুমায়ুন নামা’ এর রচয়িতা-
ক. নূরজাহান
খ. গুলবদন বেগম
গ. হুমায়ুন
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন রচিত বই–
ক. আজব প্রাণী আজব গাছ
খ. সাগরের রহস্যপুরী
গ. জলে-ডাঙ্গায়
ঘ. বাঘের ঘরে ঘোগের বাস
উত্তরঃ খ

প্রশ্নঃ সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
ক. রুহু চণ্ডালের হাড়
খ. কৈবর্ত খণ্ড
গ. ফুল বউ
ঘ. অলীক মানুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অতুলচন্দ্র গুপ্তের ‘কাব্য জিজ্ঞাসা’ কোন জাতীয় গ্রন্থ?
ক. ট্র্যাজেডিমূলক
খ. রসতত্ত্বমূলক
গ. বীরত্বপূর্ণ
ঘ. শৃঙ্গাররসপূর্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ভাষা আন্দোলন সম্পর্কে সবেচেয় প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?
ক. বশীর আল-হেলাল
খ. ড. রফিকুল ইসলাম
গ. বদরুদ্দীন উমর
ঘ. ড. আহমদ শরীফ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডঃ এনামূল হক
গ. মুহম্মদ আবদুল হাই
ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘এসো বিজ্ঞানের রাজ্যে’র লেখক কে?
ক. আবদুল হাই
খ. আবদুল্লাহ আল মুতী
গ. জাফর ইকবাল
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বীরবলের হালখাতা’ কার রচনা?
ক. আবু সায়ীদ আইয়ুব
খ. মোহিতলাল মজুমদার
গ. প্রমথ চৌধুরী
ঘ. আবদুল করিম সাহিত্যবিশারদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনটি প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯৫১
খ. ১৯৫২
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৩
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
ক. ভবিষ্যতের বাঙালি
খ. আত্নঘাতী বাঙালি
গ. বাংলায় ব্রতকথা
ঘ. বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কাব্যমালঞ্চ’ সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত?
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. আবদুল হাকিম
ঘ. আবদুল কাদির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন-
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মোতাহের হোসেন চৌধুরী
গ. ড. মুহম্মদ এনামূল হক
ঘ. ড. আনিসুজ্জামান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
ক. দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
খ. সচ্ছল বাংলাদেশের সন্ধানে
গ. স্বনির্ভর স্বদেশের
ঘ. দারিদ্রহীন বিশ্বের প্রয়াসে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা?
ক. ড. জিভাগো
খ. মা
গ. ফাউস্ট
ঘ. আনা কারেনিনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সংস্কৃতির কথা’ গ্রন্থটির রচয়িতার নাম?
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. গোপাল হায়দার
গ. আবুল ফজল
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে?
ক. গোপাল হালদার
খ. ড. মুহাম্মদ এনামুল হক
গ. নুরুল মোমেন
ঘ. ড. ওয়াকিল আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কলিঙ্গ পুরস্কার লাভ করেন যে বাঙালি বৈজ্ঞানিক-
ক. কুদরত-ই-খুদা
খ. জগদীশচন্দ্র বসু
গ. আল-মুতি-শরফুদ্দীন
ঘ. মেঘনাদ সাহা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top