বাংলা সাহিত্য-৫৪

প্রশ্নঃ বিশ্বভারতী চলিত বাংলা বানানের নিয়ম নির্ধারণ করে কোন শতকে ?
ক. বিশ
খ. আঠার
গ. উনিশ
ঘ. সতর
উত্তরঃ ক

প্রশ্নঃ পদাশ্রিত নির্দেশক টিতে কোনটি হবে ?
ক. ঈ -কার
খ. ই -কার
গ. উ -কার
ঘ. ঋ -কার
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা একাডেমী প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম কত সনে প্রকাশিত হয় ?
ক. ১৯৯৫
খ. ১৯৯৪
গ. ১৯৯৬
ঘ. ১৯৯২
উত্তরঃ খ

প্রশ্নঃ হসচিহ্ন বর্জনের উদাহরণ কোনটি ?
ক. মদ
খ. ক্রমশ
গ. দুস্থ
ঘ. মূলত
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম বাংলা ‘থিসরাস’ বা ‘সমার্থক শব্দের’ অভিধান সংকলন করেছেন-
ক. অশোক মুখোপাধ্যায়
খ. জগন্নাথ চক্রবর্তী
গ. মুহম্মদ হাবিবুর রহমান
ঘ. মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কত সনে বাংলা বানানের নিয়ম প্রকাশ করে ?
ক. ১৯৮৭ সনে
খ. ১৯৮৬ সনে
গ. ১৯৮৮ সনে
ঘ. ১৯৯০ সনে
উত্তরঃ গ

প্রশ্নঃ ঊর্ধ্ব কমা যথাসম্ভব বর্জন করা হবে। উদাহরণটি হচ্ছে –
ক. করল
খ. দুজন
গ. কর্জ
ঘ. কোর্তা
উত্তরঃ ক

প্রশ্নঃ W -স্থানে প্রচলিত রীতি অনুসারে কোনটি বিধেয় ?
ক. ও
খ. ঊ
গ. ও, ঊ
ঘ. ক
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি সঠিক ?
ক. হসচিহ্ন যথাসম্ভব ব্যবহার করা হবে
খ. মাঝে মাঝে হসচিহ্ন ব্যবহৃত হবে
গ. হসচিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে
ঘ. কোনটিই ঠিক নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ অ -তৎসম শব্দে কোন বানানটি শুদ্ধ ?
ক. খুদে
খ. ক্ষীর
গ. ক্ষুর
ঘ. ক্ষুদে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা একাডেমী প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম কত সনে প্রকাশিত হয় ?
ক. ২৯ পৌষ, ১৪০০
খ. ২৯ মাঘ, ১৪০০
গ. ২ মাঘ, ১৪০০
ঘ. ৫ আষাঢ়, ১৪০২
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা একাডেমীর ইংরেজী-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
ক. ড. আনিসুজ্জামান
খ. নরেন বিশ্বাস
গ. জিল্লুর রহমান সিদ্দিকী
ঘ. আবু ইসহাক
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশবভারতী চলিত বানানের নিয়ম তৈরী করেন –
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. রামেশ্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ আনো প্রত্যয়ান্ত শব্দ কি হবে ?
ক. এ -কার
খ. উ -কার
গ. ও -কার
ঘ. ই -কার
উত্তরঃ গ

প্রশ্নঃ ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম স্থানে কি লেখা যাবে ?
ক. ং
খ. ঃ
গ. ঁ
ঘ. ঙ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলায় অ -কারের উচ্চারণ বহু ক্ষেত্রে কোনটি হয় ?
ক. অ -কার
খ. ও-কার
গ. উ-কার
ঘ. ঊ-কার
উত্তরঃ খ

প্রশ্নঃ রেফ -এর পর ব্যঞ্জনবর্ণের কি হবে না ?
ক. ব্যবহার
খ. দ্বিত্ব
গ. য-ফলা
ঘ. বর্ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা একাডেমীর ‘আঞ্চলিক অভিধান’ সম্পাদনা কে করেন?
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহম্মদ এনামূল হক
গ. মুহম্মদ মনসুর উদ্দিন
ঘ. মুহম্মদ আব্দুল হাই
উত্তরঃ ক

প্রশ্নঃ সমাসবদ্ধ পদগুলো একসঙ্গে লিখতে হয় – উদাহরণ কোনটি ?
ক. দুজন
খ. সংবাদপত্র
গ. কর
ঘ. ধর
উত্তরঃ খ

প্রশ্নঃ f-স্থানে বাংলায় কোন বর্ণ হবে ?
ক. ফ
খ. ভ
গ. প
ঘ. ব
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক কে?
ক. মুহম্মদ আব্দুল হাই
খ. মুহম্মদ শহীদুল্লাহ
গ. মুহম্মদ এনামূল হক
ঘ. আহমদ শরীফ
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা উপন্যাস:

প্রশ্নঃ মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?
ক. রজনী
খ. নববিধান
গ. পদ্মরাগ
ঘ. প্রেমের সমাধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. দেবেন্দ্রনাথ সেন
ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নী ও নারী’ কার রচনা?
ক. কাজী আব্দুল ওয়াদুদ
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন
ঘ. হুমায়ুন কবির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. প্যারীচাঁদ মিত্র
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী ইমদাদুল হক
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ?
ক. মীর মশাররফ হোসেন
খ. রমেশচন্দ্র দত্ত
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. তারকনাথ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস?
ক. খান মুহাম্মদ মঈনুদ্দিন
খ. বেনজীর আহমদ
গ. হুমায়ুন কবীর
ঘ. শামসুল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ হুতোমী গদ্যের লেখকের নাম কি?
ক. টেক চাঁদ ঠাকুর
খ. দীনবন্ধু মিত্র
গ. ভানুসিংহ ঠাকুর
ঘ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. রৌদ্র করোটিতে-ভ্রমণ কাহিনী
খ. রাইফেল রোটি আওরাৎ-নাটক
গ. সোজন বাদিয়ার ঘাট-সিনেমা
ঘ. ঘর মন জানালা- উপন্যাস
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!