বাংলা সাহিত্য-৪৯

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সুফিয়া কামাল:

প্রশ্নঃ ‘একাত্তরের ডায়েরি’ কার রচনা?
ক. সেলিনা হোসেন
খ. সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম
ঘ. আয়েশা ফয়েজ
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সাঁঝের মায়া’ কাব্য কে রচনা করেন?
ক. বেগম সুফিয়া কামাল
খ. বেগম রোকেয়া
গ. আশাপূর্ণ দেবী
ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ ক

প্রশ্নঃ বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি?
ক. মহাকবি
খ. গীতিকবি
গ. পল্লীকবি
ঘ. ছন্দের কবি
উত্তরঃ খ

প্রশ্নঃ বেগম সুফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?
ক. একজন কবি ও রাজনীতিবিদ
খ. একজন কবি ও সমাজসেবক
গ. শিশুতোষ গ্রন্থলেখক ও সমাজসেবক
ঘ. একজন কবি ও গৃহিনী
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সেলিম আল দীন:

প্রশ্নঃ ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, ‘এক্সপ্লোসিড ও মূলসমস্যা’ ‘চারকাকড়ার ডকুমেন্টারি’ প্রভৃতি নাটকের নাট্যকার-
ক. সৈয়দ শামসুল হক
খ. সেলিম আল দীন
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মুনতাসির ফ্যান্টাসি’ ও ‘কিত্তনখোরা’ নাটকদ্বয়ের রচয়িতা কে?
ক. সেলিম আল দীন
খ. কবীর চৌধুরী
গ. আলী যাকের
ঘ. ওবায়দুল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা কে?
ক. জিয়া হায়দার
খ. সেলিম আল দীন
গ. দীনবন্ধু মিত্র
ঘ. ইব্রাহিম খলিল
উত্তরঃ খ

প্রশ্নঃ A legendary dramatist in the post colonical Bangla, Selim Al Deen died on-
ক. 12 January 2008
খ. 13 January 2008
গ. 14 January2008
ঘ. 15 January 2008
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
ক. খোলা দুয়ার
খ. এখানে এখন
গ. এখনও ক্রীতদাস
ঘ. বন পাংশুল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রধান নাট্যকার-
ক. আবদুল মান্নান সৈয়দ
খ. আসকার ইবনে সাইদ
গ. মমতাজউদ্দিন আহমেদ
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন নাটকটি সেলিম আলদীনের-
ক. মুনতাসীর ফ্যান্টাসী
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. কবর
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চাকা’ গ্রন্থটির রচয়িতা-
ক. সেলিম আল-দ্বীন
খ. সৈয়দ শামসুল হক
গ. আব্দুল মান্নান সৈয়দ
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ক

প্রশ্নঃ যৈবতী কন্যার মন’ নাটকটির রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. আনিস চৌধুরী
গ. মামুনুর রশীদ
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নাট্যাচার্য’ হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার ?
ক. সৈয়দ শামসুল হক
খ. মামুনুর রশীদ
গ. হুমায়ন আহমেদ
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সেলিম আল দীনের নাটক-
ক. স্বপ্নমঙ্গল
খ. কেরামত মঙ্গল
গ. রুদ্রমঙ্গল
ঘ. মনসা মঙ্গলা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হাত হদাই’ নাটকের নাট্যকার কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. সেলিম আল দীন
গ. মমতাজ উদ্দিন আহমদ
ঘ. আবদুল্লাহ আল মামুন
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সৈয়দ আলী আহসান:

প্রশ্নঃ সৈয়দ আলী আহসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
ক. ইডিপাস
খ. একক সন্ধ্যায় বসন্ত
গ. পাখীর বাসা
ঘ. বলাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চাহার দরবেশ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ আলী আহসান
খ. শামসুর রহমান
গ. আহসান হাবীব
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?
ক. জসিমউদ্দীন
খ. তালিম হোসেন
গ. জীবনানন্দ দাশ
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রীক ট্রাজেডি ‘ইডিপাস’বাংলায় অনুবাদ করেন কে?
ক. মুনীর চৌধুরী
খ. আব্দুল হাফিজ
গ. কবীর চৌধুরী
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘একক সন্ধ্যায় বসন্ত’ গ্রন্থটির রচয়িতা–
ক. সৈয়দ শামসুল হক
খ. আবদুল মান্নান সৈয়দ
গ. সৈয়দ আলী আহসান
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ গ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী:

প্রশ্নঃ নিম্ন তালিকার মধ্যে মহাকব্য রচনা করেন-
ক. গোলাম মোস্তফা
খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ. দেবেন্দ্রনাথ সেন
ঘ. মুহম্মদ রিয়াজউদ্দিন আহমদ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তুরস্ক ভ্রমণ’ নামক ভ্রমণ কাহিনী কে রচনা করেছেন?
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. কাজী নজরুল ইসলাম
গ. মীর মশাররফ হোসেন
ঘ. মোহিতলাল মজুমদার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ফররূখ আহমদ
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!