বাংলা সাহিত্য-৫০

প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজী রচিত গ্রন্থ কোনটি?
ক. অনলপ্রবাহ
খ. স্পেন বিজয়
গ. মহাশিক্ষা
ঘ. তিনটিই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ রচনা করেন কে?
ক. মোজাম্মেল হক
খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ. এয়াকুব আলী চৌধুরী
ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি ইসমাইল হোসেন সিরাজী রচিত গ্রন্থ নয়?
ক. অনল প্রবাহ
খ. তারা বাঈ
গ. তুরস্ক বিজয়
ঘ. তরঙ্গভঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘স্পেন বিজয়’ কাব্যের রচয়িতা কে?
ক. অক্ষয়কুমার বড়াল
খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ. নবীনচন্দ্র সেন
ঘ. শামসুদ্দিন আবুল কালাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ কাব্যটি কার?
ক. কায়কোবাদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মোজাম্মেল হক
ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ শিবমন্দির, অমিয়ধারা গ্রন্থগুলোর রচয়িতা কে?
ক. কায়কোবাদ
খ. বেগম রোকেয়া
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রায় নন্দিনী’ কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল?
ক. অনল প্রবাহ
খ. রায়নন্দিনী
গ. অপূর্ব নৈবদ্য
ঘ. জেগে উঠ বিদ্রোহী
উত্তরঃ ক

প্রশ্নঃ দুর্গেশনন্দিনীর প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী কোন উপন্যাস রচনা করেন?
ক. অনল প্রবাহ
খ. ইন্দিরা
গ. রায়নন্দিনী
ঘ. আনন্দময়ী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রায়নন্দিনী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. বেগম রোকেয়া
গ. কায়কোবাদ
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
ক. রাজশাহী
খ. রংপুর
গ. কুষ্টিয়া
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘স্পেনীয় মুসলমান সভ্যতা’ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কাজেম আল কোরায়শী
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. এয়াকুব আলী চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ
ক. নূরনামা
খ. রায়নন্দিনী
গ. দুর্গেশ নন্দিনী
ঘ. কপালকুণ্ডলা
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহণ করেন–
ক. ১৮৯৯
খ. ১৮৭৯
গ. ১৮৮১
ঘ. ১৮৮২
উত্তরঃ খ

বাংলা, বাংলা সাহিত্য, আধুনিক যুগ, প্রধান বাংলা সাহিত্যিক ও তাঁদের কর্মের পরিচয়, সৈয়দ ওয়ালীউল্লাহ:

প্রশ্নঃ ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লাল সালু’ উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. আবুল মনসুর আহমদ
খ. আবুল ফজল
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
ক. বহ্নিপীর
খ. তরঙ্গভঙ্গ
গ. সুড়ঙ্গ
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চাঁদের অমাবস্যা’ কি জাতীয় গ্রন্থ?
ক. বিজ্ঞান বিষয়ক
খ. কাব্য
গ. উপন্যাস
ঘ. নাটক
উত্তরঃ গ

প্রশ্নঃ সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি?
ক. নেমেসিস
খ. রূপান্তর
গ. সেনাপতি
ঘ. সুড়ঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
ক. বহ্নিপীর
খ. কেরামত মাওলা
গ. নয়া খান্দান
ঘ. কিত্তন খোলা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর রচিত গ্রন্থ নয়?
ক. চাঁদের অমাবস্যা
খ. কাঁদো নদী কাঁদো
গ. চক্রবাক
ঘ. লালসালু
উত্তরঃ গ

প্রশ্নঃ সৈয়দ ওয়ালী উল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণীর উপন্যাস?
ক. সামাজিক
খ. আত্মজৈবনিক
গ. মনোসমীক্ষণমূলক
ঘ. রূপক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. আব্দুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আলী আহসান
গ. মোজাম্মেল হক
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কি?
ক. গ্রাম বাংলার সমাজের অশিক্ষা-কুশিক্ষা
খ. চাষী জীবনের করুণ চিত্র
গ. হাওড় অঞ্চলের মানুষের দুঃখের জীবন
ঘ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
উত্তরঃ ক

প্রশ্নঃ লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি?
ক. ১৯৪৩
খ. ১৯৪৮
গ. ১৯৫১
ঘ. ১৯৭০
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থটির লেখক কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শওকত ওসমান
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ঠিক
ক. মহাশ্মশান (নাটক)
খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ. বহ্নিপীর (নাটক)
ঘ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা-
ক. আবুল মনসুর আহমদ
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বহিপীর’ কে রচনা করেন?
ক. নজিবুর রহমান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. গোলাম মোস্তফা
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!