বাংলা সাহিত্য-৫৫

প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?
ক. গৌতম ঘোষ
খ. ঋত্বিক ঘটক
গ. সত্যজিৎ রায়
ঘ. বাসুদেব ট্যাটার্জী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?
ক. কাজী আবদুল ওদুদ
খ. আবুল ফজল
গ. হুমায়ুন কবির
ঘ. রশীদ করিম
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. রশীদ করিম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেলেন?
ক. নূরুন্নেসা খাতুন
খ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
গ. বেগম রোকেয়া
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আনোয়ারা’ কোন ধরনে গ্রন্থ
ক. নাটক
খ. বড় গল্প
গ. উপন্যাস
ঘ. প্রহসন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আততায়ীদের সাথে কথেঅপকথন’ কার লেখা?
ক. শামসুর রহমান
খ. হুমায়ুন আহমেদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. আবুল হাসান
ঙ. জাফর ইকবাল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?
ক. রামরাম বসু
খ. ভুদের মুখোপাধ্যায়
গ. দীনবন্ধু মিত্র
ঘ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা
ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সৈয়দ মজতবা আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
খ. ধাত্রতীদেবতা, কবি, হাঁসুলি বাঁকের উপকথা
গ. জলসাঘর, কবি, পঞ্চগ্রাম
ঘ. ধাত্রীদেবতা, গণদেবতা, জলসাঘর
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?
ক. বিহারী-বিনোদিনী
খ. নিখিলেস-বিমলা
গ. মধুসূসন-কুমুদিনী
ঘ. অমিত-লাবণ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন-
ক. প্যারীচাঁদ মুখোপাধ্যায়
খ. অন্নদা শঙ্কর রায়
গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
ঘ. প্রমথনাথ বিশি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
খ. বন্দে আলী মিঞা
গ. জহির রায়হান
ঘ. অদ্বৈতমল্ল বর্মণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?
ক. আব্দুল ওয়াদুদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মোজাম্মেলহক
ঘ. নজিবর রহমান সাহিত্যরত্ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হুতোমী বাংলা কার রচনাকে বলে?
ক. বিদ্যাসাগর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. কালী প্রসন্ন সিংহ
ঘ. ঈশ্বর গুপ্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘খরলা’ উপ্যাসটি কার লেখা?
ক. বেগম রোকেয়া
খ. মোহাম্মদ লুৎফর রহমান
গ. এস ওয়াজেদ আলী
ঘ. কাজী এমদাদুল হক
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

প্রশ্নঃ কোনটি ঠিক?
ক. কাঁদো নদী কাঁদো (কাব্য)
খ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
গ. বহ্নিপীর (নাটক)
ঘ. মহাশ্মশান (নাটক)
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে?
ক. স্বর্ণকুমারী দেবী
খ. মানকী দেবী
গ. সীতা দেবী
ঘ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?
ক. তারকানাথ গঙ্গোপাধ্যায়
খ. স্বর্ণকুমারী দেবী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বনফুল
ঘ. রাজশেখর বসু
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?
ক. আগুনপাখি
খ. বরফগলা নদী
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. খোয়াবনামা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক-
ক. খন্দকার মোহাম্মদ ইলিয়াস
খ. শওকত ওসমান
গ. বদরুদ্দীন উমর
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ ক

প্রশ্নঃ নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম-
ক. অবরোধবাসিনী
খ. সুলতানার স্বপ্ন
গ. রূপজালাল
ঘ. মায়াবী পর্দা দুলে ওঠো
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুলায় কলাস্রোত’ কার লেখা?
ক. সুবোধ ঘোষ
খ. মহাশ্বেত দেবী
গ. ইমদাদুল হক মিলন
ঘ. শওকত আলী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?
ক. আবদুল্লাহ
খ. আনোয়ারা
গ. জোহরা
ঘ. বনলতা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. লালন ফকির
খ. হাছন রাজা
গ. ফকরি আলমগীর
ঘ. পাগলা কানাই
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কত ছবি, কত গান’ এর লেখক-
ক. আবু ইসহাক
খ. খন্দকার মোঃ ইলিয়াস
গ. আলাউদ্দিন আল-আজাদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সংশপ্তক’ উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
ক. মুক্তিযুদ্ধ
খ. ভাষা আন্দোলন
গ. নগর ও গ্রামীণ জীবন
ঘ. অভাবী সংসার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৮৯৯ সালে
গ. ১৯৩৫ সালে
ঘ. ১৯১৪ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. আনিস চৌধুরী
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে শিল্পকর্ম?
ক. গল্পসংগ্রহ
খ. ভ্রমণ কাহিনী
গ. উপন্যাস
ঘ. প্রবাদ সংকলন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!