বাংলা সাহিত্য-৫৩

প্রশ্নঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ সংখ্যা কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৭ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের মূল উদ্দেশ্য কি ছিল?
ক. বাংলা গদ্য চালু করা
খ. বাঙালিদের কেরানি তৈরি করা
গ. খ্রিস্টধর্ম প্রচার করা
ঘ. ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষা দেয়া
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা–
ক. উইলিয়াম কেরি
খ. গোলকনাথ শর্মা
গ. রামরাম বসু
ঘ. হরপ্রসাদ রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঙালি রচিত, বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গদ্যগ্রন্থ কোনটি?
ক. মহারাজা কৃষ্ণ চরিত্র
খ. রাজাবলি
গ. রাজা প্রতাপাদিত্য চরিত্র
ঘ. কথোপকথন
উত্তরঃ গ

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
ক. রামরাম বসু
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
ঘ. মদনমোহন তর্কালঙ্কার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল–
ক. ষোড়শ শতাব্দী
খ. সপ্তদশ শতাব্দী
গ. অষ্টাদশ শতাব্দী
ঘ. ঊনবিংশ শতাব্দী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ফোর্ট উইলিয়াম যুগে’ সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন-
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
খ. ঈশ্চরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামকিশোর তর্কচূড়ামণি
ঘ. রামানারায়ণ তর্করত্ন
উত্তরঃ ক

প্রশ্নঃ শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৩ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ট মনে করা হয় কাকে?
ক. উইলিয়াম কেরী
খ. রামরাম বসু
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
ক. মুহসীন কলেজ
খ. ফোর্ট উইলিয়াম কলেজ
গ. শ্রীরামপুর মিশন
ঘ. সংস্কৃত কলেজ
উত্তরঃ খ

প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয়?
ক. ১৮১৬, ১০ মার্চ
গ. ১৮০১, ৫ মার্চ
ঘ. ১৮০০, ৪ মে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তিনি ছিলেন ভাষাবিদ ও ভাষাশিল্পী ফোর্ট উইলিয়াম কলেজের কোন পণ্ডিত সম্পর্কে এ কথা বলা হয়েছে?
ক. রাজা রামমোহন রায়
খ. গোলকনাথ শর্মা
গ. উইলিয়াম কেরি
ঘ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তরঃ ঘ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, বাংলা অভিধান:

প্রশ্নঃ প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে ?
ক. ১৮০০
খ. ১৮০২
গ. ১৮০১
ঘ. ১৮০৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চলন্তিকা’ অভিধানের প্রধান সম্পাদক হলেন –
ক. কাজী আবদুল ওদুদ
খ. রাজ শেখর বসু
গ. জ্ঞানেন্দ্রমোহন
ঘ. মকসুদ হিলালী
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাথমিক পর্যায়ে বাংলা বানান নির্ধারিত হ্য় ?
ক. অতৎসম ব্যকরণের নিয়মানুযায়ী
খ. তদ্ভব শব্দের নিয়মানুযায়ী
গ. দেশী শব্দের নিয়মানুযায়ী
ঘ. সংস্কৃত ব্যকরণের অনুশাসন অনুযায়ী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে কোন বানানটি সঠিক ?
ক. টেষ্ট
খ. টেস্ট
গ. টেশট
ঘ. টেন্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় –
ক. আঠার শতকে
খ. সতের শতকে
গ. উনিশ শতকে
ঘ. বিশ শতকে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বিষয়টি সঠিক ?
ক. বাংলা ভাষায় সংস্কৃত শব্দগুলো বিকৃত হবে
খ. বাংলা ভাষায় সংস্কৃত শব্দগুলো অবিকৃত থাকবে
গ. বাংলা ভাষায় সংস্কৃত শব্দ মাঝে মাঝে পরিবর্তন হবে
ঘ. সংস্কৃত ও বিদেশী শব্দ পরিবর্তিত হবে
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গীয় শব্দকোষ-এর প্রণেতা-
ক. জ্ঞানেন্দ্রমোহন দাস
খ. মুহম্মদ এনামূল হক
গ. হরিচরণ বন্দ্যোপাধ্যায়
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পারশো-এরাবিক এলিমেন্টস ইন বেঙ্গলি’ অভিধানের রচয়িতা কে ?
ক. কাজী আবদুল ওদুদ
খ. হরলাল রায়
গ. গোলাম মকসুদ হিলালী
ঘ. মাওলানা মুফতী
উত্তরঃ গ

প্রশ্নঃ জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানের নাম হচ্ছে –
ক. বাঙ্গালা ভাষার অভিধান
খ. চলন্তিকা
গ. বাংলা অভিধান
ঘ. সংসদ অভিধান
উত্তরঃ ক

প্রশ্নঃ অভিধানে কোন শব্দটি আগে বসবে?
ক. চাঁদা
খ. চানা
গ. চালা
ঘ. চাঁটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কত সনের পর কয়েকটি প্রতিষ্ঠান, সরকার ও কোনো কোনো ব্যক্তি বাংলা বানান ও লিপির সংস্কারের চেষ্টা ?
ক. ১৯৪৫ সনের পর
খ. ১৯৪৪ সনের পর
গ. ১৯৪৭ সনের পর
ঘ. ১৯৪৮ সনের পর
উত্তরঃ গ

প্রশ্নঃ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বানানের নিয়ম প্রকাশিত হয় কত সনে ?
ক. ১৯৩৫
খ. ১৯৩৮
গ. ১৯৩৬
ঘ. ১৯৪০
উত্তরঃ গ

প্রশ্নঃ এক ভাষায় ধ্বনিকে অন্য ভাষার বর্ণমালার বর্ণে লেখার নাম কি ?
ক. অনুবাদ
খ. প্রতিবর্ণীকরণ
গ. লিঙ্গান্তর
ঘ. পারিভাষিকতা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রমিত বাংলা বানানের নিয়মের’ সভাপতি কে ছিলেন ?
ক. মনিরুজ্জামান
খ. জামিল চৌধুরী
গ. নরেন বিশ্বাস
ঘ. ড. আনিসুজ্জামান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শব্দের পূর্বে নঞর্থক উপসর্গরুপে না উত্তরপদের সঙ্গে যুক্ত থাকবে। উদাহরণ –
ক. নাবালক
খ. বলে নাই
গ. লাবানক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে ?
ক. ঢাকায়
খ. শ্রীরামপুরে
গ. কলকাতায়
ঘ. পশ্চিমবঙ্গে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!